নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর বান্দা ও রাসূল

মোঃ আল মামুন শাহ্

মোঃ আল মামুন শাহ্ › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে দ্রুত ধনী বাড়ছে বাংলাদেশে!! যাকাতের হার বাড়বে তো??

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

আল হামদুলিল্লাহ ওয়াস্ সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ

বর্তমানে দেশে অতিসম্পদশালী ১৭ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে। ধনীর সংখ্যা বৃদ্ধির হিসেবে ‘দ্রুত ক্রমবর্ধমান’ দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। নিউইয়র্কভিত্তিক মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ওয়েলথ-এক্সের ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট-২০১৮’তে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের সম্পদশালী বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছে, দ্রুত নগরায়ণ, অবকাঠামোয় বিনিয়োগ ও ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি । হঠাৎ করে বাংলাদেশ অতি দ্রুত ধনী বৃদ্ধি হওয়ার কি কারণ হতে পারে? ব্লগার ভাইদের কি মনে হয়?
অতি ধনীর সংখ্যা বৃদ্ধি পেলে সমাজে বৈষম্য বাড়ে। তবে সঠিক মত যাকাত আদায় করলে, ইনশাআল্লাহ বৈষম্যের পরিমাণ কমে যাবে। সঠিক নিয়মে এবং সঠিক হিসাব করে যাকাত দিলে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেকাংশে কমে যাবে। বাংলাদেশ যারা অতি ধনী আছেন এবং যাদের ধন-সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আশা করি তারা তাদের যাকাতের পরিমাণ বাড়াবেন। এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধির দেশে পরিণত করতে তারা সহায়তা করবেন।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের ধনী ব্যক্তিগন যদি সঠিক হিসাব করে যাকাত আদায় করতো। তাহলে আর দেশে গরীব থাকতো না।
তারা একটা লম্বা লাইন ধরিয়ে কম দামের কিছু কাপড় আর কিছু লাচ্চা শেমাই দেয়।সেটা দিতে গিয়েও কত ঢাক ঢোল পিটায়।
লাইন ধরতে গিয়ে মানুষ হয় আহত, নিহত।
যার যতো ইচ্ছা কিছু একটা দিয়ে বুঝাতে চায় সে দানবীর।

আসলে হিসাব করলে আরো বেশি যাকাত।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আলহামদুলিল্লাহ মামুন ভাই ঠিক বলেছেন। আপনার সাথে একমত পোষন করছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রথম মন্তব্যের জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ধন্যবাদ কবি ভাই। প্রীতি ও শুভেচ্ছা।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্যাপিটালিজমের কারণেঅল্প সংখ্যক মানুষের হাতে বেশী সম্পদ যাচ্ছে। ভবিষ্যতে পরিস্থতি আরো খারাপ হবে।

যাকাত/ট্যাক্সের পরিবর্তে দুর্নীতি বাড়বে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই। ক্যাপিটালিজমের অনেক ক্ষতি। আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা হচ্ছে আমার আপনার মত সচেতন ব্যক্তি ধনী হতে পারছি না...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আল্লাহ আমাকে আপনাকে এবং সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্যাপিটালিজমের কারণেঅল্প সংখ্যক মানুষের হাতে বেশী সম্পদ যাচ্ছে। ভবিষ্যতে পরিস্থতি আরো খারাপ হবে।

যাকাত/ট্যাক্সের পরিবর্তে দুর্নীতি বাড়বে।

সহমত। রাস্ট্র যারা এগিয়ে যাচ্ছে বা আছে তাদের (ধনীদের) এগিয়ে যেতে সহায়তা করছে। কিন্তু তাদের (এগিয়ে থাকা গুষ্টির) থেকে আদায়কৃত টেক্স পিছিয়ে পড়াদের পেছনে ব্যয় করছেনা। তাই গরীব বাড়ছে। রাস্ট্রের বাজেটসহ যেকোনো প্রকল্প হাতে নেওয়ার পূর্বে আরো সচেতন হওয়া উচিত।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রিয় জুনায়েদ ভাই, স্বাগতম আমার ব্লগে। আপনি যথার্থই বলেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুদের টাকায় যখন মানুষের ধনসম্পদ বেড়ে মানুষ ধনী হচ্ছে, তখন সেখান থেকে যাকাত প্রত্যাশা করাটা কেমন দেখায়না?!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: কি আর করব হালাল-হারামের কথা ও তো বলছি ভাই। যাকাত ফরয দায়িত্ব। তাই বললাম আর কি। অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের অর্থনীতির গতি, ভলিয়ুম গত দশ বছর জাবত ধারবাহিক ভাবে বেড়েছে।
পৃথিবীর অন্যান্ন দেশের চেয়ে বাংলাদেশ বেশী গতিতে এগিয়েছে।
বার্ষিক বাজেট বরাদ্দও প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে, ৩০ হাজার কোটি থেকে বর্তমানে ৫ লাখ কোটি।

