নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

মব রাজ্যে উত্তেজনা: হাদির মৃত্যুতে রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

রোম যখন পুড়ছিল নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিল; গতরাতের ঘটনায় ইউনুস কে কি বাংলার নিরো বলা যায়?



বাংলাদেশ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী পদটি সবসময় ছিল চ্যালেঞ্জিং।‌ "আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে", We are looking for শত্রুজ" , ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হবে বলে বছর পার। কিন্তু একজন ট্রেইনড বাহিনীর কর্মজীবন শেষে উনি মনে হয় একটু বেশি অথর্ব।

হাদির‌ মৃত্যু, বিচার "ঠন ঠনা ঠন" লাভের গুড় কোন দল বেশি খাইলো?

প্রথম আলো পত্রিকার নিজস্ব একটি দার্শনিক এজেন্ডা রয়েছে: ধর্মনিরপেক্ষতা ও সাম্যের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে ধার্মিক ব্যক্তি স্বাধীনভাবে ধর্ম পালন করবেন এবং একজন সমকামী তার ব্যক্তিস্বাধীনতা ভোগ করবেন। চাপিয়ে দেওয়া কোনও বিধান এই দৃষ্টিকোণে সমাজে প্রতিষ্ঠিত হবে না।এই আদর্শ নিয়ে সমাজে নানা সময়ে আলোচনা-বিতর্ক হয়েছে, সমালোচনাও রয়েছে। কিন্তু পত্রিকাটি তার সম্পাদকীয় নীতি যাই হোক না কেন, সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে এবং প্রয়োজনবোধে সরকারের সমালোচনাও নিয়মিত করে এসেছে।শেখ হাসিনা একবার উল্লেখ করেছিলেন যে তিনি প্রথম আলো পড়েন না। তার শাসনামলে পত্রিকাটি নানা সময় তীক্ষ্ণ ও তির্যক মন্তব্যের মুখোমুখি হয়েছে। ধর্মীয় দলগুলোর কাছ থেকেও এটি প্রায়শই "দিল্লি আলো" এর মতো তকমা পেয়েছে, যা তার উপর বিদেশী প্রভাবের অভিযোগকে ইঙ্গিত করে।সর্বশেষ, গতকাল এই পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

নিউ এইজের সম্পাদক নুরুল কবির কে যারা দীর্ঘদিন চিনেন‌ বা শুনেন তিনি সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ, সাম্য অধিকার, সমাজে ন্যায্যতা অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় কথা বলে আসছেন; তিনি আনু মুহাম্মদের সহপাঠী এবং বন্ধু। ১/১১ সরকার সহ আওয়ামী লীগ তার কন্ঠ রোধ করার বহু চেষ্টা করেছিল, কিন্তু তিনি তার আদর্শ থেকে বিন্দু মাত্র বিচ্যুতি হননি। হটাৎ করে ঠিক কি কারনে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর রোষানলে তাকে পড়তে হলে, তা হয়তো বিচার বিশ্লেষন করে ব্যখ্যার প্রয়োজন পড়ে না।

দেশটা হচ্ছে এখন মগের মুল্লুক! তবে বর্তমান পরিস্থিতি আমি আরো দুটো সংস্কারের বিষয়ে প্রস্তাব দিবো।‌ নিয়মিত গোয়েন্দা সংস্থা PBI, CID, NSI, DGFI এর বিলুপ্ত করে জুলকার সায়ের কে দায়িত্বে দেওয়া হোক। উনার কাছে যেহেতু মোটামোটি সব তথ্য-উপাত্ত থাকে এবং সেটা চুড়ান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় ও জন সাধারণ বিশ্বাস করে। এরপরে নিম্ন আদালতের বিলুপ্ত ঘোষণা করে "ইলিয়াস" কে এর দায়িত্ব দেওয়া হোক এর পিনাকীকে উচ্চ আদালত।‌ দেশের সব সমস্যার সমাধান, ন্যায্যতা, যেহেতু তারাই ফেসবুকের মাধ্যমে রায় দিয়ে দিচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থ এবং সময় দু'টো বাঁচবে।‌

হাদির মৃত্যু কে কেন্দ্র করে গতরাতের সহিংসতায়, নাশকতা,‌ অগ্নি ও মবসন্ত্রাস, কি নির্দিষ্ট একটি দলের কিছু নেতৃবৃন্দ এড়াতে পারে? "লাশের বদলে লাশ", ভারত সেভেন সিটার্স আলাদা করে দিবো এই শিশুসুলভ অযাচিত মন্তব্য করে আদতে কি লাভ হলো? অস্থিতিশীল, বিশ্ব মিডিয়ায় নীতিবাচক শিরোনামে কি ভারত পরিচিতি পেলো নাকি বাংলাদেশ?

