নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলোকানন্দার ডায়েরি

অলোকানন্দার ডায়েরি › বিস্তারিত পোস্টঃ

রুপকথার একটি রাত।

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

গভীর রাত।দিনের সকল ক্লান্তিকে নিমেষেই বাষ্পীভূত করে মধ্য রাতের এ সময়টা। পরী রানী তখন তার স্বপ্নের রাজ্য ছেড়ে নেমে আসে তার চিরচেনা মর্ত্যে।
আজ পরী রানীর আগমনে মর্ত্যে বসেছে গানের আসর।পরী রানী ছিল মর্ত্যের মানুষ।কোন এক মধ্য দুপুরে স্বপ্ন রাজের আহবানে মর্ত্যের মায়া ত্যাগ করেন পরী রানী।না,মর্ত্যের মায়া চাইলেও ত্যাগ করা যায় না;তাই ভরা পুর্নিমার রাতের মধ্যভাগে স্বপ্ন রাজের চোখ ফাঁকি দিয়ে পরী রানী নেমে আসে মর্ত্যলোকে।
গান চলছে,মান্না'দের সেই অমর গান-
তুমি কি সেই আগের...
হঠাৎ পরী রানীর মুঠোফোনে কোন এক ভিনদেশির আগমনী বার্তা!
চমকিত!পুলকিত!পরী রানী।কেউ একজন বার্তা পাঠিয়েছে
"সে আগের মতোই আছে!"
অবাক পরী রানী!কে দিল এমন বার্তা?সে কি তবে লুকিয়ে আছে আজকের এই গানের আসরে?
না,সবি পরী রানীর মিথ্যে কল্পনা। এদিক সেদিক তাকিয়ে পরী রানি ফিরে গেল স্বপ্ন রাজের রাজ্যে।
কল্পনাকে সত্যি ভেবে পরী রানি রোজ পুর্নিমার রাতে মর্ত্যে নামে ভিনদেশীর দেখা যদি কখনো মেলে সেই বিশ্বাসে।
গভীর রাতে সবাই যখন ঘুমের ঘোরে থাকবে অচেতন কোন একদিন হয়তো বেজে উঠবে ভিনদেশির টেলিফোন।
হয়তো কোনদিনই বাজবে না সেই টেলিফোন কারণ সে রাতের কোন রূপকথা নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.