নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

আনন্দ ধারা

আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।

আনন্দ ধারা › বিস্তারিত পোস্টঃ

♀ আমি একজন মেয়ে মানুষ

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

মেয়ে মানুষ কোনদিন একা সংসার করতে পারে না। মেয়ে মানুষের সংসারকে বলে "Broken Family- ভাঙা পরিবার"।

কিন্তু যে পরিবারের মেয়েটি তার সন্তানের জন্য বাবা-মা দুজনের দায়িত্বই সমান ভাবে পালন করে আসছে আর বাবা শুধু তাদের জন্য সাইনবোর্ডের ভুমিকা পালন করে আসছে, তবে কি সেই পরিবারকেও সমাজ ব্রকেন ফ্যামিলি বলে? না, সেই পরিবারটিও জয়েন্ট ফ্যামিলি বলে।
তবে হ্যাঁ সমাজ সেই পরিবারকেউ ব্রকেন ফ্যামিলি বলে, যদি মেয়েটি তার স্বামী নামক সাইনবোর্ডকে ছেড়ে অন্য কোথাও বাচ্চাদের সাথে নিজের মত করে থাকে।

সমাজ আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে। কোন মেয়ে একা একা ভালভাবে সারভাইভ করছে এটাও আমাদের বাঙালি সমাজ বিশ্বাস করতে বা মেনে নিতে পারে না। তারা তখন শুনতে চায় "নিশ্চয় তার পাশে কোন পুরুষ মানুষের শক্ত ব্যাকিং(সমর্থন) আছে।"

ব্যাপার গুলো আজকাল সবার কাছেই স্বাভাবিক হয়ে গেছে, আর দশটা অন্যায় মেনে নিয়ে চলার মত। কিন্তু বিষয়টি বেদনাদায়ক/ কষ্টদায়ক তখনই হয় যখন ছোটবেলা থেকে পাশে থাকা মানুষ গুলোর দৃষ্টি আর সমাজের দৃষ্টির মাঝে কোন বিভেদ থাকে না।

মেয়েটিকে দাড়াতে হয় তার কাছের মানুষ গুলোর কাঠগড়ায়। তারা শুনতে চায় সেই কথাটি যা তাদের মনে গেঁথে আছে। সেটা মিথ্যা হলেও তারা শুনতে চায় "মেয়েটির খুটির জোর হল একজন পুরুষ মানুষ"। কাছের মানুষগুলোই যখন বুঝে না এটা যে কোন মেয়ের আত্মসন্মানে কত বড় আঘাত করা হয়, তখন বাইরের মানুষগুলো আর কি বুঝবে?

সান্ত্বনা স্বরূপ শুভাকাঙ্ক্ষীরা বলে "এসব কোন ব্যাপার না, তোমাকে এসব শুনতেই হবে, সামনে এর চাইতেও খারাপ কিছু শুনবা, কারন তুমি মেয়ে মানুষ"। শোনাটা যে কতটা কষ্টদায়ক আর অপমানকর তা যে শুনে শুধুমাত্র সে বুঝতে পারে, অন্যকারো পক্ষে তা অনুধাবন করা সম্ভব নয়।

পরিশেষে, পুরুষের দল জিতে যাবেই, হোক সেটা মিথ্যা, হোক সেটা অন্যায় বা প্রতারণা করে। তবুও তাদের জেতা চাই। আর নারীর দল আজীবন নিঃস্বার্থ, অক্লান্ত শ্রম দিয়েও হেরে যাওয়া এক পরাজিত দল।

~~ মেয়ে মানুষ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার মনে হয়, পুরুষ নারী দুজনেরই উচিত একসাথে বাঁচা। জীবন অনেক ছোট সময়ের। এত দুঃখ নিয়ে জীবনে বাঁচা বোধহয়
ঠিক নয়।
আশা করি আপনার সাথে এমনটি ঘটে নি, ঘটলে জানবেন অনেক ভালো মানুষ এখনো বেঁচে আছেন যারা আপনার পাশে দাড়াতে পারে।