সর্বশেষে, হাদি ছিল একজন একনিষ্ঠ নজরুল ভক্ত। নজরুল মতোই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ একজন এবং জুলাই আন্দোলন থেকে পাওয়া একটি "কষ্টি পাথর"।‌

“আমার আকাঙ্ক্ষা, কোনো এক উত্তাল মিছিলের কণ্ঠস্বর হতে চাই—
যে স্লোগানে মিশে আছে সমস্ত ন্যায়ের দাবি,
আর তারই প্রতিধ্বনিতে,
পুলিশের গুলির আঘাতে
এ জীবন যেন হয়ে ওঠে এক অমর শহীদের গল্প।”

"মহান রব তার বান্দাকে কবুল করিয়াছেন।"
ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

রিফাত হোসেন বলেছেন: এই দুইটা গণমাধ্যম লীগ পন্থী ছিল। তাই বলে আগুন সন্ত্রাস মেনে নেওয়া যায় না। তবে তা দীর্ঘদিনের ক্ষোভ। এখন লীগ ডাবল স্ট্যান্ডার্ড মেনে নিজেরাও আকামটা করে দিতেও পারে আবার জামাত, বি এন পি এরাও সন্দেহ থেকে বাদ যাবে না। সুযোগের ব্যবহার কে না করতে চাই বে। এই অপব্যবহার কাম্য নয়। দূর্বলকে সবলের আক্রমণ কাম্য নয়। আসলে বাঁশি বাজানোর চিত্রে হাসিনবু হলে perfect মানাতো। উনি আরামসে বাজাচ্ছে। ড. ইউনুস দৌড়ের উপর আছে। উনি নিজের সম্মান নিয়ে বাহিরে থাকলেই ভাল করতেন। আধোয়া মানুষদের পা ধোয়া উচিত হয়নি উনার।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: এই দুইটা গণমাধ্যম লীগ পন্থী ছিল। ভুল বললেন।‌ শামীম ওসমান সংসদ দাঁড়িয়ে প্রথম আলো, সম্পাদক মতিউর কে নিয়ে যা ইচ্ছা বলছে। শেখ হাসিনা, ছাত্রলীগ সব সময় প্রথম আলোকে কটাক্ষ করতো। তবে ধর্ম ভিত্তিক ইসলামী দলগুলো তাঁদের কমন শত্রু হওয়ায় কারনে একে অপরকে ফেভার করে থাকতে পারে।

আর সরকারের মাল্টিলেয়ারের ম্যাকানিজম থাকতে এই কর্মকাণ্ড আওয়ামীলীগ করছে এই কথা চালিয়ে দিলে চলবে; তারা এতোই শক্তিশালী? আওয়ামীলীগ সময়ে এমন কর্মকাণ্ড হলে বিএনপির, জামাত-শিবির উপর দোষারোপ করলে মেনে নিতেন? আর ইউনুস সাহেব কিংস পার্টিকে অবৈধ সুযোগ-সুবিধা এবং দুই ছাত্র উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ড সহ নিজের জন্য ইউনিভার্সিটি,‌ আদম বেপারী লাইসেন্স নিয়ে বেশি বিতর্কিত হয়েছেন।‌

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: এর চেয়ে গণ অধিকার পরিষদ ভালো। কোনো হাঙগামা করতে জানে না । আর ভিপি নুর ভাই কেবল মাইর খায় ।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

নুরু থাকে সবসময় মাল কামানোর ধান্দায়! হাঙ্গামা কইরা তার কাম কি?
জুলাই আন্দোলন চলাকালে আন্দালিব পার্থের থেকে ৮ লাখ টাকা ধার নিয়ে ফিরতে দিয়েছে? :p
দেশে চলমান কোন আন্দোলন মেইনস্ট্রিম মিডিয়া নুরু বা তার দল কোন কভারেজ ও টাইমলাইনে থাকে না।
তাই এতো বেশি ম্যাটার ও করে না।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৫

