নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান নিজের কাছে না রেখে সবাইকে জানানো উচিত

আনাস হাসান

শখের বসে লিখি। অল্প জানি সেটাই সবাইকে জানাই

আনাস হাসান › বিস্তারিত পোস্টঃ

মৃন্ময়ীর সংসার

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪

ডিসেম্বর ২১,২০২১

দেশে এখন আর তেমন শীত না পরলেও এই সময়ে ঠান্ডা পানিতে সকাল সকাল গোসল করা নির্ঘাত অসুখ বাধানোর সমান, ভাবতে ভাবতে মৃন্ময়ী চুলে তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বেডরুমে ঢুকে।
"আফসার এখনো ঘুমোচ্ছে......সারারাত জার্নি করে মাঝরাতে বাসায় ফেরা, এতো সকালে ঘুম ভাঙ্গানো অপরাধ হয়ে যাবে" মনে মনে ভাবে মৃন্ময়ী। যদিও সে নিজেও জার্নি করেই ফিরেছে তবু তার ঘুমনোর ফুরসত কোথায় । আমাদের দেশের মানুষের জীবন যাপনের সাথে প্রেম, ভালোবাসা, রোমান্স ঠিক যায় না। হানিমুন থেকে ফিরতে ফিরতে ভাবতে হয় অফিসের কাজ, ঘরের কাজ ইত্যাদি। এসব ভাবতে ভাবতে রান্না ঘরে চুলা জ্বালায় সে। চা করতে হবে, রুটি বানাতে হবে, ডিম ভাজি করা, মুখস্ত হয়ে গেছে বিয়ের মাত্র ৩ মাসেই। চুলায় চা দিয়ে নিজেই আনমনে ভাবতে থাকে মাত্র ৬ মাস আগেও জীবন কতো অন্যরকম ছিলো।
বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে বেঁড়ে উঠা, কলেজ লাইফ পার করতেই জীবনে প্রেমের দেখা মেলে। একই কলেজে পড়েলেও হাসানের সাথে পরিচয় হয় এইচ এস সি শেষ পরীক্ষার দিন আরেক বান্ধুবীর মাধ্যমে। সাধাসিধা দেখতে। ঐ বয়সে মেয়েদের স্বভাবসুলভ হ্যান্ডসাম ছেলেদের প্রতি যে আকৃষ্ট হবার তাড়না থাকে মৃন্ময়ীর তেমন ছিলো না বললে ভুল হবে তবে ছেলেটার মধ্যে একটা ম্যচুরিটি ভাব ছিলো যা মৃন্ময়ীকে আকৃষ্ট করে। সে ২০১৩ সালের কথা ,
শেষ পরীক্ষার দিন মৃন্ময়ীর বান্ধুবী সেতুর কথা ছিলো সে হাসানের সাথে ফিরবে। হাসান সেই অনুযায়ী পরীক্ষা শেষে কল করে গেলেও সেতুর ফোন বন্ধ। সেতুর এই প্লানের কথা একদমই মাথায় ছিলো না , যখন খেয়াল হলো তখন সে মৃন্ময়ীর মোবাইল থেকে কল করে হাসানকে। সেই থেকে হাসানের কাছে মৃন্ময়ীর নাম্বার। রাতে ম্যাসেজ আদান প্রদান হওয়া থেকে একসাথে আড্ডা দেয়া সবই চলতে থাকে একদমে । আস্তে আস্তে মৃন্ময়ী আবিষ্কার করে হাসানের নিজের কিছু স্বপ্ন আছে, লড়াকু মানসিকতার ছেলে, ঢাকা স্বচ্ছল পরিবার থেকে হলেও নিজের কিছু করার তীব্র আকাঙ্ক্ষা আছে তাই তো ভর্তি কোচিং নিয়ে মনোযোগী। ধীরে ধীরে এসব স্বপ্নের সাথে জুড়ে যায় মৃন্ময়ী। একে অপরকে ভালো লাগার বিষয়টি দুজনই বুঝতে পারলেও কেউ প্রকাশ করে না।
মাঝরাতে কথা শুরু হয়ে সেদিন ফজরের আজান হয়ে গেছে, মোবাইলে কথা শেষ করে মৃন্ময়ী ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে এমন সময় টেক্সট আসে হাসানের নাম্বার থেকে, বেশ দীর্ঘ কথা যার মাধ্যমে মৃন্ময়ীকে জীবনের অংশ করতে চায় হাসান। অস্বাভাবিক কিছু না হলেও মৃন্ময়ী এবার কিছুটা ভাবনায় পরে যায় । জীবনে প্রপোজাল অনেক পেলে এভাবে ভাবতে হয়নি কখনো । ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় নিজেও বুঝে না। ওদিকে হাসানের আর ঘুম হয় না। বারবার মোবাইল দেখা। উত্তরের অপেক্ষা ।এখন সকালের অপেক্ষা , অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যায় সময়......(চলবে)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: চলুক

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৯

আহমেদ জী এস বলেছেন: আনাস হাসান,





দেখা যাক, মৃন্ময়ীর স্বপ্নের সংসার আর বাস্তবের সংসারের ছবির রং কেমন!
চলবে ? চলুক..............

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.