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮

কানিজ রিনা বলেছেন: তাই দেখেন না মেয়েরা এত কষ্ট করে সন্তান
মানুষ করে অথচ শুধু বাবার পরিচয়ে পরিচিত
হয় সকল খানে। যদিও এখন নারীরাও অভি
ভাবক তথাপি ওই একই ওমক ছলিমদ্দি
কলমদ্দির ছেলে। ইহাই সমাজের নিয়ম হতে
হতে আর কোনও দিন পরিবর্তন হবে সে
আশাও ক্ষীন। ভাল কিছু উৎথাপন করেছেন
ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: সমাজের প্রেক্ষাপটে একটা মেয়ে একাকী বাঁচা সত্যিই এখনো কঠিন ।
একটা মেয়ে যখন একাকী শুধু সন্তান নিয়ে থাকেন অনেক পুরুষ ই তাকে খারাপ প্রস্তাব দিবেন , অনেকেই সুযোগে থাকেন । আজকাল সেক্ষেত্রে মেয়েটি হয় বাবার বাড়ি থাকেন নাহলে অন্য আত্মীয় এর আশ্রয়ে । একাকী বাঁচা সত্যি কঠিন বর্তমানে ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি পুরুষ। কিন্তু একজন বাবা, একজন স্বামী, একজন ভাই, একজন বন্ধু।এটাওতো পরিচয়।

সমাজের চোখ নেই সমাজ বলতে পারে না সমাজ কিছুই করতে পারে না এই সমাজে আমরা যারা সামাজিকতার মূখোশ পড়ে সমাজকে নষ্ট করি হেন তেন নিয়ম নীতি অনুসরণ করে সুন্ধর ও সুস্থ জীবনদ্বারায় অন্তরায় হই তাদের জন্যই আপনার প্রশ্নটির তীর আমাকে বিঁধে। কিন্তু কেন? পারিনা এই পৃথিবীতে ক্ষনজন্মা জীবনটাকে সুন্দর আরো সুন্দর করে সাজাতে? কারণ আমরা লড়তে জানি না। লড়তে হবে সকল অন্ধকারের বিরোদ্ধে।

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

রিফাত হোসেন বলেছেন: একে অন্যের পরিপূরক হয়। পোস্টটি একপেশে হয়ে গিয়েছে। আপনার চিন্তাধারা বদলানো দরকার। আবার যা বলেছে তা আবার সম্পূর্ণ মিথ্যা নয় বেশিরভাগই সত্য। অতএব আপনার সাথে সাথে সমাজেরও পরিবর্তন দরকার।

উন্নত হচ্ছেও...

৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩২

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশ পুরুষশাষিত সমাজ।এখানে মেয়েদের সব সময় কাটগড়ায় দাড় করানো হয়। তবে এই অন্যায় প্রথা মেয়েদেরই ভাঙতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা একটা বিড়াট মুক্তি। স্বাবলম্বী মেয়েদের কারো সমালোচনা কেয়ার করার দরকার নাই।দিনশেষে নিজের সন্তানরাই শুধু পাশে থাকে। তবে কেন অহেতুক মন্দ লোকের ( হোক সে কাছের কেউ) কথায় কান দিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করা?

৭| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

খাঁজা বাবা বলেছেন: নারী বা পুরুষ সবার জন্য ই একা থাকা কঠিন তবে অসম্ভব নয়।
আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন পুরুষ মানুষ একা থাকলে কি কি কথা শুনতে হয়, কি কি সমস্যা হয়?
নারীদের সমস্যা একটু বেশী কারন তারা মানুষিক দিক থেকে দুর্বল।
আপনি যদি বলেন নারী মানুষিক ভাবে দুর্বল না তবে আমি তা মানতে রাজি নই।
দুর্বল না হলে আপনি এ কথা গুলি লিখতেন না, আপনার সমস্যা আপনি হজম করে আপনার মতই জীবন ধারন করতেন।

সবচেয়ে ভাল মিলে মিশে থাকা। একলা থাকা কষ্টের। এর প্রভাব শুধু আপনার উপর না বরং আপনার পরবর্তী প্রজন্মের উপর ও গভীর ভাবে দীর্ঘ মেয়াদে পরবে। আপনার বা তাদের সন্তান একটা স্বাভাবিক জীবন থেকে বুঞ্চিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.