কামাল১৮ বলেছেন: অকর্মন্য লোক দেশ শাসন করলে যা হয়।এখন তাই হচ্ছে।দেশ এক জঙ্গী রাষ্ট্রে পরিণত হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
হটাৎ এতো জঙ্গি কোথা থেকে এলো? শেখ হাসিনা জঙ্গি দমনের নামে এতো গুলো বছর কি করলো?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা জঙ্গি দমনের নামে এতো গুলো বছর কি করলো?
...........................................................................................
কেউ একজন বলেছিলো
সরকারী প্রশিক্ষিত বাহিনী কতজন ?
জেলায় জেলায় স্হাপিত মাদ্রাসা ছাত্ররা তার চেয়ে বেশী
এরা অশিক্ষিত আর্মি ,
একবার কমান্ড পেলে , সব ভেঙ্গেচুরে নিয়ে যাবে ।
জীবনের পরওয়া তারা করেনা ।
সেখান থেকেই যদি বেছে বেছে কিছু প্রশিক্ষিত কমান্ডো বানানো হয়
তবে ঠেকাবে কে ?
উপরন্ত মাদ্রাসা থেকেই ভার্সিটী গমন করা হয়েছে সহজতর
তাহলে সমীকরণ কি দাড়াঁল ???

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
শেখ হাসিনার মতো এতো পরাক্রমশালী প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কতজন‌ ছিল?
দেশের গুটি কয়েক মিডিয়া আর বহি: বিশ্বের চাপ বাদে মনে হয় না উনি কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতেন?
বিএনপি, জামাতের অবস্থা এমন ছিল যে খোদ আওয়ামী লীগের মধ্যে কয়েকটা গ্রুপ হাসিনার চাপে ফেলতো।
সরকারী সকল সঅস্ত্র বাহিনীর উপর ছিল বিশাল প্রভাব ও দলীয়করণ ছাপ সাথে ভারতের মতো দেশের ছায়া।
বাংলাদেশের উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী কে ভারত নিজের ভূখন্ডের জন্যে ও হুমকি হিসেবে দেখে।
এতো সব ম্যাকানিজম থাকতে একটানা ১৬ বছর ক্ষমতায় থেকে জঙ্গিবাদ নির্মূল করতে পারলো?
দেশে হটাৎ এতো উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী কোথা থেকে এলো?
এসব কি মাদ্রাসা শিক্ষাকে একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে না এসে,
"কাওমি জননী" উপাধিতে ভূষিত হওয়ার ফলাফল নয়?



৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭

শ্রাবণধারা বলেছেন: আপনাকেই প্রথম দেখলাম, ব্লগে ইউনূসকে টাঙ্গিয়ে পোস্ট দিয়েছেন। ধন্যবাদ।

প্রথম আলো আর নুরুল কবিরের প্রসঙ্গটি নতুন নয়। এখানে বরং ইউনূস আর এর স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনাটা আরেকটু বিষদ হতে পারতো।

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকেই প্রথম দেখলাম, ব্লগে ইউনূসকে টাঙ্গিয়ে পোস্ট দিয়েছেন। ধন্যবাদ। জুলাই আন্দোলন পরবর্তী সরকার পরিচালনায় অনেক চ্যালেঞ্জ ছিল। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ঠিক করে সুস্থ স্বাভাবিক ধারায় পরিচালনা করা ছিল বেশ জটিল। পাশাপাশি কিছু কিছু সংস্থার অসহযোগিতা বেশ লক্ষ করার মতো; শুনেছি ইউনূসের কাছে ৮-৯ মাস ধরে কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠান না। এইসব বাদ দিয়ে ও দেশ পরিচালনায় তিনি সৎ তার পরিচয় দেননি।‌ তিনি‌ ও তার উপদেষ্টার পরিষদের জবাবদিহিতা ও সৎ থাকলে দেশের চলমান অনেক সংকট সমাধান হয়ে যেত।

বাংলাদেশের দুর্বল গনতন্ত্র ও শাসনামলে সাথে প্রথম আলো ও নুরুল কবির অনেক ভাবেই যুক্ত। তারা আক্রান্ত হওয়ার সাথে সাথে আংশিকভাবে তাঁদের তুলে ধরলাম।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:২১

মাথা পাগলা বলেছেন: সামনের সপ্তাহে তারেক সাহেব দেশে আসবেন। অনেকে বলছেন, নির্বাচন বানচাল করতে আগুন জ্বালানো পোড়ানোর উৎসব শুরু হয়েছে। জামাত লিবারিকরনে মুখোশ পরে ভালো মানুষের ভেক ধরার চেষ্টা করেছিলো, কিন্তু মুখোশ ধরে রাখতে পারে নাই। জামাত পাওয়ারে আসলে প্রত্যকটা পাড়ায় এক একটা জঙ্গিদলের অফিস গঠন হবে, আম্রিকার মাধ্যমে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্টার স্বপ্ন বাস্তবায়ন হবে। হাস্যকর ব্যাপার হইলো মুমিনরা কিন্তু আম্রিকা দেখতে পারে না, কিন্তু এই আম্রিকাই এখন তাদের স্বপ্ন পূরণ করছে।

