![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০ তারিখ , বাংলাদেশস্থ পাকিস্তান দুতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইমরান এইচ সরকারের গণজাগরণমঞ্চ । খুব ভালো উদ্যোগ । ওটা করতে গেলে পুলিশ বাধা দিবে , এমনকি মারও দিবে , ইমরান আহত হয়ে তার কোন মেয়ে সহযোদ্ধার কোলে মাথা দিয়ে শুয়ে যাবে , ওইভাবের তাকে হাসপাতালে নেয়া হবে , আবার ইমরান এইচ সরকার মিডিয়ায় আসবে কিছুদিন ।
আরে বাপু আল্টিমেটাম দিয়েছো ৭২ ঘণ্টা বাংলাদেশ সরকারকে । তারা তোমার আল্টিমেটাম গ্রাহ্য করেনি , তারা এখনো পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেছে । কিছু করতে হলে যাও গিয়ে গনভবনে , পাকিস্তান হাইকমিশনে কেন ?
সম্পর্ক ছেদ করার খুব ইচ্ছা তোমার ? পাকিস্তানি যন্ত্রপাতি ব্যবহার ছাড়া তো আর ডাক্তারি পড়া শেষ করতে পারোনি , পারবে বাছাদন পাকিস্তানি যন্ত্র ব্যবহার করে নেয়া ডিগ্রি বাদ দিয়ে ইন্টার পাস ইমরান সরকার হতে ?................................ না , পারবা না ।
পাকিস্তান গনহত্যার দায় স্বীকার করেনি , ক্ষমা চায়নি ........................ এখন ক্ষমা চাইতে হবে আবার সেই গনহত্যার দায়ও স্বীকার করতে হবে , এই দাবী এতদিন পরে কেন ? জঙ্গি মদদ আর কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের প্রতিবাদের দায়িত্ব কে তোমার কাঁধে তুলে দিলো ? কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের প্রতিবাদের জন্য সরকারের বেতনভুক্ত অনেক কূটনৈতিক নিয়োগ দেয়া আছে , তার জন্য কোন ডাক্তারের কাঁধে সরকার দায়িত্ব দেয় নি ।
আর গনহত্যার দায় স্বীকার ? সে কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে । স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব নিজে সেই কাজ শেষ করে গেছেন , যাতে ভবিষ্যতে কোন গোফয়ালা মস্তান এটা নিয়ে মাস্তানি না করতে পারে । ১৯৭৪ সালেই ভুট্টো বাংলাদেশে এসেছিলেন । তাকে এয়ারপোর্টে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় ।গার্ড অফ অনার দেয়া হয় । তাকে রিসিভ করেন স্বয়ং জাতির জনক নিজে । তাকে হেলিকপ্টারে করে সাভার স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয় , যার জন্য নাকি আমাদের দেশের ৩ মিলিয়ন/ ৩ লক্ষ মানুষ শহীদ হয় সেই ভুট্টোকে নিয়ে যাওয়া হয় স্মৃতিসৌধে , সেখানে তিনি ফুলও দেন । এরপর তিনি বঙ্গভবনে ভাষণে ১৯৭১ এর ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন , এই দেশের সমৃদ্ধি কামনা করেন ।
যা দেখা যাবে নিচের লিংকে
https://www.youtube.com/watch?v=1OEGD4PslsM
যুদ্ধের মাত্র আড়াই বছর পরেই ওদিকে শত্রু মিত্রু মিলে একাকার , আর আজ ৪৫ বছর পর এসে কিছু বাটপাড় সেটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে ।
অনেকেই ভাবতে পারে , আমি হয়ত পাকিস্তানের চর ! আসলে তা না । আমি চাই কোন প্রতিবাদ যদি করতে হয় তা রাষ্ট্রের পক্ষ থেকে হোক , কোন বেয়াদব রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে না ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
খোলা মনের কথা বলেছেন: যুদ্ধের মাত্র আড়াই বছর পরেই ওদিকে শত্রু মিত্রু মিলে একাকার , আর আজ ৪৫ বছর পর এসে কিছু বাটপাড় সেটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে ।
অনেকেই ভাবতে পারে , আমি হয়ত পাকিস্তানের চর ! আসলে তা না । আমি চাই কোন প্রতিবাদ যদি করতে হয় তা রাষ্ট্রের পক্ষ থেকে হোক , কোন বেয়াদব রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে না ।
আপনার কথার সাথে সম্পূর্ন একমত
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
খোলা মনের কথা বলেছেন: ১৯৭৪ সালেই ভুট্টো পাকিস্তানে এসেছিলেন । তাকে এয়ারপোর্টে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়
বোল্ট করা অংশটা মনে হয় বাংলাদেশ হবে। এডিট করে দিতে পারেন
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ , অনিচ্ছাকৃত ভুল ধরিয়ে দেয়ার জন্য ।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সরকার তার ইচ্ছাকে যৌক্তিক করার জন্য ইমরানকে দিয়ে একটা মুভ নেই। এই মুভ'কে অনেক সময় জন দাবি হিসাবে দেখানর চেষ্টা করে। অথবা তাকে ঠেঙ্গানোর মধ্যে দিয়ে বিপক্ষকে দেখাতে চায় আমি তোমাদের সাথে আছি। ইমরান সরকারের বহুমুখি নিয়ামক হিসাবে কাজ করে। ইম্রান দু একবার ঠেঙ্গানি খেয়ে সরকারের বিরুদ্ধে তার অবস্থান শো করে।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশ যখন যোদ্ধাপরাধীদের বিচার করছে, বিচার প্রক্রিয়া নিয়ে তাদের (পাকিস্তানের) অনধিকার চর্চা করাকে কোন চোখে দেখেন?
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: সেটা কখনোই কাম্য নয় । সেটা অন্যায় । তার জন্য সরকার প্রতিবাদ করবে এবং সেটা ঠিক সময়ে সরকার করেছেও ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: কোন চোখে দেখবে?? একজন রাজাকার যে সুরে কথা বলে সেই সুরে @রূপক বিধৌত সাধু
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: হয়ত ঠিক তা না ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
প্রবাসী দেশী বলেছেন: অনেকেই ভাবতে পারে , আমি হয়ত পাকিস্তানের চর ! আসলে তা না । আমি চাই কোন প্রতিবাদ যদি করতে হয় তা রাষ্ট্রের পক্ষ থেকে হোক , কোন বেয়াদব রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে না ।