নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।
অনেকদিন পর আবার লিখতে বসা। যেন বহুদিন পর আবার নিজের সাথে কথা বলা শুরু।
তুষারের দেশে গড়ে তোলা নিজের পৃথিবীটাকে গুটিয়ে নেয়া আর নিজের মতো করে থাকবার অভ্যেসটা বদলে ফেলবার চেষ্টায় কেটে গেল বেশ কটা দিন। তারপর আবার নতুন জায়গায় সব কিছু ঠিকঠাক করে নিতেও সময় লেগে গেল অনেক বেশি। এটাই স্বাভাবিক ।
তবে, জীবনের এই নতুন করে পুরোনোর সাথে পরিচয় লগ্নে একটা জিনিস বুঝলাম। নতুন করে পরিচয় হওয়া পরিবেশের সাথে খাপখাইয়ে নিতে কষ্ট অনেক কম। গুছিয়ে নেয়াও বেশ সহজ। তখন কেবল নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হওয়া আর গ্রহন করে নেয়া নিজের মতো করে। আর সেকোন সম্ভাবনার জন্য থাকে মানষিক একটা প্রস্তুতি, যা পরিবেশটাকে অনেক সহজ করে দেয়, নতুন অতিথির জন্য।
কিন্তু আগে থেকে পরিচিত পুরোনো পরিবেশে নতুন করে পরিচয় হওয়াটা খুব বেশি কষ্টকর। সময়ের ব্যবধানে, নিজের আগের অবস্থানে ফিরে আসাটা যে এতোটা কঠিন হবে বোঝা যায়নি আগে।
বরং নিজের চিন্তার ধারাটাই ছিল উল্টো। ভবেছিলাম জায়গাটা, মানুষগুলো, সম্ভাব্য ঘটনাগুলো তো আমার চেনা, কিছুটা হলেও পরিচিত, তাই ছিলনা কোন আশংকা। ফলে কোন প্রস্তুতিও ছিলনা। তাই হয়তো অনেক সম্ভাব্য ঘটনাও যেন অপ্রত্যাশিত বলে মনে হয়। সামলে নেয়া কঠিন হয়ে পরে সময়ের সাথে বদলে যাওয়া চেনা মানুষগুলোর অচেনা-নতুন রূপ।
নিজের বদলে যাওয়াও ধরা পরে যায়, পুরোনো আয়নার সামনে। মেনে নেয়াটা কষ্টকর হয় নিজের বদলে যাওয়া অনেক ছোট ছোট আচরন। স্বাভাবিক ভাবে, সাথের মানুষগুলোও মেনে নিতে চায় না এই পরিবর্তন। বাধে সংঘাত। ব্যক্তিত্বের সংঘাত- সামাজিকতার সংঘাত- সময়ের ব্যবধান সাথে পরিবর্তের সংঘাত।
বহুদিন পর ফিরে পাওয়া আপন মানুষ, ছোট ছোট জিনিস, পুরোনো স্মৃতি ফিরে পাবার আনন্দে বিভোর মানুষটা যেন হঠাৎ করেই সম্মুখীন হয় বড্ড বেশি নিষ্ঠুর বাস্তবতার। যেখানে নেই কোন ছাড়, নেই কোন আহ্লাদ, নেই কোন সহানুভূতি।
অনেক কিছুই মেনে নিতে কষ্ট হবে। বদলে যাওয়া এই আমি আবার আগের সেই আমিতে ফিরে যেতে - মানিয়ে নিতে সময়, মানষিকতার আর ধর্য্যের পরীক্ষা দিতে প্রস্তুত থাকলেও, মেনে নেয়াটা সহজ ছিল না বলেই ফিরতে দেরী করেছিলাম। মেনে নিতে পারছিলাম না অনেক কিছু, ভয় হচ্ছিল তাল হারিয়ে ফেলবার। আর সবচেয়ে বড় ভয় ছিল, নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হবার।
আমি কোনদিন, অন্যের জন্য ত্যাগ করাটা পচ্ছন্দ করিনা, যদি কোন দিন কিছু করি, তা কেবলই নিজের আনন্দ কিংবা ভালোলাগার জন্য। তাই যা কিছু করলাম, করবার জন্য প্রস্তুত হলাম তাদের জন্য পরোক্ষ কারন যাই হোক না কেন সব কিছুর মূলেই থাকলো সেচ্ছায় বরন করে নেয়ার ইচ্ছাটা।
নিজেকে কেন্দ্রীভূত করলাম, সাহস জোগালাম, তাকালাম পেছনের দিকে। ভয়-শংকা আর নিঃস্ব হবার আশংকাকে মেনে নেবার জন্য মানুষিকভাবে প্রস্তুত নিলেম, কোথা থেকে যেন শক্তিও পেলাম, ভরসা করবার মতো আস্থা জন্মালো। মুখোমুখি হলাম রূঢ় বাস্তবতার।
খেয়ালের বশে, কিছুটা আবেগের তাড়নায়, কিংবা বাস্তবতাকে ভয় পাওয়া এই আমি কেবল জানতাম না, যে মানুষ, সময় আর পরিস্থিকে আমি বিবেচনা করছি। সময়ের ব্যবধানে বদলে যাওয়া তাদের চেহারাটা আমার কাছে পুরোপুরিই অপরিচিত।
সেকারনে মেনে নেয়া, মনে নেয়া কিংবা বাধ্য হবার পর যা থাকলো তা হচ্ছে, মনের মাঝে লালন করা অনেক বড় বড় আশা।
এখন কেবল স্বপ্ন আর ঘোরের সাথে বসবাস যেন আমার। জানি স্বপ্নগুলো অনেক দুরের তবু কেন জানি তদের ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। অথচ আমি নিজেই সেই স্বপ্ন ছুঁয়ে দেখহবার জন্য হাত বাড়াবার মতো সামান্য কষ্ট টুকুও করছিনা আমি, সাহস নেই বলে।সাহস নেই বদলে যাওয়া এই মানুষগুলোকে, বদলে যাওয়া সময়ের আয়নাটাকে দেখাবার।
