![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক মজা করলাম মলচত্বর। বৃষ্টিতে ভিজলাম। বাসের দরজায় দাড়িয়ে হাওয়া-বাতাস, আবার হালকা কাদা ও দেখলাম। পানির ছিটা লেগে প্যান্ট ভিজে গেছে। শার্ট ও ভিজে চুপচুপে হয়ে গেছে। বাসায় এসে সব শুকাতে দিলাম। প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করতে ভুলে গেছি। মানিব্যাগে ৫ টা ১০০ টাকার নোটসহ আর অনেক খুচরা টাকা ছিল। খেয়াল নেই কোনো। বুয়া প্যান্ট ধুয়ে দিসে পরদিন। বুয়ার হাতের আছাড়, কচলানি খেয়ে আমার মানিব্যাগ ভর্তা হয়ে গেছে। আর ভিতরের প্রায় ৫৫০ টাকা বুয়ার শক্তি প্রয়োগে কাগজের মণ্ড হয়ে গেছে। ভাগ্য ভাল যে কিছু কয়েন ছিল। কয়েনগুলো DOOMS DAY থেকে বেঁচে গেলো। খুবই দুঃখজনক যে, তারও ১ দিন পর মানিব্যাগের এই অবস্থা আমার চোখে ধরা পড়লো। এখন টাকাগুলো কোনোরকমে আলাদা করে শুকাতে দিয়েছি। যদি কিছুই না করতে পারি, তবে সকালেই কাগজের মণ্ডগুলোকে পেপারমিলে দিয়ে আসব – নতুন করে টাকা বানানোর জন্য।
আর যদি কোন কিছুতেই কিছু সম্ভব না হয়, তবে বাপ তো আসেই। নাকি ? নাকি রে ???
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
অমিতানন্দ বলেছেন: জি ভাই। আপনে কেমনে বুঝলেন ?
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০
এক্সপেরিয়া বলেছেন: আনন্দের পর একটু দুঃখ তো আসবেই । তবে সেটা টাকা বিধায় কষ্টটা একটু বেশিই বুজি লাগছে ?