![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীমেরে ভালবেসে সসীমেরে ভুলি
তোমার হাহাকারে তাই আমার অস্তিত্ব কাঁপে,
আমি চিনেছি তোমায় ওগো
বসন্তের লালে লাল হয়ে যেদিন এসেছিলে
অনন্তকাল হয়তো তোমারই অপেক্ষায়
ক্ষতি কি যদি পাই সত্যের সন্ধান।
তুমি আর আমি কি ভিন্ন?
তোমার দুঃখে তাই আমি পারিনা হাসিতে
পথের দেখা মিলবে কি করে?
যদি তুমি হারাও অনন্ত দুঃখে।।
©somewhere in net ltd.