মুদ্রাস্ফিতির কারনে বাড়েনি, প্রকৃতই বেড়েছে, কারন টাকা-ডলার বিনিময় ৮০-৮২-৮৪ র ভেতরে ঘোরাফেরা করেছে।
অর্থাৎ অর্থনীতির ভলিয়ুম ও আয় প্রকৃতই বেড়েছে।
গ্রামে যার ছোট একটি ছোট ছনের ঘর ছিল তার ৫ রুমের পাকা বাড়ী হয়েছে। বিদ্যুৎ লাইন এসেছে, বাসায় ফ্রিজও আছে।
ঢাকায় আমার একতালা টিনের ঘরটি এখন ৬ তলা, ১৮টি এপার্টমেন্ট।

প্রবৃদ্ধি কমবেশী সবারই হয়েছে, নইলে এই ঈদে রাজিবনুর ভাইয়া ৪২ হাজার টাকা দিয়ে মোবাইল, একই বিকেলে আড়াই হাজার খরচ করে নাস্তা করাতে পারতো না।
অর্থনীতির ভলিয়ুম ও আয় কমবেশী সবারই বেড়েছে।
দেশের ধনী বিনিয়গকারিরা এই উচ্চহার প্রবৃদ্ধির প্রভাবের বাইরে থাকার কথা না। ধনীর সংখা বাড়বেই।

জাকাত পরে। আগে সবাই সঠিক ভাবে আয়কর দিক, খেলাপি ঋন শোধ করুক, তারপর টাকা (সাদা) হালাল হলে তারপর জাকাত।
হারাম টাকায় জাকাত হয় না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: রাজিব ভাইয়ের ব্যাপারে আশা করি রাজিব ভাই নিজেই বলবেন। রাজীব ভাইয়ের জন্য এই কামনা রইল যে তার গাড়ি কিনার শখ পূরণ হোক। হাসান ভাইকে ধন্যবাদ। যৌক্তিক এবং দীর্ঘ মন্তব্যের জন্য। আল্লাহ আপনাকে ভাল রাখুক।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ হাসান কালবৈশাখী
আংশিক সহমত। বাইরে থেকে দেশের সার্বিক অবস্থা বোঝা মুশকিল। গ্রামের অবস্থা আগের চেয়ে ভালো। মানে টাকাওয়ালাদের সংখ্যা বেড়েছে এটা যেমন সত্য; তেমনি ভিক্ষুক বেড়েছে, বস্তিবাসীর বেড়েছে, গ্রামের দিনমজুর পরিবারটা দেনার দায়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। গরীব বৃদ্ধটা বয়স্ক ভাতা পায়নি, মেম্বার তার বাবার নামে ভাতাটা করে দিয়েছে। (ব্যাপারটা বুঝেছেন?)

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আন্তরিক ধন্যবাদ পাঠকের প্রতিক্রিয়া ভাই। আপনি আপনার নামের যথার্থতা রেখে চলেছেন

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

সাগর শরীফ বলেছেন: না, সব টাকা যাবে সুইস ব্যাংকে ! যাকাত দিলে অর্থ পাচার করবে কারা?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এ অবস্থা থেকে উত্তরণ কবে হবে কে জানে? মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ শরিফ ভাই।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

রাকু হাসান বলেছেন:
হঠাৎ ধনীর সংখ্যা বেড়ে যাওয়া খারাপ খবর । যাকাতের সুষম বণ্টন হলে বৈষম্য দূর হবে ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাকু ভাই। আপনার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

আশাবাদী অধম বলেছেন: ডাকাত দিবে যাকাত? এরা সাধারণ মানুষের গলায় পাড়া দিয়ে দুই পয়সা বাড়াতে পারলে সে সুযোগও ছাড়েনা। এক দরবেশের হাজার কোটি টাকা ছিলো। তারপরেও সে শেয়ার বাজারের টাকা মেরে অসংখ্য মানুষকে পথে বসাতে দ্বিধা করেনি।

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরিভুরি।
রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই আমাদের দেশে এমন অনেক মানুষ আছে। তাদের চাই আরো চাই। আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: এইসব নব্য ধনীরা সব সরকার দলীয় লোক। সবাই বুঝে, সবাই জানে। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রিয় রাজীব ভাই, আপনার সাথে অনেকটাই একমত। তবে হাসান কালবৈশাখী ভাই অন্যরকম কিছু মনে করছেন। আপনার উদাহরণ টেনেছেন। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি?

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: হঠাৎ করে ধনী যারা ধনী হওয়াটা সন্দেহজনক

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রিয় হাসিব ভাই। স্বাগতম আমার ব্লগে। ইতিমধ্যে আপনার ব্লগে আমি ঘুরে এসেছি। আপনার জন্য শুভকামনা রইল। আপনার ব্লগিং জীবন শুভ হোক।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: হঠাৎ করে ধনী হওয়াটা সন্দেহজনক

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ঠিক বলেছেন ভাই।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

স্রাঞ্জি সে বলেছেন:

ধনীরা ধনী হচ্ছে, যাকাতের কি সম্পর্ক। যে টাকা দিয়ে ধনী হচ্ছে, সেই টাকা কি হালাল থেকে আসছে নাকি ভাইয়া।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই আশঙ্কা রয়ে গেছে হারাম টাকা হওয়ার। কিন্তু সেটা তো বলছি। হালাল-হারাম বিষয়ে পোস্ট দিয়েছি। কেউ কেউ হয়তো হালাল টাকা ইনকাম করেন তো তাদের যাকাত দিতেই হবে ঠিক না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.