নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ভোরের স্বপ্ন মাখা জোয়ার
যেনো দেহের আনন্দ দোলা দুপুর;
বিষন্ন গড়ে আসে বিকেল-
অথচ সন্ধ্যার আর্তনাদ ভুলে যাই!
যুগের অপেক্ষা থাকা প্রহর!
কৃষ্ণচূড়ার স্বপ্নগুলো মরে যায়নি
কোন ঘূর্ণি ঝড়ে- তারপরও
বেঁচে থাকার আকুতি,সোনালি রাত
প্রণয়ের শাখায় উপশাখায়
প্রজাপতি ঘুরে ফিরে নীল জোছনায়।
১৬ কার্তিক ১৪২৯, ০১ নভেম্বর ’২২
০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: নীল জোছনা খুব জ্বালাতন করে তাই সকালেই নিয়ে আসলাম
ভাল থাকবেন--------
২| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫০
লেখোয়াড়. বলেছেন: আইচ্চা, ভাল কাম করসেন।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বল্লেন না মাঝে মাঝে এ কামগুলো হয়ে যায়
৩| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: নীল জোছনা নামটা ভালো লেগেছে। কবিতাও ভালো হয়েছে তবে দুটো শব্দের বানান টাইপো হয়েছে যার জন্য কবিতার অর্থ/বক্তব্য বদলে গেছে। তৃতীয় লাইনে 'বিষন্ন গড়ে আসে' এর পরিবর্তে 'বিষন্ন করে' যথাযত হতো এবং নয় নম্বর লাইনে 'উপশাশায়' শব্দে টাইপো হয়েছে। সঠিক বানান 'উপশাখায়' হবে।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা শব্দ টাইপো ভুল হয় যাক সংশোধন করেছি
ভাল থাকবেন---------
৪| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০
লেখোয়াড়. বলেছেন: এইবার লালসূর্য বলে এট্টা কবতে চাই।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক আছে সেটাও হবে
৫| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------
৬| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯
Naznin71 বলেছেন: কবিতাটি ভালো লেগেছে
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----
৭| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৩
সোনাগাজী বলেছেন:
প্রাণের সন্চার হয়েছে
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯
লেখোয়াড়. বলেছেন: সকাল বেলায় নীল জোছনা আনলেন ক্যা?