ইউনুসের কোন পাও্য়ার নাই, সে এখন অন্যের বুদ্ধিতে চলে। হানি পট, ন্যুডস গ্যাঞ্জাম আসে কিনা দেখেন। সংবাদ মাধ্যমে ইউনুসরে বলতে গেলে এখন দেখাই যায় না।

সায়ের-পিনাকির দুইজনের গায়েই ডিপ ষ্টেটের গন্ধ পাওয়া যায়। এই দুইজনের মুরিদ পোলাপাইন কারা তাদের কমেণ্ট বক্স দেখলেই বোঝা যায়। দুইটারে ডিম থ্যারাপি দিলে অনেক কিছু জানা যাবে।

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
দেশের যেহেতু কোন মা-বাপ নাই এখন আর রাজনৈতিক হত্যাকাণ্ড, নাশকতা মতো বিষয়ের আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্ত সহ বিচারিক প্রক্রিয়া নেই বললেই চলে, তাই সব রাজনৈতিক দল বা ব্যক্তি নিজ নিজ আদর্শ আর স্বার্থের কথা চিন্তা করে ন্যারেটিভ তৈরি করে। সত্যি-মিথ্যা যে কি এটা স্বয়ং সৃষ্টিকর্তা ভালো যানে! যেমন সজিব ওয়াজেদ জয় ভারতের একটি টিভি চ্যানেলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন "It will be next Syria or Yemen". তাহলে এই কথা সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড? যাক আমি সেই বিতর্কে যাবো না?

আমি বরাবরই মতোই সরকার তথা ইন্টেরিমকে দোষারোপ করবো? একটি রাষ্ট্রের কাছে যেই টুলস থাকে সেটা কোন জঙ্গিগোষ্ঠী বা ভারতে বসে আওয়ামী লীগ ও কাছে নাই। তাই দায় ছাড়া ভাব নিয়ে অন্য একটি গোষ্ঠীকে উপর দায় চাপিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। ইহা যেই গোষ্ঠী করুক না কেন সরকারের চুড়ান্ত ল্যাবেলের ব্যর্থতা......

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৮

আলামিন১০৪ বলেছেন: আগ্নেগিরি যখন জীবন্ত হয় তখন তার চেপে রাখার চেষ্টা করাটা নির্বুদ্ধিতা... যা ৭১ এ পাকি সরকার করার চেষ্টা করেছিল, মানুষের ক্ষোভকে ঠান্ডা হতে দিন, জন-মানুষের হৃদস্পন্দনকে বুঝতে শিখুন..এ দেশের মানুষের অস্তিত্বের অনুভূতি নিয়ে খেলরবন না...হাসিনাকে পুনস্থাপিত করতে যারা কাজ করছে তাদের ক্ষমা নেই

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনার সাথে সহমত ও একাত্বতা ঘোষনা করছি।
আগ্নেয়গিরির এই অগ্নি শিখা আর কতদূর পর্যন্ত গড়াবে?
আর কতজন বেদ্বীন-কাফের কে জীবন্ত জ্বালায়ে দিলে এই অগ্নিশিখা ঠান্ডা হবে?
৩২, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি আর ভারতীয় আধিপত্যের বাদের কোন আঁতুরঘর?

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৩

আলামিন১০৪ বলেছেন: স্বপ্নের শঙ্খচিল এর মাদ্রাসা নিয়ে এত চুলকানী কেন? শুয়োর খেকোর জাত নাকি হে? হেলমেট পরে কত দিন?

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

মাদ্রাসাগুলোকে কথিত ধর্ম ব্যবসায়ী আলেম শ্রেনীর প্রভাবমুক্ত করে কেবল ধর্মীয়, ইসলামীক ও আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার চর্যা করতে হবে‌।

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৭

আলামিন১০৪ বলেছেন: মুখোস উম্মোচন করে দিলাম ...
মুখোস উম্মোচন করে দিলাম ...

