নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং- https://youtu.be/4uLpkiWp_pI
উঠনের জমি
কতটুকু বা চাষ আবাদ করেছে “সে”?
রঙিন আকাশে সখের ঘুড়ি খুব উড়াছে “সে”
ফসলি জমির
ভাবনা কতটুকু বা ভেবেছিল কি “সে”?
কথা ফুরে গেছে-
মাটিরা ধীরে ধীরে সরে যাচ্ছে- কত দূর;
অথচ অমরত্ব পেতে কৃপনা
এতোটুকু করেনি “সে”-
এখন চাঁদ তারার মেঘে ঘুমায় “সে”
০৮ মাঘ ১৪২৮, ২২ জানুয়ারি ২২
২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা কোন বানান ভুল একটু দেখাতেন সংশোন করতাম
২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: উড়াছে < উড়াচ্ছে
ফুরে < ফুরিয়ে
কৃপনা < কৃপনতা
২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন-----
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: কবি আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা আলাইকুম সালাম ভাল আছি- আপনি
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো ভুল গুলির কথা বলাতে আপনি মনখুন্ন হয়েছেন, সরি।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: না -না - দাদা মনখুন্ন হইনি
তবে আঞ্চলিক শব্দ ও সাধু ভাষার সাথে আঞ্চলিক শব্দ যোগ হয়ে যায়
এই আর কি ভাল থাকবেন দাদা
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপার কবিতায় বানান ভুল থাকে। আরো একটু সতর্ক হতে হবে।