![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।
লেখক: Al Nahid Shuvo
আমি যখন রাস্তায় হাটি
সবসময় তোমার খোঁজে থাকি
তুমি কি থাকবে ঐ রাস্তার মাঝে
তোমার ঐ গোলাপি থলি নিয়ে
থাকিয়ে থাকি আমার অশ্রুভরা
চোখ নিয়ে
সচেতন থাকি কবে আসবে বলে
কিন্তু পাখিরা গান গায়
গেয়ে গেয়ে আকাশে উড়ে বেড়ায়
নক্ষত্র মিটি মিটি জ্বলতে থাকে
আমার মন পড়ে যায় ধান-সিড়ির
পাড়ে
হা হু করে বেড়ায় দেহের আবেগটি
খন্ড-বিখন্ড হয়ে রক্তপাত
স্রিস্টি হয় আমার এই হ্রদয়তে
তবুও সে আসেনা ঐ রাস্তা দিয়ে
আর আমি পথচেয়ে বসে থাকি ঐ
রাস্তার মাঝে।
©somewhere in net ltd.