নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল-মামুন-নিল

গগ্আমি আসামাজিক জীব

আল-মামুন-নিল › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তি সত্ত্বা

১৩ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২

নিজেকে নিজের কাছে তখন খুব আবাক
লাগে।
যখন দেখি ক্ষুদার্থ শিশু ডাস্টবিন
থেকে খাবার তুলে খাচ্ছে।
যখন দেখি ছোট্ট শিশু ফুল
হাতে নিয়ে রাস্তায় রাস্তায়
বিক্রি করে বেড়াচ্ছে।
যে বয়াসটা ছিলো তার খেলনা আর আর্দশ
লিপি থাকার কথা ,সেই
বয়াসটা তাকে চিন্তা করতে হয়
কি করে খাবার টাকা জোগাড় করা যায়।
হয় তো আমাদের কাছে ১০০ টাকা কিছুই
না কিন্তু একটা ছোট্ট ক্ষুদার্থ শিশুর
কাছে ঔই ১০০
টাকা যে কি তা হয়তো আমরা বুঝবো না।
হাজার হাজার টাকা আমার কোন কাজ
ছাড়াই খরচ করি অথচ এই আমরাই কিন্তু
২ টাকার জন্য রিক্সাওলার
সাথে বা বাসের কন্টাকটারের
সাথে মারামারি করি।
৮০ টাকা দিয়ে একটা বার্গার
খেতে পারি অথচ ১ টাকা ফকির সাহায্য
চাইলে বলি খুচরা নাই মাফ করেন।
ফকিরকে দেবার সময় হতো আমার
কাছে বা আমাদের কাছে এই ১ টাকা ১২
ক্যারেটের একটা ডায়মন্ডের সমান হয়।
এই হলো আমাদের মহান
ব্যক্তি সত্ত্বা গরিবকে নয় নিজের
বিলাসিতার কাছে দান করো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.