![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
- আরে খোদা! দারুন কতা কইছেন গো বাই!
- হা হা হা! আই আর কিছু কইতাম ন।
- কি মেয়া! আর কতা জোস অইছে নাহ্!!?
- কাহিনী হেইডা আরকি! ভাবিরে কইতাম নি?
- ধুরু বাই! আন্নে আর মনডাই খারাপ করি দিলেন!
- ও মা গো! এইডা কেমনে হইইইইইইলোগোওওওও
বালের কতা নি কন মেয়া! বেশি ছাডাইয়েন নাহ্! বেশি ছাডাইলে গাদাত হড়ি যাইবেন।
আর কতা বন্ধ গেছে! মনে অয় জবানে তালা লাগি গেছে!
- তোরে ছাডাইতে মানা কইচ্ছিলাম নারে হারামজা* তোর বাপে দেখলে সালাম দেয় আর তুই উচা গলায় কতা কছ!
এহ্! আইছে! বাল হানা! হন্ডিতি মারায় বেক কামে!
আরে ভাই! আন্নের মুখে কিছু আটকায় না! হুরাই লল!
ঠাডা হড়লো নি কোন!
হে হে হে! হুরাই মুকলেছ অই গেলাম রে!
ওম্মা! আন্নে এগিন কিয়া কন! মাতা ঠিক আছে নি!
বাই একটু লড়িচড়ি কতা কন।
তুমি বাই একটা জিনিসইই!
তুই হালা এক নম্বর মিছকা শতান।
বাল হানা ! চুপ করি থাক।
হাছা নিকি?
এহ্! আইছে বিশ্ব সুন্দরী জরিনা।
থাক! আই কিছু কইতান ন...
বুলে বুলে জীবনডা কাডি গেল ..।
তোর নানিরে...
আছ সালামুলাইকুম মাস্টর সাব..
এ কতা আই জীবনও কই ন..
আর কোন দুষ্টু নাই বাই! সব আর কয়ালে আছিলো
আর আসাইয়েন না বাই! হেড বিশ করা শুরু কইরবো কইলাম ...
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১
আমিই মিসির আলী বলেছেন:
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা... অসাধারণ পোস্ট। সোজা প্রিয়তে। হাসতে হাসতে পেট ব্যাথা ধরে যাচ্ছে। আর আসাইয়েন না বাই! হেড বিশ করা শুরু কইরবো কইলাম ...
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৩
আমিই মিসির আলী বলেছেন:
ঈদ উপলক্ষে একটু বিনোদন দিলাম।
ধন্যবাদ বাই প্রিয়তে নিচেন জেনে খুশি অইছি।
আন্নে সব সময় বালা থাকবেন।
৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২২
কালনী নদী বলেছেন: মজা পেলাম বড় ভাই।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৫
আমিই মিসির আলী বলেছেন:
জেনে প্রীত হইলাম।
ধন্যবাদ কালনী ভাই।
৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯
পুলক ঢালী বলেছেন: হা হা হা আন্নে ভাবসাব বালাই হুডাই তুইলছেন।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
আমিই মিসির আলী বলেছেন:
সবই আপনাদের দোয়া।
ধন্যবাদ আপনাকে।
৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
আমিই মিসির আলী বলেছেন:
.
৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
আবুল হায়াত রকি বলেছেন: বালের কতা নি কন মেয়া! বেশি ছাডাইয়েন নাহ্! বেশি ছাডাইলে গাদাত হড়ি যাইবেন। ভালো লাগছে-
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪১
আমিই মিসির আলী বলেছেন:
হে হে হে
ধন্যবাদ ভাই।
জেনে প্রীত হইলাম।
৭| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২
আমিই মিসির আলী বলেছেন:
৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: গুড গুড গুড ভাইয়ু এখন থেকে নোয়াখাইল্লা ভাষার নাটক লিখতে এই পোস্ট কাজে দেবে।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৪
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা।
যাক তাইলে একটা কাজের কাজই করছি।
৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: পড়তে পড়তে নোয়াখাইল্যা হয়ে গেলাম.......
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬
আমিই মিসির আলী বলেছেন: ।
।
১০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩০
মিঃ অলিম্পিক বলেছেন: আম্মে তাইলে নোয়াখাইল্লার মানুষ! নোয়াখালির মানুষেরে হিগুনের কতাতেই বুঝা যায়,হা হা হা....
