![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামে না, যদি পারি লেখায় পরিচয় দিব
প্রকৃতির কথা কি তুমি আজ শুনেছ? জানি শোন নি..
কিন্তুু আমি শুনেছি। কমলাকান্তের দিব্যকর্ণ হঠাৎ করেই কেন যেন ভর করল।
বৃষ্টি হলে, প্রকৃতি তার সকল সৌন্দর্য উপচে দেয়। বৃষ্টির পরে ঘাসের উপরে পরে থাকা শিশির বিন্দুর সৌন্দর্য দেখেছ? যখন হেঁটে যাচ্ছিলে, তাদের সমস্ত সৌন্দর্যকে ম্লান করে তারাও বলছিল "তোমায় দারুন লাগছে"। গাছের পাতাগুলোও আজ তোমায় দেখে লজ্জায় লজ্জাবতী পাতার মত, তাদের সৌন্দর্যকে ঢেকে ফেলেছিল।বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলের রোদে, তোমাকে দারুন লাগছিল।সূর্যের আলোতে চাঁদ দেখার সৌভাগ্যটা হয়ত শুধু রূপকথার জন্যই হল।
তুমি কখনও তাজমহল দেখতে গিয়েছ? যাও নি। যখন যাবে, সাথে মেক-আপ বক্স নিয়ে যেও। তোমার জন্য নয়, তাজমহলের জন্য। নয়তো লজ্জায় সেও মুখ ঢেকে ফেলবে।।
©somewhere in net ltd.