নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বালু জ্ঞানের দেহজ ও দেহজী
খুব খেলা, খেলছে- এই ধরন
ঘুম পারানি, কানামাঝি বউ বউ
গোল্লা ছুট আর কত কিছু; যাক
আমি বাপু দেহজ আঠার মত
খারাপ! তুমি দেহজী খুব ভাল;
সহজে প্রেম পর কত লোভ লালসা
দেখলেই বাপু বুঝা যায়- অথচ
আমি ঘৃণার পত্র, সকালে ভাত নাই
সন্ধ্যা রাতে শুধু কষ্ট আর কষ্ট-এই
ক্ষুধার্ত দেহজ ওদিকে লোভী দেহজী।
০৪ অগ্রহায়ণ ১৪৩০, ১৯ নভেম্বর ২০২৩
উৎসর্গঃ বিজন রয়
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন বিজন রয় দা
২| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
বিজন রয় বলেছেন: মাথানত প্রণাম!! অনেক অনেক ধন্যবাদ।
পোস্ট প্রিয়তে রেখে দিলাম।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি বিজন রয় দা
ভাল থাকবেন------------
৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন কবি রাজীব দা
৪| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। উৎসর্গ ভালো হয়েছে। সুপ্রিয় বিজন কর আগের মত সময় দিলে ব্লগ কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে ।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন কবি সেলিম দা
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: আমার অনুরোধে এই কবিতাটি লিখেছেলেন, আপনার আগের পোস্টে আমার মন্তব্যের উত্তরে। তাই এই কবিতাটির সাথে আমি জড়িয়ে আছি।
আমাকে উৎসর্গ করুন এই পোস্ট!!