নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা কিন্তু নষ্ট না, মাথায় হিট করলেই নষ্ট হয়।

মাথা নষ্ট সিপাহি

মাথা নষ্ট সিপাহি › বিস্তারিত পোস্টঃ

আজ আমি কিছু লিখবো, হয়তো কিছু লোক আমাকে ছাগু বানাবে, তাদের কাছে আমার প্রশ্ন আমি কি সত্যি নাস্তিক না ইসলাম বিদ্বেষী?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ব্লগে শুরু হয়ছে এদানিং একটা ক্যাচাল আর সেটা হল এ নাস্তিক ও নাস্তিক, সে ধর্ম নিয়ে ব্যবসা করে, তাকে নিশিদ্ধ করতে হবে, সে রাজাকার ছিল , ওমুক পত্রিকা রাজাকারের দালাল। এতকিছু শুনতে শুনতে কানটা ঝালা পালা হয়ে গেল, টিভি তো দেখতেই পারি না কারন বউ আবার সিরিয়াল ভক্ত, মাঝে মাঝে খবর টাই একটু দেখি তাও এদানিং সেটার প্রতিও বিরক্ত ধরে গেছে। যাই হোক যা বলতে এসেছি বলে ফেলি--



আচ্ছা নাস্তিক মানে কি ?

সোজা কথায় এর উত্তর সৃষ্টি কর্তায়( আল্লাহ , ভগবান, ইশ্বর, গড ,প্রভু) যার বিশ্বাস নাই( যদি ছোট বেলায় ভুল শিখে না থাকি)। হতে পারে তার মুসলিমের ঘরে জন্ম অথবা অন্য যেকোন ধর্মের ।



কিন্তু বর্তমানে দেখছি নাস্তক্যবাদের সংগাটাই পাল্টে ফেলেছে আমাদের কিছু আলোচিত ব্লগার রা যেমন : ............................ সবাই জানেন তাই আর উল্লেখ করলাম না কারন নাস্তকের চোখেও সব ধর্ম একই হওয়ার কথা কিন্তু তা না হয়ে দেখছি তারা একটা বিশেষ ধর্ম কে ল্যাংটা করার যুদ্ধে নেমেছে, আর সেই বিশেষ ধর্ম টা হল ইসলাম, কেন রে ভাই তুই তো নাস্তিক তুই তাহলে তুই কেন শুধু ইসলাম কে নিয়ে এতো মরছিস, ঐ যে ধর্মের লোক দের ধন( সোনা) বড় তাদের ধর্ম গুরু কে নিয়ে তো কটাক্ষ করার সাহস পাস না, কেন তই না নাস্তিক, মসজিদ মন্দির গির্জা সবই তো তোর কাছে একরকম হওয়ার কথা।



পাঠক বলার আছে অনেক কিছুই কিনতু সময়ের অভাব, আপনাদের কাছে একটাই প্রশ্ন এটাই কি নাস্তিকতা না একটা বিশেষ ধর্মের প্রতি বিদ্বেষ ?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: তুমি নাস্তিক আস্তিক কিনা সেটা জানিনা , তবে আমি জানি তুমি মাথা নষ্ট সিপাহি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

মাথা নষ্ট সিপাহি বলেছেন: জি পুরাই

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: আস্তিক নাস্তিক ক্যচাল ব্লগে অনেক দিন অনুপস্থিত ছিল। আবার শুরু হইছে। বিরক্তিকর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

মাথা নষ্ট সিপাহি বলেছেন: পাগল হনু রে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

মাথা নষ্ট সিপাহি বলেছেন: গু খায় সব মাছে আর নাম হয় ঘ্যারে মাছের।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
শিবির - নাস্তিক ভাই ভাই। এক দড়িতে ফাঁসি চাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।

Click This Link

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

মাথা নষ্ট সিপাহি বলেছেন: পাদে এত গন্ধ কেন রে, মনে হয় ছোট বউ করেছে ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

sowkat_a বলেছেন: Click This Link

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

খাটাস বলেছেন: ভাই আমি মুসলমান , তাও আপনার পোস্ট এর একটা উত্তর দিতে মুঞ্ছায়। আমার মন্তব্য টা অন্যান্য ধর্মীয় অনুভুতি তে কিছুতা আঘাত মুলক হতে পারে। তবু সব্ব ধর্মের প্রতি যথার্থ সম্মান রেখে বলছি, অন্যান্য ধর্মে নারি আর সুরা পান তেমন একটা দোষের কিছু না। ইসলাম এ এই দুইটা নিয়া বহু নিসেধ আছে। নাস্তিকতায় এই দুইটা না থাকলে চলেই না, বিশেষ করে উগ্র নাস্তিক দের জন্য। আর আপনারা কয়েক বন্ধু মিলে ঘুরতে বের হলেন। সবাই নতুন নতুন ডিজাইনের ড্রেস আপ করল, আর কেও একজন করল সেই আশির দশকের ড্রেস। সভাবতই সে পচানি খাবে। আশা করি বুঝাতে চেষ্টা করেছি নিজে যা বুঝি। আমার কমেন্ট কোন অশনি ইঙ্গিত পূর্ণ হলে মুছে দিতে পারেন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

আিম আকাশ হবো বলেছেন: ভাই , J deshe 90 Percent Manush Islam sekhane Nastikera Islam er biruddhe bolbe etai Savabik jemonta India te Nastik ra kintu Hindu dhormer Biruddhe bole........

