![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।
আধা পাগলের ঘর করার চাইতে ফুল পাগলের ঘর করা ভাল ! বলেছেন জনৈক ভুক্তভুগী।
হারামীরা হল আধা পাগল, আর হারামীদের সাথে বসবাস করা সব থেকে কঠিন। তারা মাথায় হিজাব দিবে, টুপি দিবে, নিয়মিত কোরআন পড়বে, হজ্ব করবে, আর অন্য কে হেদায়েত করবে। তারা গুলশানের জঙ্গি হামলার সাপোর্ট করবে এই বলে "এটা ঠিক আছে দেশে ইসলামি অনুশাসন দরকার"
আমি তাদের প্রশ্ন করতে চাই............
# আপনার মেয়ে কি করে সেটা কি খোঁজ নিয়েছেন?
# হজ্ব তো করেছেন, আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন, তাওলে আবার কেন পরনিন্দা নিয়ে সারাদিন থাকেন?
# কোরআন তো পড়েন, বলেন তো ওইখানে কি লেখা আছে?
# হাদিস এর দোহাই দেন, আমাকে বুঝান কোন হাদিছে মানুষ হত্যার কথা লেখা আছে?
# আপনার ছেলেকে কি মানুষ করতে পেরেছেন? সে কি তার বউ-সন্তান-মা-বাবা-ভাই-বোন এর প্রতি সঠিক দায়িত্ব পালন করে?
# পোশাকই যদি মূল কারন হয় তবে আগে তো আপনার মেয়েকে মেরেফেলা উচিত, কেননা অশালীন পোশাক তো সে পরে।
# বাইরের দেশে যারা থাকে তাদের তো এই পোশাক তারা জন্মথেকেই পরে।
# আপনি তো বাঙালি তাই না? আপনি শাড়ি পড়েন না? শাড়ি তো একটা ফুল সেক্সি পোশাক, শরীরের ভাজে ভাজে পরা হয়। তবে সেটা কি?
# প্রতি মুহুর্তে আপনার ঘরে আপনি আপনার ছেলের বউকে নির্জাতন করছেন, মানুষিক শারিরিকভাবে সেটা কোথায় লেখা আছে ইসলামের আমাকে একটু দেখাবেন?
নোংরামি আমাদের আশেপাশেই আছে। ব্রেইন ওয়াশ যখন এই নোংরা মানুষ গুলো করতে থাকে তখন অন্যকে দোষ দিয়ে লাভ কি? সে হয় আমাদের পরিবারের সদস্য, তাহলে ব্যাপারটা আরও সহজ হয়।
সমাধানঃ আগে নিজের আশে পাশে পরিষ্কার করা দরকার। কোরআন ও হাদিস কারো মুখে না শুনে নিজে পড়ে বুঝা উচিত সেখানে কি বলা আছে। সঠিক ভাবে জেনে তবে অন্যকে জানানো উচিত। ইসলাম শান্তির ধর্ম। সব ধর্মের মূল কথা শান্তি
~~ আনন্দধারা
২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, তবে মানে কয়জন!
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪০
আনন্দ ধারা বলেছেন: মানে না বলেই তো আমরা হেরে যাই। তবে ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন ঠিক মুখের উপর ওদের ওই প্রশ্ন গুলো করা হবে। আমি নষ্টদের সংশোধন করতে সময় নষ্ট করতে রাজি না। তার চাইতে অনেক সহজ নূতনদের সুন্দর করে গড়ে তোলা। জানি এই প্রবীণরাই আমার ইচ্ছার প্রতিবন্ধকতা হবে সবার আগে, কিন্তু আমি সেখানেও বাচ্চাদের শিখাতে চাই,
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৮
নাহিদ মুরাদ বলেছেন: ভাল লিখেছেন। কিছু মানুষের স্বভাবই এটা, ধর্মের যেসব দিক পালন করলে স্বার্থসিদ্ধি হবে, কেবল সেগুলোই পালন করে। আর বাকিটা নিজের মত গড়ে নেয়। পৃথিবীর কোন প্রতিষ্ঠিত ধর্মই মানবজাতির খারাপ হয় এমন কিছু সমর্থন করেনা।