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

বিশাল এক্সপোজ। :p

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

হাইজেনবার্গ ০৬ বলেছেন: প্রথমালো,ডেইলি স্টার এরা চিপা শয়তান, এরা ইন্ডিয়ান পেমে মত্ত। উহাদের এটা প্রাপ্য ছিলো। মুগাম্বো খুশ হুয়া। ;) তবে নুরুল কবিররে এভাবে হেনষ্থা করা ঠিক হয় নাই।এর চেয়ে মাহফুজ আর মতিউরের গাল চাপা হাতায়া দিলে ভালো হইতো।মাহফুজ, মতির চেয়ে নুরুল কবির বেশি সন্মানিত ব্যাক্তিত্ব।

হাসনাতের সেভেন সিস্টার্স ( সেভেন সিটার্স না - পোস্ট করার আগে একবার পইড়া লইয়েন, নাইলে আমারে দিয়েন আমি প্রূফ রিডিং কইরা দিমুনে B-)) ) নিয়া কমেন্ট এতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই, রাজনীতিতে পোলাপাইন নতুন, পরিপক্কতা আসবে পরে, এরা জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে থাকা আপারে পিয় মোদির দেশে পাঠাইছে, তাই ছোট ভুল মার্জনীয়। এভাবে না কয়া কইতে পারতো, সেভেন সিস্টার্স স্বাধীনতা চাইলে বাংলাদেশ ভাই হই্য়া সাহায্য করবো। ভাই হিসেবে এ দায়িত্ব ফরজে কাফায়া =p~
তয় হাদীর জন্য খারাপ লাগে, কানে আমার গান বাজে 'এই ফটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলি বেঁচে নেই''

ইলিয়াস এক্টু মগা টাইপ, পিনাকি ভাই এক্টু বেশি উচ্চমার্গীয় ধূরন্ধর- দেশের সহজ সরল মানুষদের কাছে উহাদের গ্রহনযোগ্যতা প্রচুর। তবে থিংস উইল চেইন্জ, মোদি কইছে ' হয়াট গউজ আপ মাস্ট কাম ডাউন' =p~

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রথম আলো, ডেইলি স্টার ধর্ম ভিত্তিক রাজনীতি কে পছন্দ করে না। এজন্য তারা দেশের ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর চোখের বালি।‌ আপনে ছিলেন নাকি মতির অফিস রুমে আগুন দেওয়ার সময়?

এরা জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে থাকা আপারে পিয় মোদির দেশে পাঠাইছে, তাই ছোট ভুল মার্জনীয়। সেনাবাহিনী কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা ডলারে আপোষ আর জাতিসংঘের উপর নিষেধাজ্ঞার চাপ আপাকে দিল্লি পাঠায়। এইসব হাসনাত, মাসনাত ছিল জুলাইয়ের প্রক্সি, তাঁদের বাপের সাধ্য ছিল‌ না হাসিনাকে দিল্লি পাঠানোর। আর জুলায় সমন্বয়, এনসিপির গুণগান পাবলিক প্লেসে করবেন না।‌ নাইলে পাবলিক "শাউয়া-মাউয়া" ভাইঙ্গা দিবো। কালকে উদিচি সামনে প্রিয় লেতাদের কেমনে আ্যাপায়ন করছে দেখছেন- "জুলাইয়ের গাদ্দারেরা হুঁশিয়ার সাবধান" প্রিয় জারা আপি ছিল সাথে। ;)


সেভেন সিস্টার্স স্বাধীনতা চাইলে বাংলাদেশ ভাই হই্য়া সাহায্য করবো। "হু** কাপড় নাই বেডায় ব্লেজার দেইখ্যা কান্দে"

ইলিয়াস, পিনাকী, সায়ের এরাই সবাই মাদাচো........ :p

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

ক্লোন রাফা বলেছেন: আরো নতুন নতুন
নাটক দেখার -
অপেক্ষা করুন।

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আওয়ামীলীগ তো নির্বাচনে প্রতিহতের ঘোষনা দিয়েছে; জামাত ও‌ নির্বাচন চায় না।
এই দুয়ের সমন্বয়ে কোন খেলা হবে?

১২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০০

কিরকুট বলেছেন: কার্টুন গুলো কই পাওয়া যাবে ?

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
কিছু ফেসবুকের মিম পেইজ থেকে আর কিছু কার্টুনিস্টের পোষ্ট থেকে নেওয়া।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: এই দেশে থাকতেই এখন আমার ভয় লাগছে।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: প্রথম আলো, ডেইলি স্টার ধর্ম ভিত্তিক রাজনীতি কে পছন্দ করে না তাদের কখনো হিন্দু বা বৌদ্ধ ধর্মান্ধতা নিয়া কিছু কইতে দেখছেন?
ছিলেন নাকি মতির অফিস রুমে আগুন দেওয়ার সময়? না

প্রিয় জারা আপি ছিল সাথে আপারে চিনি না, ছবি দেখলে কইতে পারমু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.