নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

আনন্দ ধারা

আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।

আনন্দ ধারা › বিস্তারিত পোস্টঃ

ঈদ শপিং এ আম্মা ও আব্বু

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০৬

আমরা তখন গ্রামে থাকি। আব্বু আম্মা দুজনেই চাকুরীজীবী ছিলেন, সেই সুবাদে আমরা গ্রামে থাকতাম। সেই বার আম্মা কি যেন কাজে ঢাকায় আসলেন, তার কদিন পরেই ঈদ, তাই ভাবলেন ঈদ শপিংটা ঢাকা থেকেই করবেন। তাই আব্বুও আসল আম্মাকে নিতে।

যথারীতি তারা দুজন গেলেন নিউ মার্কেটে শপিং করতে। আব্বু কখনই আম্মার সাথে শপিং এ যেতে চাইত না। কারন আব্বু কোন কিছুর দামাদামি করত না, দোকানদার যা চাইত তাই দিয়ে কিনে নিয়ে আসত। কিন্তু আম্মা ছিল উল্টা, ফিক্সট প্রাইজের দোকানে যেয়েও দামাদামি করতে ছাড়ত না। যাই হোক, জামা-কাপড় কেনা শেষ, আব্বু হাফছেড়ে বাঁচলেন, এবার শান্তি মত বাসায় যাওয়া যাবে। কিন্তু আম্মার শপিং তখনও শেষ হইনি, হকার্সদের কাছে কিছু জিনিস কিনতে হবে।

একটি হকার্সের দোকানের সামনে দাড়িয়ে আম্মা জিনিস দেখছে আর দাম জিজ্ঞাস করছে, আব্বু আম্মার পেছনে......
আম্মাঃ কাপড় আটকানো ক্লিবের দাম কত?
দোকানদারঃ ১০৫ টাকা আপা।
আম্মাঃ ২৫টাকা দিবা?
(ঠিক এই সময় আব্বু আস্তে করে আম্মাকে রেখে অনেক দূরে চলে গেল !)

কেনাকাটা শেষ করে আম্মা ঘুরে দেখে পেছনে আব্বু নাই। বেশ কিছুক্ষন খোঁজার পর আব্বু সামনে আসল। সেখানে আম্মা আর আব্বুকে কিছু বলল না। বাসায় এসে জিজ্ঞাস করল "তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে কেন?"
আব্বুঃ "তুমি যেভাবে দাম বলছিলা আমার ভয় হচ্ছিল দোকানদার না মাইর দেয়, তোমাকে হয়ত মারতে পারত না, কিন্তু আমাকে ধোলাই করত, তাই নিরাপত্তার জন্য সরে গিয়েছিলাম।" :P :P :P

এই হল আমার বাপ ! মহা-বীর-পুরুষ ! পরে শুনলাম দোকানদার ২৫ টাকায় আম্মাকে কাপড় আটকানো ক্লিব গুলো দিয়েছিল ! :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.