নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিজিকের রহস্যময় ফায়সালা

আলমগীর হাসান সিদ্দিকী

সত্য ও সুন্দরের পূজারী

আলমগীর হাসান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ নাকি পয়সাওয়ালাদের ব্ল্যাকমেইলিং এর নয়া সুত্র !

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৩


বাইক আর ডিএসএলআর থাকলে মেয়েরা নাকি সহজেই সেই ছেলের প্রেমে পরে । কেমন যেন লাগতো কথাটা । প্রেম তো মনের ব্যাপার ।
সেই ভুল এবার ভাঙ্গলো। বনানীর ২য় ঘটনায়।
আপন এর জুয়েলারি ব্যবসায় শেষ। ওদের ২০০ কোটি টাকার স্বর্ণ জব্দ। অনেক কর্মচারী হয়ত বেকার। মুল কাহিনী ছিলো তথাকথিত ধর্ষণ তাও জন্মদিনের অনুষ্ঠানে ডেকে।
একটা ছেলে ডাকলো , রেইনট্রিতে ধর্ষিতা মেয়েতি তার মাকে বলল যে বন্ধু ! ( বান্ধবী না বন্ধু) র জন্মদিনে যাবো , আজ ফিরবো না ।অমনি মা রাজি হয়ে গেলো ! সেই মায়ের আচরন নিয়েও প্রশ্ন আসা স্বাভাবিক।
এরপর আবার জন্মদিনে একটা মেয়েকে একটা ছেলে বাসায় ডাকলো । মেয়ে চলে আসলো। শুধু আসলো না । সাথে ব্যাগভর্তি কাপড়, ১৫ হাজার টাকা , ৩টা মোবাইল , আরো নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলো ।
এরপর – বিশাল ফাঁকা ফ্লাট । লিটনের ফ্লাট । একটা যুবক সাথে একটা যুবতি । যা হবার কথা তাই হয়েছে। মেয়েকে নাকি নেশা দ্রব্য খাওয়াইছে ছেলেটা। খাওয়ানোর সময় বলেছে একবার খেলে কিছু হবে না , ওমনি মেয়েটা গিলেছে। সারারাত শেষে রাত ৩ টার সময় মেয়েটা টের পেলো সে ধর্ষিত হয়েছে বা হচ্ছে। ছেলেটা নাকি মেয়েটাকে বাসা থেকে জোর করে বের করে দিছে মানে কি ? মেয়েটা যেতে চাচ্ছিলো না ? থাকতে চাচ্ছিলো ? মেয়েটা আবার অভিযোগ এ উল্লেখ করেছে এর আগেও নাকি এই একই ছেলে এই একই মেয়েকে ধর্ষণ করেছে ! একবার যার কাছে ধর্ষিত হয়েছে তার জন্মদিনে আবার কেন একা একা একটা মেয়ে গেলো ? এগুলো কি আসলেই ধর্ষণ ? ধর্ষণের সংজ্ঞা কি ? মিউচুয়াল সেক্স আর ধর্ষণ কি এক ?
এগুলো কি ধর্ষণ নাকি বড়লোকদের ব্লাকমেইল করার নতুন সিস্টেম।
ঢাকা মেডিকেল এর দুইজন শিক্ষার্থী নিজেরা সেক্স করেছে , ভিডিও ধারন করেছে , নেটে ছেড়েছে। যখন তাদের অন্য সহপাঠীরা তাদের সেই ব্যাপারে জিজ্ঞেস করেছে , দম্ভসহ বলেছে , হ্যা আমরা করেছি । এরপর সেটা ভাইরাল হয়েছে , সংবাদ মাধ্যমে এসেছে। তখন কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে তাদের বহিস্কার করেছে।
এরকম হাজার ঘটনা আছে , স্বেচ্ছায় হয় কিন্তু কোন এক পক্ষ একটু পল্টি দিলেই তা ধর্ষণে রুপান্তর হয়ে যায়।
ইদানিং যোগ হয়েছে , বিয়ের প্রলোভনে ধর্ষণ। একটা ছেলে বিয়ে করতে চাইছে অমনি তার সাথে শারীরিক সম্পর্কে যেতে হবে ? পরে বিয়ে না করলে এই সব ঘটনা ধর্ষণ হয়ে যাবে?
আগে বাইক আর ডিএসএলআর থাকলে প্রেম হতো আর এখন বাপ শিল্পপতি হলে সব হয় । কারন এটা সব সম্ভবের দেশ বাংলাদেশ । ছোট ভাই প্রকৌশলী রেজাউল করিমের উক্তি দিয়ে শেষ করি --- ওরা আজ জন্মদিনের অনুষ্ঠানকে জন্মদানের অনুষ্ঠান বানিয়ে ফেলেছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

স্পর্শহীন আলো বলেছেন: ঘটনাটি যখন শুনেছিলাম, তখনি আমি এরকম কিছুই ধারণা করেছিলা। আপনার কথায় যুক্তি আছে। ধন্যবাদ লেখার জন্য। :)

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫

আমি চির-দুরন্ত বলেছেন: এবার তো সাভারেও একই ঘটনা ঘটল।

৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

রাজীব বলেছেন: বিয়ের প্রলোভন দিয়ে সেক্স করলে সেটি মিচুয়াল নয় ধর্ষন। আমাদের দেশের আইন এমনই বলে।
তবে ভারতে নতুন আইন পাশ হয়েছে, যেখানে বলা আছে উভয়ের সম্মতিতে হলে সেটি ধর্ষন নয়।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:২৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: মজার ব্যাপার হলো- এই তরুণী নাকি টিভি পর্দার অভিনেত্রী ! আবার আপন জুইয়েলার্সের ছেলের বারোজন বান্ধবীর মধ্যে চারজনই ছিল নাকি সিনেমার অভিনেত্রী, ছয়জন ছিলো উঠতি মডেল অভিনেত্রী :)
প্রশ্ন হলো আমরা টিভি বা সিনেমা পর্দায় যাদের সুশ্রী মুখখানা দেখি এদের পর্দার আড়ালের মুখখানা কি তাহলে এইরকম ?

৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিতীয় ঘটনাতে অভিনেত্রী ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশী। কারণ, তিনি নিজেই স্বীকার করেছেন বিয়ের কথা বলে এর আগেও সম্পর্ক ছিল। তাহলে তিনি প্রথম ঘটনার মত সহানুভূতি পাবেন বলে মনে হয় না...

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৫

আলমগীর হাসান সিদ্দিকী বলেছেন: না পাওয়াই উচিৎ

৬| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

টারজান০০০০৭ বলেছেন: হিছা মারি এমুন সংস্কৃতির!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.