নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

তাপমাত্রা চরমে! মিসিরআলী দগ্ধ গরমে! টিকা আছি কোনরকমে...। :-/

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২



ভাইরে যে গরম পড়ছে! তারউপর আবার ঘন ঘন লোড শেডিং!
জীবন প্রায় অতিষ্ট! শহরেই যদি এ অবস্থা হয়! তাহলে ভাবুন একবার গ্রামের দিকে কি অবস্থা!

এই নিয়া একটা পুরাতন জোক্স মনে পড়ছে ....

এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই!

চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই!!

ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই!

তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, জয় বাংলা!! জয় বঙ্গবন্ধু! জয় হাসিনার সর্কার!


এইদেকে ব্লগের আবার কোন সমস্যা হইছে! সারাদিন পর্যন্ত ডুকতে পারলাম না! আবার কমেন্ট করলে ডাবল থ্রীপল হইয়া যায়! :||




এই প্রচন্ড গরমে পানির তৃষ্ণা সকলেরই পায়। আপনার জানালার পাশে ছোট পাত্রে কিছু পানি রাখুন। যাতে পাখিগুলা অন্তত বেঁচে থাকে।

অনেকেই বলবেন পাখি আর কই? সব তো কাক!
বলি আরে ভাই এই কাকে আছে দেইখাই পরিবেশটা এখনো একটু বিশুদ্ধ আছে। যেহারে আবর্জনা সৃষ্টি করেন কাক না থাকলে সেসব পরিবেশ দূষিত কৈরা আপনারে শহর ছাড়া করতে বাধ্য করতো।

মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
কাককে ভাইস জাতীয় পাখি বানানোর জোর দাবী জানাই ||

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
দাবীর সাথে একমত পোষন করা হৈল এবং দাবীর উপর প্লাস দেয়া হৈল।

মন্তব্যর জন্য ধন্যবাদ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

শেয়াল বলেছেন: কনতো ! কাক কেন কা কা করে ??

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

আমিই মিসির আলী বলেছেন: শেয়াল পন্ডিত দেখি পানি ভাত মার্কা প্রশ্ন করে।
উত্তর খুবই সহজ।
তাই দিমু না :-P

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি পন্ডিত মশাই এর কোয়েশ্চানের উত্তর জানতে ইচ্ছা পোষণ করলাম ||

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

আমিই মিসির আলী বলেছেন: কাকে কি কোকিলের ডাক দিবে নাকি!!
কাকের কাজই হইলো কা কা করা।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

সুমন কর বলেছেন: হাহা.....শেষে তো ভালোই বলেছেন !

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

আমিই মিসির আলী বলেছেন: ভাই,
আর যাই করেন,
জানালার পাশে একটা বাটিতে পানি রাইখেন।
ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

গেম চেঞ্জার বলেছেন: আসলেই, পাখিদের বেঁচে থাকার জন্য কোন উপায়ই আর প্রাকৃতিকভাবে নেই। :| :|

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

আমিই মিসির আলী বলেছেন: হুম।

|-)
তবে আমরা একটু চেষ্টা করলেই বেঁচে যাবে অন্তত কিছু পাখি।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



কাককে জাতীয় পাখী বানায়ে দিলাম; শেখ হাসিনা ও খালেদা জিয়া এখন থেকে সভায় কাকা উড়াবেন, কবুতরের দিন শেষ!

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

আমিই মিসির আলী বলেছেন: মন্দ হয় না।
পরিবেশ রক্ষায় কাকের ভূমিকা আছে।
;)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

কালনী নদী বলেছেন: কাকের প্রতি আপনার এই ভালবাসা সত্যি মনমুগ্ধকর ভাইয়া!

My dreams like an old lost his girlfriend since his teens. and wait for death. Eighty year

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।

জানালার পাশে পানি রাইখেন কিন্তু।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

রাজু বলেছেন: আচ্ছা পাখিরা কি মনের দুঃখে শহর চেড়ে গ্রামে হান্দিয়ে গেল নাকি, এ্যাঁ....

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

আমিই মিসির আলী বলেছেন: গাছপালা তো শহরে নাই ই বলতে গেলে।
পাখির বসবাসের জায়গা না থাকলে পাখি তো থাকার কথা না।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: ভুমিকম্প রোধে বিল্ডিং এর বেইজ ডিজাইন করার আগে যা যা করণীয়

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার



B:-)

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

কালনী নদী বলেছেন: ঠিক আছে, আমি কিন্তু সত্যি রাখব ভাইয়া :)

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

আমিই মিসির আলী বলেছেন: সে আশা করেই তো লিখলাম...।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০২

সাদ আলী বলেছেন: আপনার এত সুন্দর ব্লগ পড়ে আমার জীবন ধন্য হইলো :>

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে হে

কি আদা!!
ধন্যবাদ সাদা আলী!!

