নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।
তাপমাত্রাটা আসলে খুব বেশি খারাপ না... যদি না বাস মিস করে খোলা আকাশের নীচে আধা ঘন্টা দাড়ায়ে না থাকা লাগে।
বাবা মায়ের দোয়াতেই বলতে হবে আজকে কোমড়ের হাড্ডি ঠিকঠাক মতো আছে। সকালে ক্যাম্পাসে যাবার জন্য, বাসা থেকে বের হতেই ধপাস্ করে বিশাল একটা রুই মাছ ধরে ফেললাম তুষারের মধ্যে। কিছু বুঝে উঠবার আগেই আমার পরশী জ্যাক (বিশাল কুত্তা) ডাকতে শুরু করলো, কাচের জানালার ওপাশ থেকে। তাকিয়ে দেখলাম ওভার কোটের পকেট খালি করে সব জিনিস শুভ্র তুষারে গড়াগড়ি খাচ্ছে আমারই সাথে। ভাবলাম বাঙ্গাল, বন্যার দেশ থেকে আসছিস এতো দিন হয়ে গেল, তবু অভ্যাস বদলালো না। কোনদিনই ধীরে সুস্থে বাসা থেকে বের হওয়া আর হলো না, তাই তো বরফ জমা সিড়িটা তুষারে ঢেকে যাওয়ায় দৌড় দেবার খেসারত দিতে হলো পিছলা খেয়ে।
পরে তুলে রাখলাম কিছু ছবি, ধরে রাখতে চাইলাম কিছু সময় স্মৃতির পাতায়।
সাথে আগের তোলা কিছু ছবি...।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
আনন্দক্ষন বলেছেন: Canada....................Snow....snow snowwwww with strong wind.....Cant walk for strong wind and cant stop due to cold.......
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কোন দেশ?
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
আনন্দক্ষন বলেছেন: কানাডা.....।ভাইরে , মেরুর কাছাকাছি থাকার কল্যানে বাতাস প্রচন্ড জোরে বইতে থাকে, সাথে তো -৩০ তাপমাত্রা। খুব বেশি খারাপ না।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
বলাক০৪ বলেছেন: বাপরে! তবে বাংলাদেশও এই শীতে আমার জান বাইর কইরা দিছে।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
আনন্দক্ষন বলেছেন: তবে এই দেশে কেবল রাস্তায় ঠান্ডা, ঘরে ঢুকলে বেশ গরম। আর বাংলাদেশে ভাই ঘরে-বাইরে সবখানে ঠান্ডা।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
রবিউল ৮১ বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
আনন্দক্ষন বলেছেন: ধন্যবাদ.............।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
বড়দাদা বলেছেন: ভালো লেখার জন্য মন্তব্য অথবা সমালোচনা কোন কিছুইতেই কিছু আসে যায় না, ভালো সবসময়ই ভাল। ( আপনার কমেন্টের উত্তর দিতে অনেক চিন্তা করতে হয়েছে, আপনাকে খুশি করার জন্য অতিরন্জিত কিছু লিখছি কি না এই কথা ভেবে। )
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
আনন্দক্ষন বলেছেন: I am glad......
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
বইয়ের পোকা বলেছেন: কানাডায় কোন শহরে আছেন?
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
আনন্দক্ষন বলেছেন: পশ্চিম-কানাডার একটা ছোট্ট শহরে, নামটা না হয় নাই জানলেন।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
বিত্তবান ফকির বলেছেন: আমার বন্ধু বিয়া কইরা বাংলাদেশের শীতে ঘর থেকে বের হয়না। কানাডা হইরে তো প্রাকৃতিক কাজও বাদ দিত।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
আনন্দক্ষন বলেছেন: আপনার কমেন্ট পড়বার পর ভুলেই গিয়েছিলাম, অফিসের অন্যদের কথা। তাই তো শব্দ করে হেসেই ফেলেছিলাম।
আসলে আপনার বন্ধু, যতটানা শীতে কাবু তারচেয়ে বৌ জ্বরে বেশি নাজেহাল। এই রোগ খুব শক্ত ভাবে আক্রমন করে আবার ছেড়েও যায় দ্রুত। শীতকালের মতই সাময়িক।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
বিত্তবান ফকির বলেছেন: আপনি অফিসে বসে ব্লগিং করতে পারেন? আই মিন সময় পান ব্লগিং করার? তাও আবার কানাডায়।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
আনন্দক্ষন বলেছেন: ভাইজান, কুত্তার লেজ। যেখানেই রাখেন ত্যারা তো ত্যারাই। আসলে লেখা হয় বিকেলের দিকে আর রাতে বাসায় ফেরার পরে। তবে আগ্রহ এতো বেশি থাকে যে মাঝে মাঝে একটু ঢুকে পরি।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
বিত্তবান ফকির বলেছেন: হা..হাহা..... ভালো ভাই। এই প্রবাস-এ গিয়ে একদম দেশের মানুষের সাথেই আছেন। আমি তো ভাবি কোনদিন ওসব দেশে গেলে আর দেশের কথা মনে করব না।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
আনন্দক্ষন বলেছেন: আমার এখানে বসবাসরত আধা-কানাডীয়ানদের সাথে খুব বেশি মিশতে ভালো লাগেনা, ভালো লাগেনা ফেবু। তারচেয়ে দুরের দেশটাই বেশি আকর্ষনীয়, জানতে ভালো লাগে মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ ব্লগে । কিংবা ধারনা নিতে চাই, সমসাময়িক মানুষগুলোর মানসিকতার।
দেশটাকে ভুলে থাকার কথা ভাবতে পারিনা, কারন আমি যতদ্রুত সম্ভব দেশে ফিরছি, তাই হয়তো মা-মাটি- দেশ, সবার কথা মনে করি।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার। কোন দেশ?