নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চিনতে বাকি আছে আগে চিনে নেই। পরে একদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব।

Anamul420

Anamul420 › বিস্তারিত পোস্টঃ

লেখাটা পড়লে আপনি হয়ত নারীবাদি বলবেন আমায়।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই নারী নিয়ে পুরুষের কিছু কথা শুনতে আমার খারাপ লাগত।
ইদানিং অনলাইন নিউজ নামক চটি সাইটগুলোত পাওয়া যায় যে দশটি গুন দেখে নারীরা প্রেমে পড়েন আরও কত কি কিছু খেকশেয়াল এগুলো গোগ্রাসে গেলে।
অনেকের মুখ থেকে অথবা ফেইসবুক পোষ্ট এ দেখতে পাই কিছু অনুচিত কথা।
যদি গাছে টাকা ধরত তাহলে মেয়রা গাছকেই বিয়ে করত।
নারীরা ছেলেদের মন বুঝেনা শুধু টাকা বুঝে।
নারীরা ছলনাময়ী কালনাগীনি ইত্যাদি যা বলে শেষ করা যাবেনা।
তুমি হলে খালি কলসী আর মেয়েরা তোমার হাতে জীবন সব তুলে দেবে নারী কি বাজারের মোয়া।
আচ্ছা আপনি বলুন আপনার বোন অথবা মেয়েকে বিয়ে দিতে সময় কি ছেলেটার ব্যাকগ্রাউন্ড চ্যাক করবেননা, যোগ্যতা ব্যাতিত কারো হাতে তুলে দিতে পারবেন?।
মেয়েরা যার হাতে সব কিছু তুলে দিবে তার দায়িত্ব পালনের যোগ্যতা আছে কি নাই জানার কি তার কোন অধিকার কি নাই? নিজের ভালমন্দ চিন্তা করার কি কোন অধিকার নাই।
কোন ছেলের প ক্ষে একটা কষ্ট চিন্তাধারা বোঝা কোন ভাবেই সম্ভব না।
একটা মেয়ের উপর ফ্যামেলির যতটুকু প্রেশার থাকে ১ভাগ ও কোন ছেলের উপর থাকেনা।
হ্যাঁ আমি মানি মেয়েদের কিছু সমস্যা আছে যেগুলো তারা নিজের অজন্তে করে ফেলে এটা প্রাকৃতিক।
আমার মতে তাদের স্যক্রিফাইস এর কাছে এই ভূলগুলো কিছুই না।
নারী ঐ শব্দদারী কে বলা হয় যে দিনের ২৪ ঘন্টার ঘুম ব্যতিত বাকি সময়টুকু ডিউটি দিতে হয়।
আপনি কি কিছুদিন কিচেনে লাগাতার কাজ করেছেন? না করলে কিছুদিন করুন বুঝে যাবেন নারী কি কষ্ট ভোগ করেন।
আর বাকী কষ্ট গুলো বলে কষ্ট বাড়িয়ে লাভ নেই।
সব বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে সব কাজ ছেড়ে এখানেই পড়ে থাকতে হবে।
রাখলাম ভাল থাকবেন সবাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৫

কানিজ রিনা বলেছেন: পুরুষ মানুষ নারীর পক্ষেকথা বলে কখন জানেন
শেষ বয়সে এসে যখন দেখেন তারই মেয়ে পরের
সংশারে গিয়ে বন্চিত অবহেলিত ঠিক তখনি।

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

Anamul420 বলেছেন: সত্যি কথা বলেছি এর মানে নয় আমি নারীবাদি। আজকাল নারীরা যে হারে শরীর থেকে কাপড় কমাচ্ছে তাতে বড় বেশী বয় হচ্ছে আমার কবে জানি নিজেকে গোমটা পড়তে হয়। হ্যাঁ নারীর অধিকার গুলো আদায় হোক আমি চাই এর মানে নয় ওরা বেপরোয়া হয়ে পড়ুক।তুমি শরীরের খাঁজ গুলো দেখিয়ে বেড়াবে আর পুরুশ চাইলেই নির্লজ্জ।
আপনারা কি একবার ও ভাবেন দেশে ধর্ষন বেড়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে একটি হল নারীর বেহায়াপনা।
আমি চাই আমার মা বোনেরা স্বসম্মানে মাথা উচু করে দাড়াক ধর্ষনের লজ্জা নিয়ে গোমড়ে না মরুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.