![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামে না, যদি পারি লেখায় পরিচয় দিব
শুকনো পাতার মরমর শব্দকে ভেদ করে হঠাৎ ঝমঝম বৃষ্টি শুরু হল। সেই কর্কশ শব্দকে ভেদ করে আরও একটি শব্দ এসে কানে পৌছুল। খুব পরিচিত,খুব কাছের। ফিরে দেখার আগে মনে মনে চাইছিলাম, যেটা ভাবছি সেটাই যেন হয়।। সৃষ্টকর্তা হয়ত মনের আকুতি শুনে ফেলেছিল, ফিরে দেখলাম হ্যাঁ, রূপকথার ঝুমঝুম নূপুরের আওয়াজ'ই বৃষ্টির ঝমঝম আওয়াজকে ভেদ করে আসছিল। রূপকথাকে ঠিকমত দেখতে পাচ্ছি না, চোখ দুটো মনে হয় ঝাপসা হয়ে আসছে। এগিয়ে যেতে চাইলাম, ইশারায় না করল রূপকথা। আরও একজনকে দেখতে পাচ্ছি রূপকথার পাশে, তার জন্যই কি রূপকথা কাছে যেতে না করল? বুঝতে পারলাম না। রপকথা ক্রমশ আরও ঝাপসা হয়ে যাচ্ছে, তবে কি চোখ দুটো নষ্ট হয়ে গেল? না, বুঝতে পারি নি, আমি ঝাপসা দেখছি না। আমার অচেনা,আর রূপকথার চিরচেনা মানুষটির হাত ধরে সে দূরে চলে যাচ্ছে, আরও দূরে, বহু দূরে। আর ভাবছিলাম আমিই হয়ত ঝাপসা দেখছি! হয়ত এটাই ছিল বিশ্বাস।
হঠাৎ করেই বৃষ্টি থেমে, কোথা থেকে যেন বাংলা সিনেমার চেনা দুটি লাইন বেজে উঠল, "যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি,আজ তোমার সব হয়েছে পর হয়েছি আমি" তবুও হয়ত তুমিই..........আমি তো শুধু রূপকথা হারালাম, কিন্তু একটা সময় সেও বুঝতে পারবে, সে নিজে কি আর কতটা হারাল।
©somewhere in net ltd.