![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছিনা ডিজিটাল বাংলাদেশ গড়তেই হবে
আমি চাই
কেউ একজন ডিজিটাল বাংলাদেশের আশা দেখিয়ে ক্ষমতায় চলে যাক
আমি চাই দেশ এনালগই থাকুক
ডিজিটাল এর নামে টেলিটক সিমের মাধ্যমে শুধু পরীক্ষার ফি দিতে দিতে আমি ক্লান্ত
আমি বলছিনা দেশ ডিজিটাল বানাতেই হবে
আমি চাই কেউ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকানোর অজুহাতে দিনের পর দিন ফেসবুক বন্ধ রাখুক
আমি বলছিনা বিদেশে বসে আমার বউয়ের সাথে ভিডিও কল এর সুযোগ আমাকে দিতেই হবে
আমি চাই
ইনকামিং কল কমে যাবার অজুহাত দেখিয়ে কেউ আমার কানে কানে বলুক
ডিজিটাল বাংলাদেশ এর স্বার্থে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেই ......
আমি চাই ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাক
শেয়ারইট, ব্লুটুথ থেকে যাক
না হলে যে পর্ণ ভিডিও ছেলেমেয়েরা আদান প্রদান করতে পারবে না
আমি চাই না
ডিজিটাল বাংলাদেশে সিএনজি-ট্যাক্সির দৌরাত্ত্ব কমে যাক
আমি চাই ডিজিটাল বাংলাদেশে অ্যাপ ভিত্তিক ট্যাক্সিসেবা উবার চালু হবার সাথে সাথেই বন্ধ হয়ে যাক
আমি বলছিনা ডিজিটাল বাংলাদেশ গড়তেই হবে
আমি চাই
কেউ একজন পরীক্ষার আগের রাতে আমার টেবিলে প্রশ্ন পৌঁছে দিক
সে হোক শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা অন্যকেউ
আমি চাই
কেউ একজন গনভবনে বসে দুরের নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলুক
আমি আরো চাই
কেউ আন্তর্জাতিক সম্মেলনে বসে সেলফি তুলুক
পৃথিবী জানুক বাংলাদেশ কত এগিয়ে
আমি ডিজিটাল বাংলাদেশ চাই না
জ্যামমুক্ত ঢাকা চাইনা
আমি চাই
জ্যামের কারনে হেঁটে বাসায় যাই
কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক
কিছুক্ষণ পর এসে বলুক
এই ডিজিটাল বাংলাদেশেও তোমার মোজা এত গন্ধ কেন ............
(Sorry goes to নির্মলেন্দু গুণ)
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১
ভবঘুরে যাত্রি বলেছেন: ভাই লেখাটা কপি করার অনুমতি চাচ্ছি বাসায় গিয়ে লেখা কপি রান্না করে খাবো
হাসি থামাতে পারলাম্না