![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!
কয়েকটা হিন্দী গানের অংশবিশেষ অর্থসহ দিলাম। আগে পড়ুন। যদি হৃদয়ে ঈমানের ছিটেফোটাও
থেকে থাকে তাহলে আপনি নিজে বুঝতে পারবে
আমার আজকের এই পোস্টের
উদ্দেশ্যটা কি…
১. তুহি মেরি সাব হ্যায়, সুবাহ হ্যায়,
তুহি দিন হ্যায় মেরা, তুহি ম্যারা রব হ্যায়, জাহান হ্যায়, মেরি দুনিয়া .......
অর্থ:::: তুমি আমার সবকিছু, আমার সুর্যোদয়, তুমি, দিন তুমি… তুমি আমার রব,
আমার পৃথিবী, আমার দুনিয়া তুমি…
২. তুহি আব মেরা দ্বীন হ্যায়, ঈমান হ্যায়, রাব কা শুকরানা… মেরা কালমা হ্যায় তু, আযান হ্যায়, রাব কা শুকরানা…
অর্থ:::: তুমিই এখন আমার দ্বীন, আমার ঈমান, খোদাকে তাই ধন্যবাদ… আমার কালেমা তুমি আযান তুমি, রবকে তাই ধন্যবাদ…
৩. তুঝমে রব দিখতা হ্যায়, ইয়ারা ম্যায় ক্যায়া কারু?
সাজদে সার ঝুকতা হু, ইয়ারা ম্যায় ক্যায়া কারু?
অর্থ:::: তোমার মাঝেই রবকে খুজে পাই আমি, প্রিয়া আমি কি করবো? সেজদার জন্য মাথা ঝুকে যায়, প্রিয়া আমি কি করবো?
৪. খোদা জানে ম্যায় ফিদা হু,
খোদা জানে ক্যা বান গায়া হ্যায় তুম মেরে খোদা…
অর্থ::: খোদা জানে আমি তোমার ফিদা, খোদা জানে, তুমি হয়ে গেছো আজ আমারি খোদা…
এই গানগুলি একবার হলেও আওড়াননি এমন মানুষ মনে হয় খুব কমই আছে। অথচ
এটা স্পষ্ট শিরক। আর শিরক এমন একটি অন্যায় যেটা করলে ঈমান সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়, পূর্বের কৃত সকল আমল নষ্ট
হয়ে যায়।
অনেকে জেনে অনেকে না জেনে এ হিন্দী গান গেয়ে প্রতিনিয়তই শিরক করে চলেছে।
নিজে সাবধান হোন এবং আপনার সকল বন্ধুদের কে সাবধান করুন ।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
AlaminMeh বলেছেন:
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশক বিনা ক্যায়া জিনা ইয়ারো ইশক বিনা ক্যায় মরনা..
সব ইশকের খেলা! সৃস্টি জগতের সব কিছুতেই দেখুন ইশকের ছড়াছড়ি!
আশিক মাশুকের দৃষ্টিতে দেখেন -দেখবেন কি মনোহর লাগছে!
মজনুন হালে অনুভব করুন দেখবেন আহা কি দারুন !!
আর অনুভব হীন রোবোটিক আইনের দৃষ্টিতে দেখেন- আপনি যা বলছেন তাই বলবেন।
মনসুর হাল্লাজের আনাল হক, বা মাওলান রুমির প্রেমস্পদ, আশিকের চোখে অনুভবে মাশুক, ফানাফিল্লাহর মোকামে -সব বিলিন হয়ে গেলে শুধু প্রেমাস্পদ রয়ে যায় যখন তখন সব একে একাকার হয়ে যায়- ওয়াহদানিয়াতের রংয়ে..
ভুল হইলে বইলেন ভাইজান! চেইতেন না
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪
শার্লক_ বলেছেন: হুম... আসলেই শিরক। এ ধরনের গান শোনা বা গাওয়া উচিত না।