![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইবন্ধু রফিক ও শফিক মিলে অনেকক্ষন আড্ডা দিয়ে চিন্তা করলো এবার নাস্তা করা দরকার। অনেক ভেবে ব্যাস্ততার কথা ভেবে সিদ্ধান্ত নিলো , তারা অর্ধেক গ্রিল মুরগী আর নান কিনবে । যেই ভাবা সেই কাজ । পাশের রেস্টুরেন্ট থেকে কিনে নিলো । আর ব্যস্ততার কারনে ভাবল , সিএনজি করে দুজন যাবে আর মজা করে খাবে । কিন্তু কিছুক্ষণ পর বিশেষ কারনে তাদের গন্তব্য বদলে গেলো। রফিক যাবে উত্তরে আর শফিক যাবে পশ্চিমে। কি আর করা । নাস্তার প্যাকেট রফিকের হাতে রেখেই শফিক বাসে করে চলে গেলো। নাস্তা আর সে খেতে পারলো না।
এরপর রফিকও তাঁর গন্তব্যে চলে গেল। পাবলিক বাসে অনেক কষ্টে দাড়িয়ে দাড়িয়ে গেলো, বসতে বা খেতে পারলো না । ভাবলো বাস থেকে নেমে খেয়ে নিবে কোন হোটেলে বসে। কিন্তু না , তেমন কোন সুযোগ তাঁর জুটলো না।
অগত্য ওই প্যাকেট হাতে নিয়েই সে তাঁর কাজ শেষ করলো। এরপর একবন্ধুকে ডাকলো । তাঁর সাথে কিছুক্ষণ আড্ডা দিলো। আসার সময় সেই ঐতিহাসিক প্যাকেটটি আগত বন্ধুর হাতে জোর করে দিয়ে চলে আসলো।
অনেক ইচ্ছা থাকলেও শুধু রিজিকে না থাকায় , একসাথে কিনে বা অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরেও রফিক বা শফিক কেউ সেটা খেতে পারলো না ।
দিন শেষে যার রিজিকে ছিলো ঘুরে ফিরে তাঁর হাতে গিয়েই পড়লো ।
রিজিকের ফায়সালা বড় রহস্যময় সে ফায়সালা । শুধু রিজিকদাতাই যার হিসাব জানে।
©somewhere in net ltd.