![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যেভাবে প্রতিনিয়ত সোনা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এদেশ সোনায় সোনায় ভরে যাবে।
প্রশ্ন থাকতে পারে লাভটা কি ? সোনার দাম তো আর কমে না।
আজ বাসে করে উত্তরা যাচ্ছিলাম, এক যাত্রী বলে কিনা, বাংলাদেশে অদুর ভবিষ্যতে কোন প্রকার অভাব থাকবে না।
অপর এক যাত্রী বলে উঠলো বাদ দেন তো ওগুলো জমা করা হচ্ছে পদ্মা সেতু করার জন্য। তা না হলে এতো সোনা পাওয়া যাচ্ছে দাম তো মাগার কমে না।
অপাশ থেকে আরেক যাত্রী বলে উঠলো যারা এসব সোনা অন্য দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসতেছে তাদের তো আরো ধন্যবাদ দেওয়া উচিৎ, তা না করে সরকার কিনা তাদেরকে আটক করে ।
কি বুঝলেন ???
©somewhere in net ltd.