নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতার রঙ ধূসর নয়-
চকচকা রঙিন চিরন্তন!
যাচ্ছে বহুদূর সাদা রঙ!
খেলি দিনভর মন ছুঁয়া
কোন রঙ, ভাবতে গেলো
সময়ের রাতে আঁধার সং;
কবিতার রঙ ধূসর নয়-
বরং মিশে রঙধনু মেঘে;
নয়ন তারায় কবিতার রঙ-
বিরহ বুঝে না সুখ অনশন।
২৯ মাঘ ১৪২৯, ১২ ফেব্রুয়ারি’২৩
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ভালো এবং সুন্দর।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয় কবি।