নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
প্রেম আছে, বললেই হবে না;
পূর্ণিমায় স্পর্শ করতে হবে-
জোনাকি আলোই জ্বলবে
সবুজ শ্যামল মাঠে দৌড়াবে!
তারপর পলাশ পাপড়ি চুম্বন-
আহা সব প্রেম পর শীত হবে;
সার্থকতা শুধু স্মৃতির মলয় চোখ
তবু প্রেম দূরত্ব হাত ছুঁয়া বাহিরে-
শাশ্বত প্রেম সুখের অলি গলিতে থাক;
মেঠো পথের ধূলির প্রেম এখানেই।
১৭ কার্তিক ১৪৩০, ০১ নভেম্বর ২৩
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
কবি দা ভাল থাকবেন
২| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: পরশীত শব্দটার মানে কি কবি?
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: পর শীত হবে
জি কবি রাজীব দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিলেন না কবি?
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: দুঃখিত রাজীব দা
৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: সব প্রেমকে 'পরশিত' হতে হবে, এমন কোন কথা নেই।
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি খায়রুল দা পর শীত হবে
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: প্রেম জমাট মনে দেখুক জনেজনে সুধা আমি পান করেছি হায় তোমায় পেতে চাই