![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় মারা যেতে নিয়েছিলাম,কি ভাবে যেন বেঁচে যাই, তখন আমার নাম রাখা হয় আল্লাহ রাখা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর, Programmer হিসেবে কাজ করতে করতে Telecommunication লাইনে এসে পড়েছি। Intelligent Network বিভাগে কর্মরত, Software ফার্মের সাথেও জড়িত, এটাকে আপন সন্তানের মতই মনে করি, স্ত্রী অপ্সরা, মা আর আমি এই নিয়ে সংসার।
দালাল শব্দটা শুনলেই হয়তো সবার মনে একটা ছবি ভেসে উঠেঃ লুঙ্গি পরিহিত সাথে শার্ট গলায় পলেস্টারের ফোঁটা ফোঁটা রঙের মাফলার এবং অবশ্যই তারা সিগারেট খায় সাথে পান,সবারই এ জাতিয় লোকদের সাথে পরিচয় কম বেশি সাধারণত গরুর হাটে,আমার অবশ্য দালালদের সাথে পরিচয় মুরগির হাটে,আমি গেছি আব্বার সাথে মুরগি কিনতে মুরগি কেনার জন্য আব্বা দামাদামী করছেন,কোথা থেকে যেন একলোক এসে মুরগিওয়ালাকে বললো দাম কত,এদিকে আমরা কিন্তু দামাদামী করছি,সে মানে অপরিচিত লোকটা তখন মুরগিওয়ালাকে বললো চারটা মুরগি দিতে এবং মুরগিওয়ালার চাওয়া দামেই,তখন মুরগিওয়ালা আব্বাকে বললো "ভাই যে দামে বেঁচলাম সে দামেই নেন", আমার কাছেও ঠিক মনে হল,সবাই কিনছে যখন! আব্বাতো আমি না উনি জীবনে অনেক কিছু করেছেন,ষাটের সেই সব উত্তাল সময়ে উনি সদ্য কলেজে ওঠা তরুণ,বঙ্গবন্ধু ওনাদের নেতা,গোপালগঞ্জের ছেলে,রাজনীতিতে তৎপর হলেন,শুরু হল পালিয়ে বেড়ানো,বঙ্গবন্ধু বললেন"তোরা যে দিকে পারিছ পালা,পরিস্থিতি শান্ত হলে আবার এক হব"আব্বা পালালেন সাতক্ষীরার কোলারোয়ায়।ওখানে যেয়ে হলেন মসজিদের মুয়াজ্জিন,আমার দাদী সেই সময় শুধু কাঁদতেন,কেনোনা ছেলে বলে যায়নি তার অবস্থান,ছয় মাস পর আবার ফিরে আসেন,এভাবে আব্বা নানা সময়ে নানা পরিবেশে থেকেছেন দেখেছেন,গল্পের ছলে অনেক কথাই তিনি আমাকে বলে গেছেন,আজ আব্বা নাই তবু ভাবি,কত সত্য ওনার সেই সব বাস্তব স্মৃতির কথা। ফিরে আসি দালালের কথায়- আব্বা মুরগিওয়ালাকে বললো "বেঁচ তোমার মুরগি দালালদের কাছেই,তুমি আমার মেজাজই খারাপ করে দিলে", আমি আর আব্বা সরে আসলাম,পাশেই মাছের বাজার,আব্বা আর আমি মাছ কিনছি। আব্বাকে বললাম,দালাল কি?তখন উনি বললেন ওদেরই লোক ঐ লোকটা যে মুরগি কিনলো,ও ওদের একটু দাম বাড়িয়ে দিল আমাদের কাছে,ঐ দেখ ঐ মুরগি কেনা লোকটা মুরগিওয়ালার সাথে গল্প করছে। আমি দেখলাম আরে ঠিক তো,বুঝলাম।এদের সাথে পরিচয় আরো গভীরভাবে হয় গরুর হাটে,আমরা যে গরুই কিনতে যাই পাশ থেকে আর একজনও দামাদামী করে।
