নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ভোটের পর, আমরা পাকীদের বুটের নীচে।

২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২



পাকীরা অমানুষ, অপসংস্কৃতির ধারক ও বাহক; ওরা ২টি জাতিকে ঘৃণা করে, ভারতীয় ও বাংগালীদের; ওরা মনে করে যে, বাংগালীদের কারণেই পাকিরা হিন্দুদের কাছে পরাজিত হয়েছে ১৯৭১ সালে।

শুধু পাকিরা নয়, পুরো জামাত, তৌহিদী মুসলমান ও পুরো বিএনপি পাকীদের মতো একই কথা বিশ্বাস করে; বাংলাদেশে এদের সংখ্যা এখন অবশ্যই ৫০ ভাগের উপরে; এসব মানুষ মানুষের লেভেলে নেই।

আজকে দুনিয়ায় ট্রাম্পের পর, ২য় শক্তিশালী শিয়াল হচ্ছে, পাকি প্রাইম মিনিষ্টার শেহবাজ শরীফ; ট্রাম্প তাকে অনেকগুলো ডার্টি জব দিয়েছে; সেই কারণে, শেহবাজ আরবদের কাছেও ১টি দরকারি ব্যক্তিতে পরিণত হয়েছে।

আগামীকাল আমাদের জাতীয় ডাকাত, তারেক ফেরত আসছে, ইহাতে শেহবাজ সরাসরি যুক্ত; পাকিস্তানের প্ল্যান, বিএনপি ও জামাতকে কাজে লাগিয়ে বাংগালী জাতিকে রাস্তার ভিক্ষুক বানাবে; তাই তারেকের দেশে ফেরার জন্য, ট্রাম্পের অনুমতি আদায় করে দিয়েছে শেহবাজ। এখন থেকে পাকিস্তানই তারেক ডাকাতের সিকিুরিটর ভার নিয়েছে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ওসমান হাদীর মুখ ছিল খুব খারাপ! রাস্তা থেকে হঠাৎ উঠে এসেছে! এই জীবনে অনেক অনেক নম্র, ভদ্র, শালীন, মিষ্টভাষী, সদালাপী, শান্ত, সৌম্য মানুষ দেখেছি, যারা ছিল, আছে এবং থাকবে দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, লুটপাটকারী, টাকা পাচারকারী এবং জুলুমকারী। রূপ আর গুণের আড়ালে ছিল তারা বড় বড় চো**র। অনেক অনেক বংশীয় মর্যাদা, উচ্চ শিক্ষিত, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ব্যবসায়ী, রাজনীতিবীদ ছিলেন এবং আছেন এবং থাকবেন বড় বড় চো***র। দেশের সম্পদ ডাকাতি করে বিদেশে পাহাড় গড়েছেন। তাদের মত মিথ্যাবাদী আর হিপোক্রেট জগতে কোথাও নেই।

মুখে মধুতে ছিল ভরা। কিন্তু সর্বোচ্চ জুলুমকারী। বস্তা বস্তা ডিগ্রিধারী, জাতীয় প্রেরণাদানকারী এক একটা বড় চো***র। পাঁচ টাকাও ঘুষ খায়। আমার মুখও খুব খারাপ। ভদ্র, উচ্চ শিক্ষিত, বংশীয় মানুষেরা আসুন ভাল কাজের কম্পিটিশন দেই। আপনি এক বছর করবেন। আমি এক বছর। শর্ত একটাই। আমার মুখ চলবে। হাতে লাঠি আর জুতা থাকবে। রাজি?

আপনি যত বড় বা* ছা*** হন না কেন, মানুষের মনের ভাষা, আকুতি আর অন্তর যদি বুঝতে না পারেন। তবে চেয়ার ছেড়ে দিয়ে ওখানে একটা কলা গাছ বসান। আর আপনি সব ডিগ্রি গুণ আর পদবি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসুন। আল্লাহ আমাদের ক্ষমা করুন (যাদের মুখ খারাপ, হাতে ঝাড়ু, লাঠি আর জুতা)।

একজন সাবেক সচিব লিখেছেন। তিনি আবার নিরাপদ খাদ্য আন্দোলনের জন্য সবার আইকন- এখন সবাই গালাগালি করা মানুষকেই পছন্দ করে। B:-)

২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৬

জেন একাত্তর বলেছেন:


