নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর বান্দা ও রাসূল

মোঃ আল মামুন শাহ্

মোঃ আল মামুন শাহ্ › বিস্তারিত পোস্টঃ

সবার ঈদ কেমন কাটলো?

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২


সকল ব্লগার ভাইদের ঈদ কেমন কাটলো?
আমার আলহামদুলিল্লাহ খুব আনন্দে ঈদ কেটেছে। স্বাভাবিকভাবেই পশু কোরবানি নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। কুরবানীর গোশত কাটা, বন্টন করা, রান্না করা ও খাওয়াতে কিভাবে যে পুরো দিনটি কেটে গেল বুঝতেই পারলাম না। আশা করি সকল ব্লগার ভাইদের ভালোই কেটেছে ঈদের দিন। তবে হয়তো কারো কারো ভালো কাটেনি। তারা হয়তো এত পশু জবাইয়ের কষ্টে আর থাকতে পারছেন না। তারা কি পশুপ্রেমী না ইসলাম দ্রোহী তা স্পষ্ট নয়। তাদের জন্য থাকছে একগুচ্ছ কাঁচা ঘাসের সমবেদনা। শত শত পশু কোরবানি দিয়ে আমরা লক্ষ লক্ষ কচি ঘাসকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচালাম এই আর কি!!!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার ঈদ ভালোই কাটলো, চিকনচাকন

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মজার কমেন্ট। স্বাগতম আপনাকে আমার ব্লগে। কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। চিকন চাকন কি ভাই?

২| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: মোটামুটির বিপরীত,
এটা আমাদের কলেজের ফিজিক্সের এক স্যার বলেন =p~

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মজার তো। তবে ঠিক বুঝতে পারছি না মোটামুটি মানি তো মাঝামাঝি। কিন্তু চিকন চাকন এর মানে কি হতে পারে?

৩| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

স্রাঞ্জি সে বলেছেন: আমার ব্লগেই কাটছে সেই ভোর থেকে। মাঝে ১ ঘণ্টা বিরত ছিল শুধু।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বলেন কি আপু! যাক ব্লগীয় ঈদও কিন্তু কম আনন্দের না। আশা করি ব্লগে ঈদ বেশ উপভোগ করেছেন। ঠিক বলেছি না?

৪| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বর্ণা বলেছেন: কিছু কারণে বাড়ি যাওয়া হয়নি। হল এর খানা খেয়ে আর ঘুমিয়ে কাটল। :||

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ওহ সো স্যাড আপু! এত সুন্দর একটা দিন ঘুমিয়ে কাটালেন? বাইরে ঘুরতে ঘুরতে তো কোথাও যেতে পারতেন, নাকি?

৫| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বর্ণা বলেছেন: বন্ধু বান্ধব সব গ্রামের বাড়ি চলে গিয়েছে। আমারা কিছু কারনে যাওয়া হয়নি। তাই আর কি

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ও! যাক আগামী দিনগুলো আপনার ভালো কাটুক। আপনার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! আমার ইদ খারাপ যায় নি তবে এখনো আমাদের কোরবানীর গোস্ত এখনো আসেনি সন্ধ্যায় আসবে ।
ইদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: যাক আপনার ঈদ ভালো কেটেছে শুনে অনেক ভালো লাগলো। বলেন কি এখনো আপনাদের কুরবানীর গোশত আসেনি? কেন আপু কি হয়েছে?

৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: ওরকম ভাল কাটেনি ,কারন আমার কিছুই করা লাগেনি তেমন

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ও বলেন কি! আগামী ঈদ গুলো আরো ভালো কাটুক এই কামনা রইল। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন:
"I am convinced that He (God) does not play dice."

(Einstein)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: Few are those who see with their own eyes and feel with their own heart
Einstein

৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

সনেট কবি বলেছেন: আলহামদুল্লিলাহ!আমার ঈদ ভালোই কাটলো।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনার ঈদ ভালো কেটেছে জেনে খুবই আনন্দ লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.