নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকসন্ধানী

মন থেকে বা্ঁচার চেষ্টা করে চলেছি......

আলোকসন্ধানী › বিস্তারিত পোস্টঃ

কখন বুঝবেন উনি মুখরা

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

১। টিভির রিমোট সবসময় তাঁর হাতেই থাকে। মাঝে মাঝে আপনি খেলার চ্যানেল দেখার অনুরোধ করেন।

২। ছুটির দিনে ছেলে বেলার বন্ধুদের সাথে দেখা করতেও তাঁর অনুমতির প্রয়োজন।

৩। বাজারের থলিটা সবসময় আপনার হাতে আর উনি ব্যস্ত মুঠোফোনে ক্যান্ডি ক্রাস গেমের মত জরুরি জিনিস নিয়ে।

৪। ছুটিটা কিভাবে কাটাবেন তা উনি একাই ঠিক করেন।

৫। উনি জিজ্ঞাসা করেন আর আপনি সম্মতি দেন।

৬। উনি বাইরে বান্ধবীদের সাথে ঘুরে এসেছেন। খুব ক্লান্ত। তাই ঘর ঠিক করার দায়িত্ব আপনার।

৭। ছুটির দিনে ঘরের রান্না আপনিই করবেন। কারণ আপনি রাঁধতে খুব ভালবাসেন।

৮। উনি প্রায়ই কথোপকথনে "আমার কথা মানতে হবে" বলেন আর আপনি শুনেন।

৯। উনিই আপনাকে পকেট খরচ দেন। প্রতিদিন ১০০ টাকার বেশি আপনার কি খরচ?

১০। বেডরুমে কি হবে সেটা উনার মুডের উপর নির্ভর করে।

১১। আপনার ভুলগুলি উনি আপনাকে ধরিয়ে দিবেন। অন্য কারো বলার কোন প্রয়োজন নেই।

১২। সপ্তাহ শেষে উনার প্ল্যান হল শপিং করা আর রোমান্টিক কমেডি ছবি দেখা যদিও আপনি তা পছন্দ করেন না।

১৩। বাইরে বেড়াতে গেলে উনি ঠিক করে দেন কোথায় যাবেন। কারণ আপনি বারে বারে একই জায়গায় যেতে চান।

১৪। আপনার বন্ধু কারা তা উনি জানেন। আপনার সেই কলেজের বন্ধুটি ভাল নয়। তাই আপনি ঠিক করেছেন তার সাথে মিশবেন না।

১৫। আপনার ব্যাচেলর নাইটের প্ল্যান উনিই করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.