শিক্ষা ও জ্ঞানহীন জাতি আজকের বিশ্বের জন্য গার্বেজ।

আপনি ব্লগেই দেখছেন, বিশ্বে কি ঘটছে ২/১ জন ব্লগার ছাড়া বাকীদের কোন ধারণা নেই। আওয়ামী লীগে রাজনীতিবিদ না'থাকাতে আমেরিকান ক্যু শুরু হওয়ার পরও বুঝতে পারেনি। আমাদের ব্যুরোক্রেটরা জাতিকে ক্রীতদাসের মত চালাচ্ছে , নিজেরা সর দখলে রাখছে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের ব্যুরোক্রেটরা কি ওয়ার্ল্ড ক্লাস? আপনার সাথে তো যোগাযোগ আছে।

আমি যতজন সচিব দেখেছি তাদের অখ্যাত জায়গায় ইলিগাল জমি কিংবা ফ্লাট আছে; সরকারি ইউনিভার্সিটির টিচার দেখেছি যারা জমির দালালি, ম্যারেজ মিডিয়া আর তাবেদারি করে, ইউনিভার্সিটির কাজ থেকে কমিশন কামায়।

শিক্ষকের কাজ কি জমির দালালি করা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্ট্মেন্টের একজন ডীন আমার মেঝো চাচার ফ্রেন্ড। তিনি জমির দালালি করেন। জমির দালালি করা লোকজন কোনোদিন স্বচ্ছ হয় না।

২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৪

জেন একাত্তর বলেছেন:



বাংলাদেশে জমির দালালেরা ভুমকিদস্যুদের সামনের সাইনবোর্ড।

বাংলাদেশের প্রতিটা ব্যরিক্রেট ভয়ংকর ডাকাত ও ইডিয়ট।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: মেরি ক্রিসমাস

তারেক রহমান কি বাংলাদেশের জন্য সান্তা ক্লজ হয়ে আসবেন? ;)

২৫ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২৩

জেন একাত্তর বলেছেন:



জাতিতে একজন ভয়বগকর ডাকাতের অভাব ছিলো; সেটা দিচ্ছে জিয়া পরিবার।

ওর মা ছিলো চোর, উহার প্রস্হানের পর মহা ডাকাতের প্রবেশ। পাগলা ডাকাত শহীদ হয়েছে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবু দেশটা ভালো চলুক।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২৪

জেন একাত্তর বলেছেন:



কোন ডাকাত দেশ চালাবে; ভোটে যারা আসবে, সবাই ডাকাত, সবাই জংগী।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:০২

নতুন নকিব বলেছেন:



জিয়া পরিবারের সবাইকে চোর ডাকাত বলছেন। তাহলে আপনার হাসিনা আপা ফেরেশতা? তার পরিবার নিষ্পাপ? নিরপরাধ?

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৩

জেন একাত্তর বলেছেন:




শেখ পরিবারে শেখ ব্যতিত বাকীরা ডাকাত; শেখ হাসিনা কিছু নিয়েছে বলে মনে হয় না।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে সবাই একটা পরিবর্তন চাচ্ছে,
যেন একটু সতেজ বাতাসে শ্বাস গ্রহন !

..........................................................
মন্দের ভালো হিসাবে দেখতে দোষ কোথায়
সময় মানুষকে মেধাবী ও পরিপক্ক করে ।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৬

জেন একাত্তর বলেছেন:




সময়ের সাথে আমেরিকা, ইউরোপ, চীন, জাপান, ইসরায়েল ও ভারত ভালো করেছে; আফ্রিকা, এশিয়ার কয়েকটি দেশ ও সব মুসলিম দেশগুলো অপরাধ ছাড়া ভালো কিছু করেনি।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: তারেক জিয়া একজন মসীহ হয়ে এসেছেন। উনি এবার জাতিকে পথ দেখাবেন!!

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

জেন একাত্তর বলেছেন:



সে ১টি বিষয়ে প্রফেশানেল, ডাকাতীতে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

আলামিন১০৪ বলেছেন: গার্বেজ

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

জেন একাত্তর বলেছেন:



আমি যা লিখি, সেটাই ঘটেছে ও ঘটবে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০২

কিরকুট বলেছেন: ভোটের আগেই পাইক্কাগো প্রস্থদেশের মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছি পরে কি হবে জানি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.