যা হোক.....দালাল শ্বাসত দালাল সুন্দর....সারা বিশ্ব দালালে দালালময়। কে না দালাল বলেন,এই দুনিয়ায় কেউ নিরপেক্ষ?বলেন?কেউ না।ম্যাডাম মানে আমাদের দেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রী,গোলাম আযমের ভাষায়,উনি রান্না ঘর থেকে রাজনীতিতে এসেছেন,তাতে হারামীটার মত আমরাও মুগ্ধ।ম্যাডাম জিয়া বলেছেন,পাগল আর শিশু বাদে কেউ নিরপেক্ষ না,আর পক্ষনিলেই কিছুটা পক্ষপাত হবে আর কম বেশি পক্ষপাত হলেই দালালি হবে আর দালালি করা হলেই হয়ে যাবেন দালাল।তাই ম্যাডামের ভাষ্য মতে পাগল আর শিশু বাদে সবাই দালাল। আমি শিশুকাল অতিক্রম করে গেছি অনেক আগেই আর আমি যেহেতু প্রতিষ্ঠিত চাকুরীজীবি,প্রকৌশলি তাই বলতে হয় আমি পাগল না।
আমি একজন দালাল উৎকৃষ্ঠমানের দেশিয় দালাল,যে তার দল নির্বাচনে হেরে গেলে কাঁদে।যে দল ভুল করলে কামনা করে তাদের ঠিক হবার,যে দল ভাল কাজ করলে গর্ব করে আর দলের কাছ থেকে কিছু না পেয়েও সব নির্বাচনে দলকেই ভোটটা দেয়।
আমি অহংকারের সাথে বলছি আমি দালাল,আপনি কি দালাল? না আপনি এখনও শিশু বা মানসিক ভারসাম্য হারিয়ে পাগল।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
আল্লাহ রাখা বলেছেন: দেখলাম ভাল লাগলো।চালিয়ে যান
২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১২
বেলাল আহমেদ রাসেল বলেছেন: ভাই আপনার বাড়ি কোথায় ?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
আল্লাহ রাখা বলেছেন: লেখায় উল্লেখ আছে।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭
শিরোনাম বলেছেন: আপনার নাম "আল্লাহ রাখা"। তারমানে ভাইয়া আপনি মুসলমান?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
আল্লাহ রাখা বলেছেন: এটা আমার ডাক নাম..... পুরো নাম...
আবু আব্দুল্লাহ আল জালাল আল্লাহ রাখা ......
এখানে ধর্মের কথা আসল কেন???
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
ওরাকল বলেছেন: আমি ও দালাল .....দেশের দালালি করি
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪
আল্লাহ রাখা বলেছেন: এটাই আসলে উচিত ভাই, আমরা বেদাদ
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: "গোপালগঞ্জের ছেলে" বুঝলেন না উনি রাজার দেশের লোক।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
আল্লাহ রাখা বলেছেন: তাইলে বুঝেন ঠেলা, সূর্যের চেয়ে বালির তেজ বেশি
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
রোহান বলেছেন: আরে ফ্রন্টপেজ অ্যাকসেস হইলো কখন? ভালোই তো
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
আল্লাহ রাখা বলেছেন: কাল কে ভাই, আপনি আছেন কেমন?
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮
জইন বলেছেন: আবু আব্দুল্লাহ আল জালাল আল্লাহ রাখা ভাই অসাধারণ লাগলো, আছেন কেমন ভাই?ভাবীরে সালাম।
ভাই আমিও দালাল......আওয়ামী দালাল,
এবার ঈদে কি বাড়ি যাবেন, গেলে বলবেন,দেখা হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
আল্লাহ রাখা বলেছেন: যাব ভাই, আসবেন অসুবিধা নাই, আপনার তো কোটালীপাড়া আর আমার সদর।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
বিদ্যালয় বলেছেন: Click This Link