| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ঢাকাত থাকি যেটি থাকি -
হামরা বগড়ার ছোল পোল!
এনা নিনদত থেকে উটো বারে,
নিনদত থেকে উটো-
আসিচ্চে পিনু ভাই, আসায় লাগবি;
মেলাদিন দেরি করলেম বারে।
পিনু ভাইয়ের হাত ধরে আল-পাতারে বেরামু-
মেলাকিছুর আবাত ও করমু ;
ধান, আলু পত্ত্যা, বাগুন, আমবাগুন
হামাগিরে কানচেগিরি ভেওত;
বেনা বেলত পত্ত্যা ডলা পান্তা খামু-
দুপোর বেলত আলু ঘাঁটি দই
এনা জ্ঞান বুদ্ধিতে পাকা যষ্টি হই;
স্বপ্ন দেকনু যমুনার চরত সোনার
আবাত ঝিকমিক করিচ্চে!
করবি না বগড়া ঐতিবাহি পুণ্ড্রনগর-
স্বপ্ন আবাদি কমল আরও মেলা স্বজন
পিনু ভাইওক কমু হামরা যমুনা, বাঙ্গালি
করতোয়া, ইছামতি নদীর মতো হই-
সগলির দুখে সুখে এক সাথে বই।
০৪-০৩-২৫
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জুল ভার্ন দা ভাল থাকবেন
২|
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একেক এলাকার একেক রকম ভাষা
০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা কবি ছবি আপা এরি নামি ত আঞ্চলিক ভাষা
ভাল থাকবেন
৩|
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:২০
প্রামানিক বলেছেন: আহা পইত্তা ডলা কড়কড়া ভাত বহুদিন হলো খাই না। চমৎকার হয়েছে বগুড়ার আঞ্চলিক ভাষার কবিতা
০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা কবি প্রামানিক দা ভাল থাকবেন
৪|
০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৫:৩২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পড়তে বেশ ভালো লাগলো যদিও ভালো ভাবে বুঝতে পারিনি। আমার বগুরার কলিগের সাহায্য নেব ভাবছি।
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রইল হাসানাত দা ভাল থাকবেন----
৫|
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রাজীব দা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২০
জুল ভার্ন বলেছেন: আঞ্চলিক ভাষায় লেখা ভালো হয়েছে।