নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
প্রয়াত প্রিয় আকরাম স্যার কে গভীর শ্রদ্ধা
ঐ হাইস্কুলের প্রতি দেওয়ালের ইট,বেঞ্চি
সবুজ দুবলা ঘাসরা আজ কথা কয় অশ্রু সিক্ত-
স্মৃতিময় আকাশের চাঁদ তারা শোকাহত;
নুনে পরে যাচ্ছে আমার হাইস্কুলের ছাত্র
সময়টুকু আর স্যারের আদেশ উপদেশ-
স্যার শুধু জানায়নি ‘‘না ফেরার দেশটা
যে কেমন’’ আমি অনুভব করেছি খুব নির্দয়,
পাষাণ- এমনি করে আমাকেও যেতে হবে
স্যার আমি তো ইংরেজিতে খুব দুর্বল ছিলাম
আবার না হয় নতুন করে ইংরেজি শিখবো
এই ভেজা মনের প্রার্থনা স্যার কে জান্নাতুল
ফেরদৌসের বাসিন্দা করুণ, মহান আল্লাহ্।
৫-৯-২৪
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
নজসু বলেছেন:
আমিন।