নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর বান্দা ও রাসূল

মোঃ আল মামুন শাহ্

মোঃ আল মামুন শাহ্ › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ হাদীসের নামে জালিয়াতি!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

আল হামদুলিল্লাহ ওয়াস্ সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ

প্রত্যেকটা ভাল জিনিসেরই জাল বা নকল আছে। তেমনি ভাবে ইসলামের নামে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে অনেক ভেজাল হাদিস ঢুকানোর চেষ্টা করা হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের সমাজে অনেক জাল হাদিস প্রচলিত আছে।

জালিয়াত গণের মধ্যে কেউ কেউ ইসলামের ক্ষতি সাধনের জন্য ভেজাল ঢুকিয়েছে। আবার কোন কোন বুজুর্গ অনিচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে অথবা স্মৃতি শক্তির ঘাটতির ফলে তাদের মনগড়া কথা কোরআন হাদিস বলে উল্লেখ করেছেন। তবে যেভাবেই জাল বর্ণনা আসুক না কেন উভয়টাতেই ইসলামের অনেক ক্ষতি সাধন হয়েছে।

বর্তমানে আমাদের সমাজে জাল হাদিস ও মনগড়া গল্প কাহিনী এমন ভাবে প্রবেশ করেছে, যে তার থেকে মুক্তি লাভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ লোকজন যারা আগে থাকতে কোন জাল হাদিস ইসলামের নামে শুনেছে, তাদের কাছে জাল হাদীস বিশ্বাস করো না ওটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে যাই হোক মিথ্যা মিথ্যাই। একে সত্য থেকে আলাদা করার চেষ্টা সবাইকে করতে হবে।

আমাদের সমাজে প্রচলিত জাল হাদিস কিভাবে প্রবেশ করলো? কেনই বা এসব জাল হাদিসের প্রচারণা এত বেশি? জাল হাদিস সৃষ্টির রহস্য কি? আলেমসমাজ জাল হাদিস প্রতিরোধে কী ধরনের ভূমিকা রাখছেন? বাংলাদেশের কারা কারা জাল হাদিসের বিরুদ্ধে বই লিখেছেন? এবং প্রচলিত জাল হাদিস গুলো কি কি? এসব প্রশ্নের উত্তর মিলবে হাদীসের নামে জালিয়াতি বই তে। নিচে এ বইটি ছোট্ট একটি রিভিউর চেষ্টা।

বইয়ের নামঃ হাদীসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
লেখকঃ ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলা
ইহি
পাবলিকেশন্সঃ আস-সুন্নাহ পাবলিকেশন্স
বইয়ের মূল্যঃ ৩৮০ টাকা।

বইয়ের সারবস্তুঃ বইটি দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে রয়েছে হাদিস ও হাদীসের নামে জালিয়াতি। আর দ্বিতীয় পর্বে রয়েছে প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা।

প্রথম পর্ব হাদিস ও হাদীসের নামে জালিয়াতি
এই পর্বটি ১০ টি অংশে বিভক্ত।

১. ওহী ও হাদিস ২. মিথ্যা ও ওহীর নামে মিথ্যা ৩. মিথ্যা প্রতিরোধে সাহাবীগণ ৪. জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ ৫. মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকারভেদ ৬. মিথ্যার প্রকারভেদ ৭. মিথ্যার পরিচয় ওচিহ্নিতকরণ ৮.মিথ্যা হাদিস বিষয়ক কিছু বিভ্রান্তি ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালি আলেমগণ ১০.জাল হাদিসের পক্ষে ওকালতি ১১. জাল হাদিস বিষয়ক কিছু প্রশ্ন।

দ্বিতীয় পর্বটি হলো প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা।
এ পর্বে রয়েছে 11 টি পরিচ্ছেদ

