নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

জোড়া মাথা

২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬



এক জোড়া মাথার মধ্যে
তেমন কোন পার্থক্য নাই;
ইঁদুরের কাজ গর্তে ঢোকা
তাই এ বেলা সে বেলা শুধু
কুটুস কুটুস করে ধান কাটা-
কিংবা নতুন নতুন কাপড় কাটা;
একদিন পার্থক্য খুঁজে আবাক-
পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে-
এ দিক সে দিক আনন্দ হারা!
ভেজা ভেজা আয়নার চোখ
সুখে দুখে লাবণ্য জোড়া মাথা।

০৯ চৈত্র ১৪২৯, ২৩ মার্চ ২৩

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৬

চারাগাছ বলেছেন:
কবিতাটা একটু ব্যাখ্যা করবেন কি ?

২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতার শরীর কোখন কোখন ভাব বা ভাবগাম্ভীর্য হয়ে থাকে আবার কখন কখন শিশুর মতো খোলামেলা হয়ে থাকে
আমি একটু ভাবমুখর লেখতে পছন্দ করি, আপনি যদি সেই ভাবটা বুঝতে না পারেন তাহলে আপনাকে বুঝানো যাবে না
ভাবটা আপনে আপনি আসে। সবকিছু সমুখে ব্যাখা করা যাবে না ;
পাঠ করার জন্য লাল গোলাপের শুভেচছা রইল
ভাল থাকবেন--------

২| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

রমজানের শুভেচ্ছা।

২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা আপনাকেউ অনেক অনেক রমজানের শুভেচ্ছা
ভাল থাকবেন--------

৩| ২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভাব যদি আমরা না বুঝতে পারি তাইলে ক্যামতে কি

বুঝাইয়া লিখেন এখন থাইকা

২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কার ভাব কেউ বুঝে না ভাবটা আপনে আপনি তৈরি হয়
সেটা না হলে কিছু করার নাই কবি ছবি আপা
ভাব যে ভাবে বুঝে নিবেন আপনার ভাবের সাথে আমার ভাব মিলতে নাও পারে
আবার মিলেও যেতে পারে----
ভাল থাকবেন

৪| ২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় লিটন ভাই,

মনে যা আসে, তাই লিখে ফেললেই সেটা কবিতা হবে না। একটু ভেবে লিখুন। পঙ্‌ক্তিগুলো অন্তত আপনার কাছে কোনো অর্থ বহন করে কিনা, সেটা চেক করুন। অন্য এক জায়গায় লিখেছিলাম, আপনার সিনট্যাক্স এরর হয় বেশি, অর্থাৎ, আপনি একটা সাধারণ কমেন্ট লিখতে গেলেও দেখা যায় সেটা গুছিয়ে লিখতে পারছেন না, অর্থাৎ, আপনি কী ভাবছেন, আপনার ভাবনাটাও মনের ভেতর ম্যচিউর হচ্ছে বলে কবিতা পড়ে মনে হয় না। কবিতার পঙ্‌ক্তি গদ্যবাক্যের মতো হবে না, তা বলে যেভাবে খুশি, সেভাবেই শব্দগুলো ছেড়ে দিলে তা কিছু হবে না।

এ যাবত খুব সম্ভবত আপনার তিনটা কবিতা পড়েছি। ঐ তিনটাকেই আমার কাছে কবিতা বলে মনে হয়েছে, বাকিগুলো কবিতার জাতে পড়ে নি আমার বিবেচনায়।

আমি অল্প কথায় বেশি ভাব ফুটিয়ে তুলি - এসব কথা না বললেও চলে। আপনার কবিতায় আমি প্রায়শ কোনো ভাবই পাই না। কী লেখেন, তার আগামাথা কিছু বোঝা যায় না। মাইকেল, রবীন্দ্র চিবিয়ে খাই, অথচ আপনার কবিতা বুঝি না! সংক্ষেপে বেশি ভাব ফুটিয়ে তুলতে হবে, তা শুধু কবিতা না, যে কোনো লেখা, এমনকি বচনের জন্য প্রযোজ্য। একটা কবিতার সাইজ কতখানি হবে তা নির্ভর করে ওটার বর্ণনা পাঠকের কাছে ক্লিয়ার হবার জন্য কতখানি বিস্তৃতি ডিমান্ড করে তার উপর। ৫/৬ লাইনেই সব কথা বলা গেলে কেউ মহাকাব্য লিখতেন না, দীর্ঘ কবিতা লিখতেন না।

এটা আমার কাছে কবিতাপদবাচ্য কিছু মনে হয় নি।

আপনাকে আরো কবিতা পড়তে হবে বেশি বেশি, প্রতিষ্ঠিত কবিদের কবিতা, ছন্দ সম্পর্কে জানতে হবে, কবিতার গঠন সম্পর্কে পড়ালেখা করতে হবে। তারপর যখন কবিতা লিখবেন, তখন আপনার এতদিন লেখা কবিতাগুলোর সাথে মিলিয়ে দেখবেন- আকাশ পাতাল তফাত।

মনে কষ্ট নিয়েন না। অহঙ্কার করতে নেই। এ ব্লগে আমরা কেউ এমন মাপের কোনো কবি না যে বড়াই করে বলতে পারি - আমি কি হনু রে!

শুভেচ্ছা রইল আপনার জন্য।

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: এতো কষ্ট করে এত বড় মন্তব্য না করাই ভাল ছিল
যাক আমার লেখা বুঝেন না সেজন্য দুখিত
অহংকার আপনার মাঝেই আছে সেটা আপনার মন্তব্য পড়েই বুঝলাম
আমি কখন অহংকার করি না সবাই সবকিছু বুঝবে এমন কথায় নয়
এত বড় মন্তব্য করার জন্য অনেক শুভ কামনা জনাই
ভাল থাকবেন-----------

৫| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৪:২৮

চারাগাছ বলেছেন:
কবিতা নয় এবার আপনার মন্তব্য নিয়ে বিপদে পড়ে গেলাম। কি বলতে চাইলেন বুঝলাম না।

যাকগে, ব্লগার রাজীব নুর আপনার কবিতা মন্তব্য সবই বুজতে পারেন।

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: যাক অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন--------

৬| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: ভাবের নায়ে পাল দিয়েছি
উজানে যাও বাইয়া
কোন দিশায় চালাও নাও
ও পরানের নাইয়া

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা জীবন যাত্রাই হয়েছে এরকম
কেউ বুঝে কেউ বুঝে না
তবু তারা একই নায়ে ভাসতে চায়
ভাল থাকবেন-----------

৭| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৮

চারাগাছ বলেছেন:
আপনি সম্ভবত সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর কবিতা পড়েন না। উনার মন্তব্যে কি অহংকার খুঁজে পেলেন জানি না।

আপনি আপনার মন্তব্যে 'ভাব' কথাটা কয়েকবার বলেছেন। এই ভাব বলতে আপনি কি বুঝিয়েছেন ? ভাবনা , দর্শন নাকি অন্য কিছু ?
আপনার প্রিয় একজন ভাবের কবির নাম বললেন ? কিংবা ভাবের গান ?

আমার প্রিয় একটা ভাবের গান
'শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা ।।
যেখানে সাঁইর বারামখানা '


আপনার কবিতায় তেমন কোন ভাব পেলাম না। সেই সাথে মন্তব্য বুঝতেও পারলাম।

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.