নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

মিসির আলীর বাল্যকথনঃ নান্টুঘটকের আগা নাই :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০


হে বনধুরা দিস ইজ আরিফ ওরুপে মিসিরআলী এন্ড ইট ইজ ইসটোরি টাইম। অতিরিক্ত রুচিবান হৈলে না পড়াই ভালো ইউ নো আমি গোয়িং টু ইসটারট ছুডু বেলার ইসটোরি! B-))

আপনেরা জানেন কান লাগ না পাওনের কারনে আমি ইসকুলে সেচ্ছায় ভরতি হৈতে পারি নাইক্যা! এক গেলাস দুঃখ নিয়া এই গাছে ঐ গাছে ঝুইলা হাত লমবা করছি! এবং পরের বছর কেলাস ওয়ানে ভর্তি হৈয়া গেছিগা! B-)

পড়াশোনা কিচছু পারতাম না। প্রতিদিন মার খাইতাম! :( এমনকি শুক্কুর বার ও সপনে মার খাইয়া চিক্কুর দিয়া উঠতাম! এই বুঝি ছিলো গেবনে! :((

প্রথম পরীক্ষায় খুউবব ভালা নামবার পাইছিলাম জাস্ট অংকে, আর বেবাগ বিষয়ে গোল্লা ! বুঝতেই পারতাছেন ইসকুল আমার কাছে তেজপাতাময় হৈয়া গেছিলো! সেই সময় আমার মুখে হাসি ফুটাইছিলো একখানা লুংগি! হ্যাঁ ভাই লুংগি

ইসকুলে গিয়া বৈলাম পিছনের বেঞ্চে! পড়া পারি না বইলা খেমতা দেহাই না, নাইলে বাড়ির কাছের ইসকুল লাইথ্যাইয়া সব গুলারে পিছনে বসাইতাম! যাইহোক মনির নামের একটা পোলা আছিলো! বয়সের তুলনায় বেশিই বাইড়া গেছিলো! নয় দিন পর ঐদিন দেহি মনির লুংগি পইরা আইছে! কইলাম ....

- কিরে মনিরা তোর পেন কই?? লুংগি পইরা আইছস ক্যান??? B:-)

- আর কইছ না! ওস্তাদে ধইরা কাম সাইরা দিছে! :((

- কিয়া কছ! কি কাম সারছে???

- আমার নান্টু ঘটকের আগা কাইট্যা দিছে? :((

- নানটু ঘটক কে? :-B

- ধুর বেডা বুছস না ক্যান! আমার সুন্নতে খৎনা মানে মুসলমানি করাইছে!!

- হেইডা আবার কি? এটা করলে কি হয়?

- "নুনুর মাথা হুজুরে নিয়া যায় " এইটারে কয় খৎনা! করলে খুউব ভ্লা! ইসপিরিডে পেশাব করতে পারে!

-কস কি মমিন!! তোর এখন আগা নাই =p~

ঐদিন দেখলাম মনিরা খুউব ভিআইপি ভাবে আছে। স্যার পড়া জিগায় না, মারে না! কি শান্তি! আমার হিংসা শুরু হৈয়া গেছিলো! X(


বাড়িতে গিয়া কৈলাম এক মাইয়ারে ...
- কিরে তোর সুন্নতে খৎতনা হৈছে?? B:-/
মাইইয়া আমারে কয় অসভ্য, বেদ্দপ! :|

বুঝলাম পরে ; মাইয়্যারা অলপো বয়সে বেশি পাইক্যা যায় :-<

গোয়িং টু হোমে মারে খুঁইজা পাই না। পাইলাম রাননা ঘরে।
-ও মাআআআ ...... :-/
- কিরে? চিল্লাইতেছস ক্যান?? B:-)
- আমার নানটু ঘটকের একটা বেবসথা কৈরা দ্যান! B-))
- নানটু ঘটক কিয়া? :-B
- আমারে মুসলমানি করাইয়া দ্যান!!! :#)
- মা কয় সময় হৈলে তো ওস্তাদের পাশে পাওন যাইবে নাহ! X((
- আরে পাবেন! এইহানে মেরা বহুত বিরাট সারথো আছে। B-)

আমি তহন ও বুঝি নাই যে এটা পুরুষের জীবনের একমাত্র কষ্টকর কাম! :((

পরের দিন খেলাধুলা করতাছি । ছুরি চাপাতি হাতে এক ওস্তাদ আইয়া ঢুকছে বাড়িতে!

