নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

দুঃখ পাখি

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ আর সুখ বিলাবার জন্য আলাদা দুটি মানুষ থাকে,
কেউ সারাজীবন অনবরত শুনে যায় বহমান নদীর কথা,
কেউ ক্ষণকাল সঙ্গী হয়ে তোমায় নিয়ে আকাশে উড়ে বেড়ায়,
তারপর ধপ করে মাটিতে,
অজ্ঞান।
চেতনা।
একটা বৃত্ত।
ফিরে আসো আমার কাছে,
আমি ক্রেতা হয়ে বসে থাকি পথ চেয়ে,
বলবে, আমি শুনবো,
ভেঙে যাওয়া ডানা সেরে উঠবে,
আবার উড়বে।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

অনেকদিন পর দেখলাম
মায়া কেমন আছেন

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপু।
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আগের মতো সময় হয়ে উঠে না।
মাঝে মাঝে অফলাইন থেকেই লেখা পড়ে যাই।
আপনার জন্যও দুয়া করি। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.