নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কোন দিন দেখিনি

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৩



আয়নার প্রতি মায়া থাকা দরকার
কেনো জানি আজ কাল মায়া নেই;
যত্ন করার হাত নেই তবু ভাবি আয়নায়
সুন্দর মুখ দেখবো বলে, দেখি না
মনের আয়নার কাঁচ ভাঙ্গা- ভাঙ্গা
তাই রোজ রোজ দেখি আয়না;
ভয় কেও- জয় করি না কারণ
হাত জুড়ে ভাঙ্গা কাঁচ-রক্তাক্ত দেহ
মুখের ছবি বিভিন্ন, অথচ সারাক্ষণ বলি
আয়না,ভুলেও কোন দিন দেখিনি;
অতঃপর একটা আয়না থাকা দরকার।


১৫ ফাল্গুন ১৪২৯, ২৮ ফেব্রুয়ারি২৩

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা আয়না থাকা দরকার -ঠিক বলেছেন।

০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
কবি মহাজগতিক চিন্তা দা!
ভাল ও সুস্থ থাকবেন----

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: কবি সুন্দর কবিতা লিখেছেন।

০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
কবি রাজীব দা!
ভাল ও সুস্থ থাকবেন----

৩| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৫:৪৩

কালো যাদুকর বলেছেন: পড়তে পড়তে মনে পরল গানটি - " আয়না অথবা তুমি " ৷
আয়না সভ্যতার একটি অসাধারন আবিষ্কার ৷ আর মনের আয়না না থাকলে মানুষের আত্ম উদয় হয় না। চমৎকার কবিতা।

০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
কালো যাদুকর দা!
ভাল ও সুস্থ থাকবেন----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.