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

বাংলার হাসান বলেছেন: এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
শিবির - নাস্তিক ভাই ভাই। এক দড়িতে ফাঁসি চাই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

রঁমাকান্তকামারঁ বলেছেন: যারা নিজেদের নাস্তিক দাবি করেন ব্লগে তারা আসলে প্রপার নাস্তিকও না। এরা একধরনের মানসিক বিকৃতির স্বীকার যারা অন্যের ধর্মবিশ্বাস নিয়ে কটুক্তি করে সম্ববত যৌনসুখ লাভ করে। এদেরকে তাই "বক নাস্তিক" বলা যেতে পারে। "বক ধার্মিক" আর "বক নাস্তিক" এরা দুই পক্ষই দেশের জন্য সমান ভাবে ক্ষতিকর।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

আশমএরশাদ বলেছেন: নাস্তিক কোন সমস্যা নয় সমস্যা হলো ইসলাম বিদ্বেষীতা। আর এই কাজটি যারা করেছেন বলে বলা হয়েছে এর স্বপক্ষে কিছু প্রমাণ ও আছে তাদের মধ্যে আমি দুইজনকে জানতে পেরেছি-- একজন নিহত রাজীব আরেক জন আসিফ-
রাজীব অলরেড়ি শাস্তির উর্ধে আর আসিফ সেও কোপ খেয়ে হসপিটালাইজড।
তাই সব ব্লগারকে দোষ দিয়ে লাভ নেই দু একজনের জন্য। লক্ষ লক্ষ ব্লগারের মধ্যে এরকম দু একজন কেবল এমন করে। সো তাদের এভয়েড় করলেই হয়। কুপিয়ে নিহত করা কোন সমাধান নয়।

ইসলামের বিরুদ্ধে বলার ক্ষেত্রে যে পটভুমি আমার কাছে মনে হয়েছে সেটা হলো- বর্তমানে সবচেয়ে শক্তিশালী ধর্ম হলো -ইসলাম, এবং ইসলাম ধর্মের অনুসারীরাই কেবল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলে। যার কারণে রাজনৈতিক মতাদর্শগত বিরোধটা একটা সময় ধর্মের এ ছাড়াও একজন নাস্তিকের প্রাথমিক অবস্থায় সে ইরিটেড বেশী হয় তার ধর্মের মানুষদের কাছ থেকে। আর নাস্তিক --সেটাতো হয় মুসলমান ঘর থেকে হয়,অন্যরাতো মুসলিমদের ভাষার আগে থেকে নাস্তিক।

ধর্মের প্রতি যে কোন ধরনের কটাক্ষ কখনো কাম্য নয়। একজন পারফেক্ট আস্তিক হতে যেমন ইসলামের অনেক জ্ঞান লাগে তেমনি একজন নাস্তিকেরও ইসলাম বিজ্ঞান এ সব নিয়ে ব্যাপক জ্ঞান লাগে। যারা কেবল মাত্র বিদ্বেষ প্রসুত ভাবে কোন কিছু লিখছে তারা আসলে কম জানা এক্সট্রিমিষ্ট। এক্সট্রিমিস্ট নাস্তিকদের যেমন আছে তেমনি আস্তিকদের মধ্যেও জঙ্গি আছে। উভয়েই বর্জন যোগ্য।

কালকে একটা পত্রিকায় দেখলাম- রাম-বাম আমদের শোডাউন বন্ধ করো। আমার প্রশ্ন সেখানে রামের উল্লেখ করে কি একটা ধর্মের আঘাত করা হয়নি। তাই যে কোন কটাক্ষের বিরুদ্ধে যাওয়া উচিত।

আর ব্লগে এগুলি বন্ধ করা আসলে ডিফিকালট। কারণ কখন কোন ব্লগার কোন আর্কাইভে ঢুকে কি লিখছে সেটা বের করা অনেক ডিফিকাল্ট। তাই আমার মতে ব্লগের নিতান্ত ব্যাক্তিগত পরিসরের কথা গুলো প্রিন্ট মিড়িয়ায় দিয়ে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি কোন ভাল কথা নয়।

যা হোক আমরা চাই হানাহানি মুক্ত একটা সমাজ । মনে হয় সেটা আর পাবো না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

মাথা নষ্ট সিপাহি বলেছেন: ধন্য বাদ,
আসলে নাস্তিক দেরও একটা ধর্ম আছে, আর তা হল মানব ধর্ম , আমি একজন নাস্তিক কে বলেছিলাম এই যে আপনি যে কথাটা বললেন (একটা ধর্মীয় মতবাদ)তাতে আমার বিশ্বাসে একটু আঘাত লেগেছে আর আপনার সো কলড নাস্তিকতা কি এটা সমর্থন করে ? তিনি বললেন আসলে আমি তোমাকে আঘাত করতে চাইনি, সরি।
আমার মানব ধর্ম অন্যকে আঘাত করা সমর্থন করে না,

রঁমাকান্তকামারঁ বলেছেন: যারা নিজেদের নাস্তিক দাবি করেন ব্লগে তারা আসলে প্রপার নাস্তিকও না। এরা একধরনের মানসিক বিকৃতির স্বীকার যারা অন্যের ধর্মবিশ্বাস নিয়ে কটুক্তি করে সম্ববত যৌনসুখ লাভ করে। এদেরকে তাই "বক নাস্তিক" বলা যেতে পারে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

মুক্ত আকাশ বলেছেন: এদেশে মুসলিম বেশি। পাশাপাশি ইসলাম হল সবচাইতে বর্ধমান ধর্ম। তাই হয়তো আক্রমন্টাও বেশি ইসলাম নিয়ে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

মাথা নষ্ট সিপাহি বলেছেন: শুধু এ দেশে কি বলছেন ভাই, আমার তো মনে হয় সারা বিশ্বে এই একই প্রবলেম, এটা আসলে একটা চক্রান্ত। মুক্ত মনা য় ঢুকেন সেখানেও দেখবেন যত দোষ নন্দঘোষ, সালমান রুশদি সেও একই জায়গার মাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.