নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিজিকের রহস্যময় ফায়সালা

আলমগীর হাসান সিদ্দিকী

সত্য ও সুন্দরের পূজারী

আলমগীর হাসান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

আমি পতিতা দেখিনি , সাংবাদিক দেখেছি

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

সাংবাদিক সমাজকে বলা হয়(?) সমাজের দর্পণ । এটা বইয়ে অনেক অনেক আগে পড়েছিলাম। কারন তারাই সমাজের যত অসঙ্গতি, অন্যায়, অনাচার, অবিচার সবার সামনে তুলে ধরেন । নিজে প্রতিবাদ জানান অন্যকে প্রতিবাদ জানানোর জন্য উদ্বুদ্ধ করেন । কিছু মানুষ আছে , যারা সমাজে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে এখনো গর্ববোধ করেন।
কিন্তু এখন এই সমাজের বিবেক নষ্ট হয়ে গেছে , আদর্শচ্যুত হয়ে গেছে। নীতিহীন হয়ে পড়েছে সাংবাদিকতার মত মহান পেশা। পেশাদার সাংবাদিকের আজ বড়ই অভাব। কতিপয় চাটুকার এসে ভীর করেছে এই অঙ্গনে।
ইলেকট্রনিক মিডিয়ায় আজ মিথিলা ফারজানা, নবনিতা , খালেদ মহিউদ্দিন , অঞ্জন রায়ের মত সাংবাদিকদের দখলে। যারা তাদের অনুষ্ঠানে ভিন্নমতের আলোচকদের আলোচনার মাঝে বারবার থামাবে আর অসত্য তথ্য দিয়ে দর্শকদের বিভ্রান্ত করবে।
গ্রামে কচু গাছ জন্মায় যেখানে সেখানে ।কোন অনুমতি নেয়া লাগে না । তেমনি ইদানিং কচু গাছের মত অনলাইন মিডিয়া জন্ম নিয়েছে । আর সেই সাথে তার যা সাংবাদিকের মান আর সংবাদ প্রকাশের ধরন ! কিছু কিছু অনলাইন মিডিয়া আছে , যাদের সংবাদ আর অশ্লীল গল্পের মাঝে খুব বেশি ফারাক নাই। একটা বড় অংশ আছে যারা অন্যের সংবাদ কপি করার ওস্তাদ ।
সবচেয়ে বিশ্রী অবস্থা কি অনলাইন পত্রিকার। তারা এমন আকর্ষণীয় শিরোনাম করবে যে পাঠক পড়তে বাধ্য কিন্তু ভেতরে গেলে পাবে ঘোড়ার ডিম। এইসব মিডিয়ার কল্যানে ধর্ষিতারা বারবার হয় ধর্ষিত । এদের হাতে তেমন ভালো মানের কোন সাংবাদিক বা সম্পাদক না থাকায় এদের সংবাদের মানের কোন ঠিক থাকে না । বিভিন্ন মানুষের ফেসবুক স্ট্যাটাসকে এরা রীতিমত সংবাদ বানিয়ে ফেলে।
চলমান জীবন্ত এক বিষয়ের নাম ধর্ষিতা ও নিহত তনু। এই তনুকে নিয়ে অনলাইন পত্রিকার সাংবাদিকদের বাঁদরামির যেন কোন শেষ নাই। কোন ভিত্তি নাই এমন সংবাদ অহরহ দিয়ে যাচ্ছে।
*অবশেষে RAB এর জিজ্ঞাসাবাদে তনুর চাচার ভয়ংকর তথ্য !
* তনু হত্যার বিষয়ে যা বললেন র্যােবের ডিজি
ভিতরে পড়তে গিয়ে দেখা যায় , ডিজি তেমন কিছু বলেন নি। তিনি শুধু বলেছেন , তদন্তে খুব শিঘ্রই প্রকৃত সত্য বেড়িয়ে আসবে। এটাকেই অনলাইন নিউজগুলো ফুলিয়ে ফাঁপিয়ে পরিবেশন করলো।
*ব্রেকিং নিউজ ! অবশেষে RAB এর জিজ্ঞাসাবাদে তনুর চাচা তুলে ধরলেন ভয়ংকর কথা !
এই নিউজের লিংকে গিয়ে দেখা যায় তনুর চাচা যা বলেছে , তার মুল কথা হলো “আমার মেয়ে লাইজু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে। সে তনুদের বাসাতেই থাকে। দুজন একই কক্ষে থাকত। এখন আমার মেয়ের জন্যও ভয় করছে।” যে আকর্ষণীয় শিরোনাম ছিলো , তার সাথে মুল খবরের কোন মিল নেই ।
তনু হত্যার মত এই আলোচিত ইস্যুতে এরকম অনেক বিভ্রান্তিকর খবর অহরহ দিচ্ছে অনলাইন সংবাদ মাধ্যমগুলো । পুরো বিষয়টাকে হাস্যকর করে তুলছে তারা।
এরকম হাজারো শিরোনামে ভরে আছে অনলাইন মিডিয়া । যেসব খবর পড়তে গেলে দেখা যায় শিরোনামের সাথে সামান্য মিলও নাই ।
অনেকগুলো মিডিয়া আছে যাদের সংবাদের শিরোনামের সাথে জুড়ে দেয় “ভিডিওসহ” কথাটি । সেখানে গেলে দেখা যায় ইউটিউব থেকে কোন ভিডিও কপি করে সেখানে রেখে দিছে বা ইউটিউব এর সাথে লিংক করে রেখে দিছে ।
কিছু মিডিয়া আছে যারা মানুষের মাঝে নোংরামি অশ্লীলতা ছড়ানোর যেন ইজারা নিয়েছে।বিভিন্ন অশ্লীল লিঙ্ক তাদের নিউজে দিয়ে রাখে ।
পতিতা , যারা নিজের শরীর বিলিয়ে আয় করে । তাদেরকে দেখার সুযোগ হয়নি । তারা তাদের কাজের মধ্যদিয়ে সমাজে অশ্লীলতা ছড়িয়ে থাকে । অনেক প্রতারনার খবরও তাদের নামে শোনা যাচ্ছে ।
কিন্তু এতকিছুর পরও আমার কাছে মনে হয় , আমার অদেখা এই পতিতা শ্রেণী থেকে সাংবাদিক জাতটা আমাদের জন্য বেশি ভয়ংকর।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

