নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমি মানুষ- তুমি মানুষ
মানুষ সমগ্র জুড়ে-
তোমার লাল -আমার লাল
রক্ত পৃথিবী দেহে;
তবু সকাল দুপুর সন্ধ্যা
চলে হিংসা হিংসী
এর মাঝে বেঁচে থাকা দায়;
দাদার মৃত্যু- নানার মৃত্যু
মৃত্যু এই সংসারে
কেউ ভাবে না- কাল যে
চলে যেতে হবে কোন সংসারে?
জীবন এক আজব ঘটনা-
কেউ ভাবে না- কেউ ভাবে না
এক লাফে উঠতে চায় তাল গাছে
তবু পরিচয় মানুষ সমগ্র জুড়ে-
ঈশ্বর সাজাই মনে মনে।
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২৩
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সুন্দর বলেছেন কবি রাজীব দা
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: কষ্ট করে হলেও বেচে থাকতে হবে।
কারন যতক্ষন আপনি বেচে থাকবেন, ততক্ষন আপনার আশাও বেচে থাকবে।