![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।
লেখক: Al Nahid Shuvo
ছোটবেলায় দেখেছিলাম আমি এক পাখিকে
দেখেছি মনের মাধুরী মিশিয়ে
পড়লাম তার ভালোবাসার মায়াজালে
হেমন্তের পড়ে শীতকালে
গোলাপি রঙের ঐই শীতকালীন পোশাকটিতে
ছোটবেলায় দেখেছিলাম আমি এক পাখিকে।
পাখির আখিঁগুলো থাকতো নিচের দিকে
পাখির পাখাগুলো বিলিয়ে
উড়তো সামনের দিকে
পাখিটির রঙ ছিলো নীল
নীলের নীলে ভেসে
হাওয়ায় উড়তো আমার আখিঁগুলো
পাখির সাথে কথা বলবে বলে
সারাদিন ঔষ্ঠ থাকতো অপূর্ণতায়
ছোটবেলায় দেখেছিলাম আমি এক পাখিকে।
©somewhere in net ltd.