| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ঐ দূর থেকে দেখেছি
নিধু নিথয়া পাখি পালায় না
তবে আপনা ঠিকানায়
ঠিকি যায় উড়িয়া- উড়িয়া;
এই যাওয়া- কেউ দেখ না-
দূশ্যহীন মৃত লাশের গন্ধ
বাতাসের গায়ে বিড়াল চোখের
ভাবনায় নিঃশেষে সমাদি;
তবু নিধু নিথয়া পাখির ছলনা-
একটু হলোও বুঝো ময়না ধন।
১১-১১-২৫
২|
১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: কবি কবিতার ব্যখ্যা দেন।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতার ব্যখ্যা কি?