নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিমুখর ইয়াছিন স্যার

০৭ ই মে, ২০২৪ সকাল ১১:৪৩


স্যার ও স্যার হামাক ক্যাপ্টেন বানালেন
পান খাবেন না! দউড়ে গিয়ে
চারেনা দিয়ে পান আনলাম;
তোর বাপক কসনে জানি, জি স্যার
তুই তো পড়াশুনা পাসনে-
তোর বাপক কয়া দুমি;
স্যার ও স্যার ও স্যার-
ডিসেম্বর মাস আসছে-
এ বার পিটি করমু
তাহলে সাদা শার্ট আর নীল পেন্ট
জগার করিস; ভুল হলে কিন্তু,
ইটে হাত থুয়ে দাঁড়ে রাখমু-
ঠিক আছে স্যার ভুল হবাল নয়;
কত স্মৃতিমুখর স্যার- এভাবে
না ফেরার দেশে চলে গেলেন
আমার প্রাইমারির প্রিয় ইয়াছিন স্যার;
যেখানে থাকবেন এ অধমের
দোয়া সব সময় পাবেন।

৭-৫-২৪

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:১০

মায়াস্পর্শ বলেছেন: বেশ সুন্দর স্মৃতিমাখা কবিতা দাদা।

০৭ ই মে, ২০২৪ দুপুর ২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: আমার প্রাইমারির স্যার আজ ভোর ৩টায় মারা গেছেন
তার উপর কিছু স্মৃতি চারণ করেছি
ভাল থাকবেন

২| ০৭ ই মে, ২০২৪ বিকাল ৫:০৬

নয়ন বিন বাহার বলেছেন: সেই স্যারগুলো এখন নেই। যারা ছিলেন একে একে বিদায় নিচ্ছেন। স্মৃতি বড়ই বেদনার!

০৮ ই মে, ২০২৪ সকাল ৯:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি নয়ন দা এভাবে একদিন সবাই কে যেতে হবে
সব স্যার কে আল্লাহ জান্নাত বাসি করুণ আমিন-----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.