![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ঢাকাত থাকি যেটি থাকি -
হামরা বগড়ার ছোল পোল!
এনা নিনদত থেকে উটো বারে,
নিনদত থেকে উটো-
আসিচ্চে পিনু ভাই, আসায় লাগবি;
মেলাদিন দেরি করলেম বারে।
পিনু ভাইয়ের হাত ধরে আল-পাতারে বেরামু-
মেলাকিছুর আবাত ও করমু ;
ধান, আলু পত্ত্যা, বাগুন, আমবাগুন
হামাগিরে কানচেগিরি ভেওত;
বেনা বেলত পত্ত্যা ডলা পান্তা খামু-
দুপোর বেলত আলু ঘাঁটি দই
এনা জ্ঞান বুদ্ধিতে পাকা যষ্টি হই;
স্বপ্ন দেকনু যমুনার চরত সোনার
আবাত ঝিকমিক করিচ্চে!
করবি না বগড়া ঐতিবাহি পুণ্ড্রনগর-
স্বপ্ন আবাদি কমল আরও মেলা স্বজন
পিনু ভাইওক কমু হামরা যমুনা, বাঙ্গালি
করতোয়া, ইছামতি নদীর মতো হই-
সগলির দুখে সুখে এক সাথে বই।
০৪-০৩-২৫
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জুল ভার্ন দা ভাল থাকবেন
২| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একেক এলাকার একেক রকম ভাষা
০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা কবি ছবি আপা এরি নামি ত আঞ্চলিক ভাষা
ভাল থাকবেন
৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:২০
প্রামানিক বলেছেন: আহা পইত্তা ডলা কড়কড়া ভাত বহুদিন হলো খাই না। চমৎকার হয়েছে বগুড়ার আঞ্চলিক ভাষার কবিতা
০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা কবি প্রামানিক দা ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২০
জুল ভার্ন বলেছেন: আঞ্চলিক ভাষায় লেখা ভালো হয়েছে।