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
আমিই মিসির আলী বলেছেন: ও মোর খোদা! ।আম্নে ইয়া কিয়া কন!
মোর বাড়ি নোয়াখালী হইতে যাইবে কোন দুঃখে!!
কথাতেই সব বুঝা যায় না।
ধন্যবাদ।
১১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
নোয়াখাইল্লা পাইলাম
বাকি গুলার আশায় থাকলাম
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০১
আমিই মিসির আলী বলেছেন:
খুবই ভালো।
আশায় মিলে হাসা।
অপেক্ষা করুন।
ধন্যবাদ।
১২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০১
সামু পাগলা০০৭ বলেছেন: কোন কথা হবেনা, অসাধারন।
ধন্যবাদ আপনাকে।
শুভকামনা!
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০২
আমিই মিসির আলী বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
১৩| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৪
পুলহ বলেছেন: ঈদের শুভেচ্ছা মিসির আলী ভাই।
বেশির ভাগই মারাত্মক হইছে হা হা
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩২
আমিই মিসির আলী বলেছেন:
ঈদ তো দেখি না কোথাও!!
কেমন আছেন?
আপনাকেও বাসি ঈদের শুভেচ্ছা।
১৪| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৮
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী , - আরে খোদা! দারুন কতা কইছেন গো বাই!
ফ্যানটাসটিক । এটা এ পর্য্যন্ত বছরের শ্রেষ্ঠ রম্য হয়েছে ।
বাই এই কতাডা ডা যে কইলাম, হের লাগি কেউ আবার না কয় ----
ঠাডা হড়লো নি কোন !
- হা হা হা! আই আর কিছু কইতাম ন।
কপি করে রাখলুম জায়গা মতো খাটিয়ে দেবো এখন থেকে ।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮
আমিই মিসির আলী বলেছেন:
আহা!
হাছা কইছেন নি গো বাই!
আন্নে অনেক বালা।
আন্নের দশগা হোলামাইয়া হোক।
আমিন
১৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১
কল্লোল পথিক বলেছেন:
আরে মিসির আলী ভাই!
কেমন আছেন?
এত্ত দিন পর!
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আমিই মিসির আলী বলেছেন: হুমম।
বেশ কয়েকদিন পর।
আছি তো ভালো।
আপনি কেমন আছেন??
১৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪
মানসী বলেছেন: একেবারে ইমোদের মনের কথা বলে দিয়েছেন।
পোস্টে ++++++++++
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
কথাগুলো নোয়াখাইল্যাদের মনের মতো।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সর্বদা।
১৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ইউনিক
+++++++++++
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই।
ভালো থাকবেন সর্বদা।
১৮| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
মহসিন ৩১ বলেছেন: একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাদ গেছে; " হিচা মার ! হিচা মার !! দুর অ ! " । ইমো আপনি দিয়া দেন ।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে
আসলেই জটিল কয়েকটা বাদ পইড়া গেছে।
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
১৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫
নুর পাগলা বলেছেন: ভেরি ফানি।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আমিই মিসির আলী বলেছেন: হয়ত......
২০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫
জনৈক অচম ভুত বলেছেন: আছ সালামুলাইকুম মাস্টর সাব..
বিনা পয়সায় ইমোর নোয়াখাইল্লা অনুবাদ শিখাবার জন্য বিশ কেজি ধইন্যাপাতা।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
আমিই মিসির আলী বলেছেন: ওয়ালাইকুম সালাম
আজকাল ভূতরা ও সালাম দেয়!!!
হে হে হে
অনুবাদ কাজে লাগবে সে আশাই করি।
২১| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২
জেন রসি বলেছেন: হেড বিশ করা শুরু কইচ্চে!
চরম হইছে ভাই।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
আমিই মিসির আলী বলেছেন:
হে হে হে
জেনে জোশ পাইলাম ভাই।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
২২| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
তানিয়াজামানরুম্পা বলেছেন: অনেক ফানিতো!
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আমিই মিসির আলী বলেছেন: ফানি জিনিস ফানিই তো হবে!
ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭
গেম চেঞ্জার বলেছেন: মজারু!!!!!!!!!!