তারপর ইতিহাস! কোপাকুপি আমার চিক্কুর বাক্কুর কেউ শুনে না! আশেপাশের সব বনধু বানধুবি আইয়া হাজির!! পোলা গুলা ভয়ে ভয়ে উকি ঝুকি দিতাছিলো আর মাইইয়াগুলা হাসতাছিলো X((

কিছুক্ষন পর দেখি নানটু ঘটক আর আগের মত নাই, মুর্দার কাপর পরাইয়া দিছে :((

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সাহসী সন্তান বলেছেন: পোস্ট পরিশেষে মমতাজ বুবুর সেই বিখ্যাত গানটা জুড়ে দিলেন না কেন ভাই? তাইলে পোস্টটা একটা পূর্নাঙ্গ রুপ পেতো? :`>

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

আমিই মিসির আলী বলেছেন: ওহে সাহসী সন্তান
েএ নান্টু ঘটক তো ঐ নান্টু ঘটক না । ;)

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সাহসী সন্তান বলেছেন: আরে ভাই অতকি আর ভাঙ্গাইয়া কওন লাগে? আমরাও তো ভুক্তভুগি! :`>

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আমিই মিসির আলী বলেছেন: হ্যাঁ......
তয় ঐ গানটা আমি পুরা পারি না ।
না হৈলে দিয়া দিতাম ।।।। B-))

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশাল বিনুদুন :)


আহাহারে.. সেকি দিন..

অবশ্য এরপরের যত্নআত্তির বিষয়টা আবার সেইরাম! পুরাই সপ্তাহ জুইড়া সেকি খানাপিনা... আদর তোয়াজ.. আহাহা..

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

আমিই মিসির আলী বলেছেন: তাহা অবশ্য ঠিক B-))
তয় নান্টু ঘটকের কষ্টের কাছে ঐ খানা পিনা কিছুই না !!!

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আহনাফ নীল বলেছেন:
আহ,,,

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

আমিই মিসির আলী বলেছেন: :P

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আবু শাকিল বলেছেন: হেব্বি বিনুদন মাইরি -
ইসপিরিডে পেশাব করতে পারে!
ভাই - আপকা লিয়ে এক কুসচেন হ্যায়-
আবি ইসপিরিড কিতনা হ্যায়! :)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

আমিই মিসির আলী বলেছেন: আবু শাকিল ভাই
জীবনে বিনোদন ছাড়া আর আছে টা কি!!

ইতনা কমন কুসচেন ক্যা আনসার হাম কাভি নেহি দুউজ্ঞা =p~

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: বিনোদনমূলক পোস্ট !! ;)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

আমিই মিসির আলী বলেছেন: জী!
বিনোদন দেয়ারইই কাম। B-)

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিয়াপক মগা লইলাম !!! =p~

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

আমিই মিসির আলী বলেছেন: জীবনে মগা লওন ছাড়া আর আছেটা কি!!
আনলিমিটেড মজা এইহানেই পাবেন! :)

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

আম আদমি বলেছেন: ঘটনা সবারই কাছাকাছি। কিন্তু মিসির আলী বলতে পারে অসাধারণভাবে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

আমিই মিসির আলী বলেছেন: সেটাই!
গান গাইতে সবাই পারে কিন্তু নাম করতে পারে কয়জনে =p~

ঘটনা সবার কাছাকাছি হৈলেও সাহসটা সবার সমান না।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
hahahahah :D
erokom pure entertainment post kottodin por porLam!
doubLe pLus।
joy tupi pora nantu ghotok B-))

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

আমিই মিসির আলী বলেছেন: ;)
ধন্যবাদ।
আমন্ত্রন রইলো ভবিষ্যত বিনোদন পোষ্টে।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: মাইরালা!

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

আমিই মিসির আলী বলেছেন: :P

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

গেম চেঞ্জার বলেছেন: মজা হেব্বি হইছে। :-B

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

আমিই মিসির আলী বলেছেন: বহুত দিন পর আপনারে দেখলাম!

শীতকালে মজা করা ছাড়া বড় কাম নাই =p~

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

গেম চেঞ্জার বলেছেন: মিছির আলী'কেও তো কম দেখা যাচ্ছে। শীতের বেলা কি কেবল লেপের নিচে থাকলে হইবে?

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

আমিই মিসির আলী বলেছেন: এখন থেকে বেশি বেশি দেখা যাইবে।

এই হারে শীত বাড়লে লেপের নিচে থাকা ছাড়া উপায় নাই।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

আজাদ মোল্লা বলেছেন: অনেক মজার পোস্ট ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
ভবিষ্যত মজা লুটার দাওয়াত রইলো B-))

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: পোষ্টে
ভাললাগা জানবেন
+++

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
নুর এমডিচৌধুরি ভাই

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

অগ্নি সারথি বলেছেন: খিক।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

আমিই মিসির আলী বলেছেন: :`>

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

পার্থিব লালসা বলেছেন: মজা হেব্বি হইছে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

আমিই মিসির আলী বলেছেন: উদ্দশ্য ই মজা!
পরিণতিই মজা ;)

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১

সায়েল বলেছেন: হাঃ হাঃ আপনার লেখা পড়ে মজা পাওয়া যায়।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২

আমিই মিসির আলী বলেছেন: মজা নেয়াও ভালো।
মাঝে মাঝে এসে মজা নিয়ে যাবেন।

১৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১

রং করা পুতুল বলেছেন: বাহ !

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৩

আমিই মিসির আলী বলেছেন: :)

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১

তাজবীর আহােমদ খান বলেছেন: নান্টু ঘটক আর আগের মত নাই------- চমৎকার ব্যাখ্যা, হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.