পরিচ্ছেদ গুলো হল ১.অশুদ্ধ হাদিসের বিষয়ভিত্তিক মূলনীতি। ২. স্রষ্টা সৃষ্টি ও পুর্ববর্তী নবীগণ বিষয়ক জাল হাদিস ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক জাল হাদিস। ৪. চতুর্থ পরিচ্ছেদ আহলে বাইত সাহাবী তাবেঈ উম্মাত বিষয়ক জাল হাদিস। ৫. বেলায়াত আউলিয়া ও ইলম বিষয়ক জাল হাদিস ৬. ঈমান বিষয়ক জাল হাদিস ৭. সালাত ও আনুষঙ্গিক প্রসঙ্গ বিষয়ক জাল হাদিস। ৮. বারো চান্দের সালাত ও ফজিলত বিষয়ক জাল হাদিস। ৯. যাকাত সিয়াম ও হজ্ব বিষয়ক জাল হাদিস ১০. মৃত্যু জানাজা দোয়া ও জিকর বিষয়ক জাল হাদিস ১১. শুভাশুভ, পানাহার ও বিবিধ বিষয়ক জাল হাদিস।

মোটকথা এই বইটি পড়লে আমরা জাল হাদিসের উৎপত্তি, ইতিহাস এবং প্রচলিত জাল হাদিস সব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাব। এবং আমরা আমাদের প্রশ্নের উত্তর গুলো পাবো।
জাযাকাল্লাহু খাইরান

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মিঃ আতিক বলেছেন: মাত্র একটি বই পড়েই সব সত্য মিথ্যার পার্থক্য করা যায়?
আব্দুল্লাহ জাহাঙ্গীর হিজরী ২য়, ৩য়... ৫ম... ১০০০..শতাব্দীর আলেমদের চেয়ে হাদিস বিষয়ে বিশেষজ্ঞ হয় কিভাবে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন। যে আপনি ঠিক বলেছেন মাত্র একটি বই পড়েই সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায় না। তবে আপনার অবগতির জন্য বলছি ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আল কুরআনুল কারীম ও ইসলামের প্রথম শতাব্দি থেকে নিয়ে বর্তমান পর্যন্ত বিভিন্ন লেখকের এর প্রায় 272 টা বইয়ের আলোকে এই বইটি লিখেছেন। আপনার কাছে যদি বইটির পিডিএফ কপি থাকে তাহলে একদম শেষ দিকে বইগুলো রেফারেন্স দেওয়া আছে। আর আপনি চাইলে যাচাই করতে পারেন। বইয়ের মধ্যে বর্তমানে বাংলাদেশের অনেক আলেম যারা জাল হাদিস বিষয়ে গবেষণা করেছেন তাদের নাম এবং বই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। বইটি তার দীর্ঘদিনের রিসার্চের ফল।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: ইসলামের ক্ষতি সাধন আজ পর্যন্ত কেউ করতে পারেনি আর পারবেও না।ইসলাম তার স্থানে অটল।মানুষের মধ্যে বিবেক আছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার ক্ষমতা আছে।তারপরো যদি মানুষ খারাপের দিকে ঝুকে এতে সে তার নিজেরই ক্ষতি সাধন করেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য প্রীতি ও শুভেচ্ছা। জি আপনি ঠিক বলেছেন। আপনার সাথে একমত।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

রাকু হাসান বলেছেন: আপনি বইটি পড়ার প্রয়োজনীয়তা ভালো ভাবে বুঝাতে সক্ষম হয়েছেন । শুভকামনা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

এভো বলেছেন: বইটির পিডিএফ বা অন্য কোন ভার্ষানের অন লাইন লিংক আছে কি ? যদি থাকে তাহোলে এখানে আমাদেরকে দিন ভাই । ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: Click This Link

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।

আল্লাহ আমাদের হেফাজত করুন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, প্রিয় মাইদুল ভাই‌। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমীন

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

সনেট কবি বলেছেন: ভাল

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন কবি ভাই।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
চমৎকার রিভিউ। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রীশু নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.