আনামুল হক ইনাম বলেছেন: সরকারীভাবে ওদের লাগাম টেনে ধরা জরুরী

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: কাজ টা অনেক কঠিন

২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

কালীদাস বলেছেন: লেখার থিমটা গুরুত্বপূর্ণ। একশ্রেণীর সাংবাদিক নামের ইডিয়ট যা মনে আসে তাই লিখে যাচ্ছে দিনের পর দিন। এদের কেউ কিছু বলে না, কারণ বললেই ফ্রি প্রেসের উপর আক্রমণ বলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়।

২১ শে মে, ২০১৬ রাত ৮:৫৫

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: সেটাই

২১ শে মে, ২০১৬ রাত ৮:৫৫

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: সেটাই

৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

ফাহিম আবু বলেছেন: হুম !!এই সব পতিতাদের দ্বারা সত্যকে মিথ্যা আর মিথ্যা সত্য বানানো হচ্ছে !!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: হুম

৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

ঘূর্নী বলেছেন: ঠিক বলেছেন। তনুর বিষয়ে আরো একটি কথা শেয়ার করতে চাই, সেটা হলো যে মেয়েটি জীবদ্দশায় নিজেকে পর্দার সাথে রেখেছে, নিহত হবার পর তার লাশের কাঁধ পর্যন্ত উন্মুক্ত ছবিটি অনলাইন সাংবাদিকরা কিভাবে প্রচার করে বেড়াচ্ছে? কিছুটা হলেও তো সম্মান বোধ থাকা উচিৎ ... নেই। তনু এখন তাদের আইটেম .... ব্যবসার উপদান ... !!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: সবাই ব্যবসা করে , সাংবাদিক কেন বসে থাকবে

৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

আমিই মিসির আলী বলেছেন: শিরোনাম নিয়াও ফাইজলামি চলে আজকাল!!
কবে যে দেশটার জনগনের শুভবুদ্ধির উদয় হইবে!!!

৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: কারো হাত পরিস্কার :) :)

৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর তথ্যবহুল পোষ্ট ভালো লাগলো তবে সব সাংবাদিক নয় অনেক নিষ্ঠাবান সাংবাদিক এখনো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩০

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ , আমি আসলে সবাইকে এক কাতারে ফেলি নি

৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩০

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৯| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

আব্দুল্যাহ বলেছেন: লেখনি শক্তির প্রকাশ, অনেক ভালো লেগেছে।
এদের অত্যাচারে এখন কোন সংবাদ চোখে পড়লে বা কোথাও শুনলে সত্যতা যাচাই এর জন্য অপেক্ষা করতে হয়। তাই রেগে এদের যাকেই সামনে পাই নজরে রাখি, কিছু ভন্ডামি পেলেই ব্লক মারি।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

তাসলিমা আক্তার বলেছেন: থোর বড় খাড়া, খাড়া বড়ি থোর। সেই নারীকে নিয়েই টানাটানি। শিরোনামটি কুৎসিত লাগল।

কিন্তু এতকিছুর পরও আমার কাছে মনে হয় , আমার অদেখা এই পতিতা শ্রেণী থেকে সাংবাদিক জাতটা আমাদের জন্য বেশি ভয়ংকর। তার মানে পতিতা শ্রেনী ভয়ঙ্কর? কেন ভয়ংকর একটু ব্যাখ্যা করবেন কি। হায়রে মানসিকতা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.