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

এডওয়ার্ড মায়া বলেছেন: এই গরমে মিসির আলী ভাইয়ের চাই ফিল্টারের পানিতে তৈরি লেবুর সরবত

লেবু শরবত তৈরি তেমন কষ্টসাধ্য নয় বিধায় আপনি চাইলেই স্বল্প সময়ে এটা নিজেই বানিয়ে পান করতে পারেন। এক গ্লাস পানিতে মাত্র দুই থেকে তিন টুকরো লেবুর রস দিয়ে তৈরি করতে পারেন শরবত। সাধারণত প্রতি ১০০ গ্রাম লেবুর রসে থাকে- ক্যালরি ১২ কিলোক্যালরি, পানি ৯৬ শতাংশ, ফাইবার ১.৮ গ্রাম, সুগার ৩ গ্রাম, ভিটামিন সি ৪০ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.০৬ মিলিগ্রাম, ভিটামিন বি ৬০.০৪ মিলিগ্রাম ও ভিটামিন বি-ই ০.৪ মিলিগ্রাম। লেবুর রয়েছে নানা জাত ও নাম। সব লেবুর উপকারিতা একই রকম না হলেও মানব শরীরের জন্য সব লেবুই উপকারী। বাংলাদেশে লেবুর মধ্যে উল্লেখযোগ্য হলো, কাগজি, এলাচি, গোড়া, জারা, ঝোটা, চায়না, বীজশূন্য শরবতী ও চট্টগ্রামী লেবু =p~ =p~ =p~

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!!

এ দেখি লেবুর রস হকার!

মজা পাইলাম।
ধন্যবাদ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, জয় বাংলা!! জয় বঙ্গবন্ধু! জয় হাসিনার সর্কার!

:-/ :P =p~

কর্সেন কি ৫৭ আইলো বইলা ;)

গত দুদিন গায়ে গেসিলুম। আহ তালগাছে বাবুইদের দুলুনি কিচির মিচির মনটাই কেমন কেমন করে ওঠে। নগরের নাগরিক যন্ত্রনায় আমরা অনুভূতি গুলোও হারিয়ে ফেলছি!

+++

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

আমিই মিসির আলী বলেছেন: মোর কি দোষ!!
যা বলার মৎস বলিয়াছে .... ;)

গ্রামের পরিবেশ ও দিন দিন পাল্টে যাচ্ছে! যে হারে মানুষ বাড়ছে আর বিয়ে সাধি হচ্ছে আর গাছপালা কেটে ঘরবাড়ি হচ্ছে গ্রাম শহর এত হয়তো আর এক দুই দশক বাকী।

আগামী এক দশক পর যে ঢাকা শহরের কি অবস্থা হবে আল্লাহ মালুম।

মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

কল্লোল আবেদীন বলেছেন:




ভাল লিখিছেন।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

আমিই মিসির আলী বলেছেন:

ধন্যবাদ।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

মুসাফির নামা বলেছেন: আমিতো কাক দেখলুম না, দেখি সব সকার।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

আমিই মিসির আলী বলেছেন:


B:-)

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

হাফিজ বিন শামসী বলেছেন:
"এইদেকে ব্লগের আবার কোন সমস্যা হইছে! সারাদিন পর্যন্ত ডুকতে পারলাম না! আবার কমেন্ট করলে ডাবল থ্রীপল হইয়া যায়! :|| "

আমি ভেবেছিলাম ব্যাপারটা শুধু আমার একার। ভুল ভাংল আপনার পোস্ট পড়ে।

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

আমিই মিসির আলী বলেছেন: হুম।
টেকনিক্যালি কোন সমস্যা হইছিলো হয়তো কিংবা কোন হ্যাকারের নজরে পড়ছিলো।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,




এই গরমে এমন করে হাসালেন যে চোখ থেকে পানি বেরিয়ে এলো :((
এই পানি বেরুনোতে খানিকটা ডি-হাউড্রেশান হয়ে গেলো । এই দগ্ধ গরমে কাজটি কি ঠিক হলো আপনার ?? :(

সাথে আবার একটি মানবিক আবেদনও রাখলেন । এতেও তো চোখের পানি ঝরার কথা .............। ;)

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

আমিই মিসির আলী বলেছেন: মানব কল্যানে যে আবেদন - মানবিকালে

কাকের কল্যানে যে আবেদন - কাকবিক ;)

আর যাই করেন!
পানি রাইখেন কিন্তু ........

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

চিত্রনাট্য বলেছেন: আপনার গরম লাগিচ্ছে? হামার তো আরামই লাগিচ্ছে, শেষের ছবিটা কি হামরার দেশের?

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

আমিই মিসির আলী বলেছেন: আজ্ঞে, জ্বী!