কেবল মনে হয় হঠাৎ একদিন দেখবো স্বপ্ন গুলো আমাকে ঘিরে আছে। জানিনা মঙ্গল না অমঙ্গল। শুধু এটুকু জানি দুরের সেই পাহাড় আর ঝকঝকে সকাল আমাকে হাত ছানি দেয়। পেতে ইচ্ছে করে সেই ছোট্ট জানালার ঘরটাকে আর সেই নরম তুলতুলে বিছানায় পরম শান্তি চোখ মেলে দেখবার ইচ্ছেটা।
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
আনন্দক্ষন বলেছেন: ভালো লাগলো, আপনার অনুপ্ররনা দেখে।
কিন্তু, বদলে যাওয়াটা যখন কয়েক বছরের ব্যবধানে ধরা পরে, তখন তা মেনে নিয়ে এগিয়ে চলা বুঝি রীতিমত অসাধ্য সাধন।তারপরও, ভালো লাগার কয়েকজন মানুষ এখোনও ছেড়ে যায়নি, বন্ধুরাও কোন একটা কারনে সম্পর্কটা টিকিয়ে রেখেছে, তাই হয়তো চেষ্টা করছি নিজের মতো করে বাচবার।
২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১
সুমন ২০১২ বলেছেন: লেখাটা ভালো লেগেছে। লেখা থেকে একটা জিনিস উপলব্ধি করলাম যে, যারা পরিবার-পরিজন-বন্ধু-বান্ধব থেকে দূরে দেশের বাহিরে আছেন, তারা দেশকে খুব মিস করেন এবং আপনজনদের কাছ থেকে অনেকদিনের একটা গ্যাপ তাদের মন-মানসিকতা, স্বাভাবিক লাইফ স্টাইল কে বাধাগ্রস্থ করে। ব্যাপারটা জানতাম বাট এত ভালভাবে উপলব্ধি করিনি।
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আনন্দক্ষন বলেছেন: কৃতজ্ঞতা রইল।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে পারলে সামনের চলার পথগুলো সুন্দর অ সুগম হয়।
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আনন্দক্ষন বলেছেন: জানি না তো সে পথ কেমন হবে, কেবল ভয় হয়...........। তা
তাই তো প্রার্থনা করি যেন, সঠিক হয় সে পথ.।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার অনুভবটা ভালো লাগলো ।
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আনন্দক্ষন বলেছেন: ধন্যবাদ ......, অপর্ণা মম্ময়।
৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো !!
স্বপ্ন গুলো ঘিরে থাকুক.... বাস্তবায়িত হোক ...।
ভালো থাকুন লেখক।
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আনন্দক্ষন বলেছেন: স্রষ্টার কাছে যেন পৌছে যায়, আপনার এই প্রার্থনা সবার জন্য।
ভালো থাকুন আপনিও।
৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগছে।
চমৎকার লিখেছেন
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
আনন্দক্ষন বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরনার জন্য.....প্রার্থনা করি যেন এই অনুপ্রেরনা সমসাময়িক সব অনাকাঙ্খিত বাস্তবতা থেকে রেহাই পেতে সাহায্য করে....।
ভালো থাকুন, এই কামনায়...
৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৬
রবিউল ৮১ বলেছেন: পরিচিত পুরোনো পরিবেশে নতুন করে পরিচয় হওয়াটা খুব বেশি কষ্টকর। সময়ের ব্যবধানে, নিজের আগের অবস্থানে ফিরে আসাটা যে এতোটা কঠিন হবে বোঝা যায়নি আগে। ---আসলে আগের অবস্থানে আর কখনোই ফিরে যাওয়া যায় না। এটাই বাস্তব সত্য
০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৬:১২
আনন্দক্ষন বলেছেন: "বাস্তব সত্য "......difficult to accept .....impossible to avoid....
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
আরিফ আহমেদ বলেছেন: ভাইরে কি আর বলবো মাত্র ১০ মাস দেশের বাহিরে ছিলাম,১০ মাস পরে ফিরে দেখি সবাই মুখ ফিরিয়ে নিয়ে অন্য পথে হাটা শুরু করেছে।দেশে থাকতে আমাকে ঘিরে অনেক কিছু আবর্তীত হত
একটা মেয়েকে পছন্দ করে রেখেছিলাম বিয়ে করার জন্য সে দেখি পর হয়ে গিয়েছে। ব্যাকাপ হিসেবে ছিল ৩ জন বান্ধবী দুইজন বিয়ে করে ফেলেছে।
বন্ধুবান্ধব সব মনে হয় আমার কথা ভুলে গিয়েছে।
কিন্তু আমিতো গোয়ার, আমার কোন সমস্যা নাই তাতে। সব কিছু নতুন করে শুরু করছি।
তবে যাই বলেন, ভালই লাগে পুরোনো চীরচেনাকে নতুন করে চিনতে।
ভেঙ্গে আবার সুন্দর করে সাজাতে বেশ ভালই লাগছে।