নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

একটি শীতকালীন বিড়ম্বনা!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

মেয়েটা শীতে কাঁপছে। বয়স ১৮ কি ১৯ হবে। পোষাক আষাক দেখে দরিদ্র মনে হয় না। তবে শীতের পোষাক পরলো না কেন! শাকিলের মনে হালকা খকটা লাগে। কিন্তু এই খটকা উড়ে যায় মেয়েটার সিল্কি খোলা চুলের দোলায়। কানে সুন্দর দুল পড়েছে। পায়ের জুতাটা ও দেখতে অসাধারণ!

শাকিল মেয়েটার থেকে ৩ কি ৪ হাত পিছনে। ওর হৃদয়ের কোন এক কোনে মেয়েটার প্রতি অনুভূতীর সৃষ্টি হচ্ছে। এ কি ভালোবাসার অনুভূতি! নাকি মানবতা বোধের তা বোঝা গেল না।

কি সুন্দর করে হাঁটে মেয়েটা! হিন্দি ফ্লিমের নায়িকাদের মতো কোমর! হাঁটছে আর কোমর দুলছে! শাকিল মনে মনে ভাবে "এই যুগের মেয়েরা ইদানিং জিরো ফিগার গড়ার পিছনে বেশ মনোযগী। দিনে একবার কি দুবার খায়! কিন্তু প্রেম করার পর পরই এসব ভুলে পায়!! বয়ফ্রেন্ডের পকেট খালি করে ফার্স্ট ফুড খায়!! বাবু, বেবী বলে সব খর্চা করায়!!"

মেয়েটা থেমে গেল। দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাথায়! সিগন্যাল পড়েছে। শাকিল ভাবলো মেয়েটাকে নিজের গায়ের ব্লেজারটা দিয়ে ভাব জমাবে। এমন সুযোগ বার বার আসে না! শাকিল ব্লেজারটা খুলে ডান হাতে রাখলো। তারপর মেয়েটাকে পেছন থেকে ডাকলো -

- এই যে শুনছেন .......
- হায় হায়! সোনা মানিক তুমি!! ( দুইটা তালি দিলো হাতে ) কি ছুইট লাগছে গো! বলো না কি বলবে....

" শাকিল তো পুরো থ মেরে গেল!! এ যে হিজড়া! কি করবে কিছু বুঝতেছে না!! একটা নিরামিশ হাসি দিয়ে পিছন দিকে দৌড় দিলো। "
পিছন থেকে হিজড়াটা.....
- ওগো! যেও না গো ...

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

শায়মা বলেছেন: হা হা


হিজড়া হইসে তো কি হইসে ভাইয়া!!!

তুমি এই বীর পুরুষ! হিজড়ার ভয়ে দৌড় দিলে? :P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

আমিই মিসির আলী বলেছেন: কি যে বলেন না!!!
আমি তো ওইখানে ছিলাম ই না!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

গেম চেঞ্জার বলেছেন: সব্বনাশ!! :||

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

আমিই মিসির আলী বলেছেন: হুম!!
পুরাই সব্বনাস!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: ওগো শুন না! হে
হে
ওদের যদিও ইগনোর করার কারণ দেখি না|

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

আমিই মিসির আলী বলেছেন: খাইছে!!
ইগনোর করেন না!!
তা ঠিক।
তবে বিশেষ সময়ে তো দৌড় দিতেই হয়।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

চৌধুরী ইপ্তি বলেছেন: হিঃ হিঃ হিঃ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: "হায় হায়! সোনা মানিক তুমি!! ( দুইটা তালি দিলো হাতে ) কি ছুইট লাগছে গো! বলো না কি বলবে...." মারহাবা!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
ধন্যবাদ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

আজমান আন্দালিব বলেছেন: তালি দিল? আর কিছু করল না? বড় বাঁচা বাঁচছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.