নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গল্পকার ব্লগার, নাস্তিক নই।

আলভী সীমান্ত

আলভী সীমান্ত › বিস্তারিত পোস্টঃ

আমি কি খুব প্রতিভাবান?

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

শুনেছি প্রতিভাবান বা সৃষ্টিশীল মানুষ একটু এলোমেলো স্বভাবের হয়ে থাকে। জীবন সম্পর্কে উদাসীন ভাব থাকে। এমন অনেক প্রতিভাবান মানুষ আছে যাদের ভুলে যাওয়া রোগ ছিল। উলিয়াম কিটসের মতো কবি প্রায়ই বাসার রাস্তা ভুলে যেতেন। আর আমি ভুলে যাই পাসওয়ার্ড!

এক মাসের উপরে হবে আমি ব্লগ লিখতে পারছিলাম না। কারন আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম। শুধু এখানের পাসওয়ার্ড নয়, ইউনিভার্সিটির ল্যাব,লাইবেরি, সি,আই,টি,এস এর পাসওয়ার্ডও সবই ভুলে যাই। সব থেকে বিরক্তিকর ব্যাপার হল পরিচিত মানুষদের ও ভুলে যাওয়া। অনেক দিন পর আমার কারো সাথে দেখা হলে আমি তাঁদের নাম মনে করতে পারি না। মাঝে মাঝে পুরো মানুষটাকেই চিনি না। সেদিন এক মার্কেটে স্কুল জীবনের এক বন্ধুর সাথে দেখা-

এই সীমান্ত!এই.... !
আমি হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে ছিলাম ছেলেটার দিকে। বয়স আর ডাকার ভঙ্গি দেখে বুঝলাম আমার পরিচিত কেউই হবে। আমি মুখে রাজ্যের হাসি নিয়ে বললাম, "আরে, কি অবস্থা?" (বিশ্বাস করুন, আমি তখনও মানুষটাকে চিনতে পারি নি)

এই তো ভালো। তুই মানুষটা খুব বেইমান! স্কুলের পর আর কোন যোগাযোগও রাখলি না। আচ্ছা যাই হোক, কই আছিস এখন?

আমি মানুষটা সাথে কথা চালিয়ে যাচ্ছি, চিরচেনা মানুষের মতো। কিন্তু নিজেকে বারবার প্রশ্ন করছি, মানুষটা কে? নাম কি তার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.