গরম মানে প্রচন্ড!!
আপনে কি এসির নিচে থাহেন!!

ছবি কোন দেশের কৈতারিনা। গুগল মামা দিছে।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

দিগন্ত জর্জ বলেছেন: কাক পরিবেশের ময়লা আবর্জনা পরিষ্কার কইরা সেই আমাগো মাথাতেই ঢাইলা দিয়া আমাগো পরিষ্কার কাপড়ের ১২ টা বাজাইয়া দেয়। এই দুঃখ রাখি কই।
তয়, জানালায় পানি রাইখা পাখি বাঁচামুনে।

লেখা পইড়া বিনুদুন পাইলাম। :D :D :D :D

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

আমিই মিসির আলী বলেছেন: কাকে আছে বইলাই তো সাবান কোম্পানি গুলা এখনো দুইবেলা খাইয়া পইড়া বাঁইচা আছে।

জ্বে, পানি অবশ্যই রাখবেন।
মন্তব্যর জন্য ধন্যবাদ।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: এই প্রচন্ড গরমে পানির তৃষ্ণা সকলেরই পায়। আপনার জানালার পাশে ছোট পাত্রে কিছু পানি রাখুন। যাতে পাখিগুলা অন্তত বেঁচে থাকে।

সহমত আপনার সাথে ।
লেখাটা ভালো লাগলো ।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

আমিই মিসির আলী বলেছেন: জেনে ভাল লাগলো।
পানি রাইখেন.....

ধন্যবাদ।
ভালো থাকুন।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: গরম ভাল।
শীতও ভাল।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

আমিই মিসির আলী বলেছেন: গরমের থেকে শীত উত্তম।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

জুন বলেছেন: আমিতো বহুদিন ধরেই পাখিদের জন্য খাবার আর বাটিতে বাটিতে করে পানি দিয়ে রাখি মিসির আলি।
ভালোলাগলো আপনার ছোট লেখাটি।
+

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

আমিই মিসির আলী বলেছেন: কাজটা আমিও করি।
আপনি আগে থেকে করেন জেনে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

জুন বলেছেন: আমার নিত্যদিনের অতিথিরা (ছবি ব্লগ)
সময় পেলে দেখবেন আশা করি ।
পানির বাটিগুলো ছবিতে নেই :(

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আমিই মিসির আলী বলেছেন: দেখে আসলাম।
টিয়া দেখে সত্যিই অবাক হইলাম।
আপ্নেরে সেলুট।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

রাবার বলেছেন: আমাগো এই দিকে একটু হাল্কার উপর ঝাপসা বৃস্টি হইলো :)

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আমিই মিসির আলী বলেছেন: তাইলে তো শান্তি পাইছেন মোটামুটি।

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

বিতার্কিক সাধু বলেছেন: চমতকার পোস্ট

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
সুখে থাকবেন।
বারান্দায় পাখির জন্য পানি রাখবেন।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

উল্টা দূরবীন বলেছেন: কলিকাতার কাকি কাকারে কহিলো, কাকা কাকেরা কা কা করে কেন? কাকা কহিলো কা কা করাই কাকের কাজ।
এই কতাডা ঘন ঘন কইতে পারবেন?

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

আমিই মিসির আলী বলেছেন: এ আর এমন কি!!!

আপ্নেরে একটা দি ঐটা ট্রাই করেন " সাবন আর দুধ " এটা দ্রুত বলেন।

উল্টো কিছু হইলে মকে দোষ দিবার পারবেন না কইলুম :-P

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।



এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"

এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই ল‍ুকোচুরি !

আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: এসব গাঁজাখোরী গল্প অন্য কোথাও বইলেন।
নাটকের শুটিং এর ছবি দিয়া এসব বা* ছাল মনগড়া কাহিনী তৈরি করা বাদ দ্যান।

২৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

প্রামানিক বলেছেন: যা লিখছেন পুরাটাই পড়লাম। হাসলাম আবার পাখির জন্য সচেতন হইলাম। কাউয়াদের প্রতি সদয় হওয়ার জন্য খুশিই হইলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আমিই মিসির আলী বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

৩০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

কল্লোল পথিক বলেছেন: অনেকেই বলবেন পাখি আর কই? সব তো কাক!
বলি আরে ভাই এই কাকে আছে দেইখাই পরিবেশটা এখনো একটু বিশুদ্ধ আছে। যেহারে আবর্জনা সৃষ্টি করেন কাক না থাকলে সেসব পরিবেশ দূষিত কৈরা আপনারে শহর ছাড়া করতে বাধ্য করতো।


সুন্দর লিখেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

আমিই মিসির আলী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩০

কালনী নদী বলেছেন: কয়েকদির রেখেছিলাম বাই! ঘুম থেকে উঠে নিজেরই আবার সেটা খেতে হয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.