![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামে না, যদি পারি লেখায় পরিচয় দিব
বর্তমানে থেকেও অদূর ভবিষ্যতে তোমাকে বারংবার হারাচ্ছি। জ্ঞান হওয়ার পর থেকেই, শুধু হারিয়ে চলেছি, অন্য কারও দোষ দেয়াটা বোকামী হবে, তাই ভাবি হয়ত আমারই ধরে রাখার ক্ষমতা'টা নেই বা ছিল না। ভবিষ্যতের কথা বলব না, কারন হয়ত আর কিছু ধরবই না। তাতে অন্তত হারানোর ভয়টা থাকবে না। জান, তুমি সেই অদ্ভুত যাকে দূরে সরাতে গিয়ে চমকে গিয়েছিলাম, এতটা কাছে কিভাবে এলে।তখন বুঝার ক্ষমতা ছিল না, তোমাকে এক পা দূরে সরিয়ে নিজেই দু'পা এগিয়ে গিয়েছি। তুমি জান না, তুমি সেই কবিতা যাকে বার বার পড়েও সম্পূর্ন উপলব্ধি করতে পারি নি, তুমি সেই সুর যাকে, প্রতিবার শোনার সময় নতুনত্বের স্বাদ পাই। তুমি জীবনানন্দ দাসের সেই রূপসী বাংলার সৌন্দর্য যার রূপে মুগ্ধ হয়ে দিন রাতের তফাৎ টাও ভুলে গেছি। তুমি সেই, যার আভাসে মায়ের কথিত ছোটবেলার সেই রাজকুমারী'কে উপলব্ধি করতে পারি। আর সেই জন্যেই হয়ত তুমি রূপকথা।।
©somewhere in net ltd.