![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট একটি গোপন অনুভুতি
গোপন বেদনা-জ্বালা-যন্ত্রণা ।
হৃদয়ের গভীরে অসহ্য ব্যাথার বিচরন।
কষ্ট প্রতি রাতে অনিদ্রা
ক্ষণরাতকে দীর্ঘ রাতে পরিণত করা
দিনের আলোর গভীরে কালো রাতের রূঢ়হাসি
কষ্ট একটি দীর্ঘশ্বাস, হৃদয়ের ক্যান্সার।
মলিন মুখ, শুকনো হাসি, চোখের নিচে কালো দাগ।
কষ্ট গ্রীষ্মের প্রখর রৌদ্রে চৌচির হওয়া মাঠ
ডুকরে ওঠা কান্না, চোখের পানি
কষ্ট অব্যক্ত বেদনার বোবা দৃষ্টি, জলন্ত আগ্নেয়গিরি
কষ্ট আকাশের নীল রং- উদাসী বিকেল- নিশ্চুপ সন্ধ্যা।
কষ্ট প্রান খুলে হাসি নয়, নয় বাসর রাতের নির্মল অনুভুতি
কষ্ট দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন বাস্তবায়িত হওয়া নয়
কষ্ট এক বীরঙ্গনা নারীর লজ্জা
এক বেকার স্বামীর নির্মম অসহায়ত্ব জীবনযাত্রা
কষ্ট পুলিশের রাবার বুলেট, অসংখ্য গুলির ক্ষতচিহ্ন
শহীদি মায়ের ছেলে হারানো এক নীরব যন্ত্রণা
কষ্ট স্বজন হারানো হৃদয়ের এক গভীর আর্তনাদ
কষ্ট এক কঠিন বাস্তবতায় মৃত্যুর হাতছানি।
-------------- মুমিনা খাতুন মুন্নী
২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৭
আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: সেটাই চাওয়া
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ-কষ্ট নিপাত যাক !!

এত কষ্ট কিসের